নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

বিকিনি পরা মডেল হিজাব পরে প্রশান্তি ফেলে মুসলমান নারীদের পরতে কেন অনীহা ?

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১

কারলি ওয়াটস।কিছুদিন আগেও তিনি ছিলেন বিকিনি মডেল তারকা।নগ্নতাই ছিল তার মডেলিং পেশা।কিন্তু তিউনিশিয়ার মুসলিম এক যুবকের প্রেমে পড়ে নগ্নতা ছেড়ে এখন রীতিমত হিজাব পরিধান শুরু করেছেন তিনি। শুধু তাই নয়, ইসলাম ধর্মে দিক্ষিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ২৪ বছর বয়সী এই আমেরিকান মডেল তারকা।



গত এপ্রিলে ছুটি কাটানোর জন্য তিউনিশিয়া বেড়াতে যান কারলি ওয়াটস। সেখানে গিয়েই মুহাম্মদ সালেহ নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ভাললাগা। আর ভাললাগা থেকেই শুরু হয় ভালবাসা।

শুধু তাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মুহাম্মদকে বিয়ে করবেন এমন মনোবাসনা ব্যক্ত করেন ওই যুবকের কাছে।



কারলি জানান, তিনি এতদিন মডেলিং করেছেন।সারা রাত নাইটক্লাবে নগ্ন হয়ে নেচেছেন।মাতাল হয়ে ব্রা আর বিকিনি পড়ে নাচতেন।কিন্তু মুহাম্মদকে ভালবাসার পর থেকে তার বিশ্বাসে টনক নড়ে। তিনি জানান, মুহাম্মদ খুব ভাল ছেলে। সেও আমাকে খুব ভালবাসে। তাই তার সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন কারলি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬

গরম কফি বলেছেন:
আজ সারা দিন এই গুড নিউজ আর কত বার শুন তে হবে ?

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০০

পুকুরপাড় বলেছেন: ভালো খবর বারবার শুনতে হয়

২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

ইকথিয়ান্ডর বলেছেন: ভাই এইখানে মহান কিছু হয় নাই। প্রেম ভালোবাসারই জয় হইসে। এখন এক মুসলিম মেয়ে খ্রিস্টানের প্রেমে পড়লে উল্টা ঘটনা ঘটতে পারত। হিজাব হয়ত সে ছেড়ে দিত। ওই মেয়ে যা করেছে ধর্মের প্রতি আনুগত্য থেকে নয়, ভালোবাসার মানুষের জন্য করেছে।


মহানবীর হিজরতকালে এক নারী মদিনায় হিজরত করে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে। আর আরেক লোক মদিনায় হিজরত করে ওই নারীকে বিয়ে করার উদ্দেশ্যে। এই ঘটনা জানার পর মুহাম্মদ (স) বললেন

“সকল কাজ তার নিয়তের উপর নির্ভরশীল”

অর্থাৎ যে নারী ইসলাম গ্রহণের জন্য মদিনায় হিজরত করেছে, সে ইসলামকে পাবে। আর যে লোক ওই নারীকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে মদিনায় গেছে, সে ওই নারীকে পাবে, ইসলামকে নয়।

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

পুকুরপাড় বলেছেন: তাইলে কার কথা আপনি কইবেন ?

৩| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রেজওয়ান করিম বলেছেন: হুম

৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই তার ,ঐ ছেলের ইসলামিক আচার আচরন দেখেও তো তার ছেলেকে ভাল লাগতে পারে নাকি??

আর ,আল্লহ যখন যারে খুশি রহমত নাজিল করে থাকেন...

অনেক আপর্কমের মাঝে থেকেও সে যে ভাল গুন গুলো তার চোখে পড়েছে এইটাও অনেক বড় ব্যপার...

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

পুকুরপাড় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.