![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের ক্যাথলিক সমাজে তোলপাড় ফেলে দিয়েছে পোপ ফ্রাঁসিস। এর কারণ জর্ডানের রানী রানিয়া। তিনি স্বামী বাদশা দ্বিতীয় আবদুল্লাহকে সঙ্গে নিয়ে পোপ ফ্রাঁসিসের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। তখন রানিয়ার সামনে মাথানত করে সম্মান জানায় পোপ। অভিযোগ উঠেছে, সে প্রটোকল ভঙ্গ করেছে। একজন মুসলমানের সামনে নাকি মাথা নত করতে পারে না পোপ। এটা নাকি তাদের রীতির বিরুদ্ধে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ডেইলি মেইল। এতে বলা হয়, আরেকবার পোপ ফ্রাঁসিস নিজের ইচ্ছায় রীতি ভঙ্গ করে একজন মুসলিমের সামনে, জর্ডানের রানী রানিয়ার সামনে মাথানত করেছে। সে নাকি বিশ্বের ১২০ কোটি ক্যাথলিকের নেতা!!! রানিয়া যখন তার স্বামীকে সঙ্গে নিয়ে পোপের সামনে যান তখন পোপ মাথানত করে তাদের সম্মান জানায়। তবে সে রানিয়ার স্বামী বাদশা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলার সময় মাথানত করেনি।
সুত্র
©somewhere in net ltd.