নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

সিরিয়া রাসায়নিক অস্রের যোগানদাতা ইসলাম এর শত্রু সৌদি ওহাবী প্রিন্স ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭

সৌদি গোয়েন্দামন্ত্রী প্রিন্স বান্দার বিন সুলতান নিজেই ইহুদিবাদী ইসরাইলের কাছে রাসায়নিক অস্ত্র পাঠিয়েছে এবং সেই অস্ত্র তেলআবিব সিরিয়ার বিদ্রোহীদের কাছে হস্তান্তর করেছে। এছাড়া সৌদি গোয়েন্দামন্ত্রীই আমেরিকাকে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য চাপ সৃষ্টি করছে। ভয়েস অব রাশিয়াকে দেয়া সাক্ষাত্কারে একথা বলেছে লিবিয়ার এক শীর্ষ সেনা কর্মকর্তা। তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। লিবিয়ার এ সেনা কর্মকর্তা আরও জানান, প্রিন্স বান্দার নিজে সৌদি রাজা হতে চায়। এজন্য মার্কিন সরকার যা বলে সে সেই অনুযায়ী কাজ করে। সৌদি রাজা হতে হলে আমেরিকার সমর্থন তার খুবই জরুরি। কারণ, তার মা সৌদি রাজবংশের না হওয়ায় সে সৌদি রাজা হওয়ার যোগ্য নয়। সাক্ষাত্কারে লিবীয় সেনা কর্মকর্তা জানান, মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে হস্তান্তরে রাশিয়া অস্বীকৃতি জানানোর কারণে তার প্রতিশোধ নিতে এবং মধ্যপ্রাচ্যে রাশিয়ার দিন দিন বেড়ে চলা প্রভাব খর্ব করতেই সিরিয়ার ওপর হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা। সিরিয়ার ওপর থেকে রাশিয়ার সমর্থন তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করতে বান্দার বিন সুলতান চলতি মাসের প্রথমদিকে মস্কো সফর করে এবং প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন প্রত্যাহারের বিনিময়ে ১৫০০ কোটি ডলারের অস্ত্র কেনার প্রলোভন দেখায়। এছাড়া বিশ্ববাজারে তেলের বিষয়ে বিশেষ সুবিধা দেয়ারও প্রস্তাব দেয়। তবে পুতিন তার এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ খবর ফাঁস হওয়ার পর সৌদি গোয়েন্দামন্ত্রী বান্দার বিন সুলতান বিশেষ আলোচনায় চলে আসে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২

নীলতিমি বলেছেন: সৌদি বাদশাহরা বেশিরভাগই শুয়োরের বাচ্চা আর আমেরিকার গোলাম! X( X(

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫

পুকুরপাড় বলেছেন: আফসোস মুসলমানেরা বুঝলোনা এই কাফিরদের দালালদের ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৫

সাঈফ শেরিফ বলেছেন: নীল তিমি, এখন তাহলে বুঝেন নিজের দেশ সৌদীর ব্যাপারে কতটা হতাশা, ঘৃণা, ক্রোধ থেকে লাদেন এক সন্ত্রাসী খুনী ক্ষুদিরাম হয়ে উঠেছিল?

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

পুকুরপাড় বলেছেন: লাদেন তো ছিল আমেরিকার আর এক দালাল । দেখেন না লাদেনের দেশ সাউদি আরবে তালেবানের হুমকি দিয়ে আমেরিকা কোন আক্রমন করে নাই ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৩

বিডি আইডল বলেছেন: সিরিয়া সরকারের রাসায়নির অস্ত্র ব্যবহার করার কোনই কারণ ছিল না এখন...সেটা তারা করেওনি...এর আগেও সিরিয়ার বিরোধী দল সীমিত আকারে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিলো...জাতিসংঘের তদন্ত রিপোর্টে সেটা উঠে আসছিলো আমেরিকা সেটা ধামাচাপা দিতে চেষ্টা করে সেটা

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

পুকুরপাড় বলেছেন: হমহম

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

rafiq buet বলেছেন: নীলতিমি বলেছেন: সৌদি বাদশাহরা বেশিরভাগই শুয়োরের বাচ্চা আর আমেরিকার গোলাম!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

পুকুরপাড় বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.