নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

ইহুদীদের বংশধর সউদি ওহাবী সরকারই পরগাছা ইসরাইলকে ফিলিস্তিনে প্রতিষ্ঠা করে ।(দলীল পোষ্ট)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭



পরগাছা ইসরাইলের মাথা গোজার কোন ঠাই ছিলনা । কাফিরদের দেশে জায়গা থাক সত্ত্বেও তারা মুসলমানদের ক্ষতি করার জন্য ইহুদিদের জন্য মুসলিম দেশে জায়গা খুজতে থাকে। পেয়েও যায় তারা । আর তা হল ফিলিস্থিন । কিন্তু একটা মুসলিম দেশে কিভাবে তারা ঢুকবে ? এগিয়ে আসে তাদের-ই সহোদর সউদি ওহাবী সরকার ।যাদের সহযোগিতায় ফিলিস্থিনের ভুমি জোর করে দখল করে গড়ে ওঠে পরগাছা ইসরাইল। মুসলমানদের অবর্ননীয় নির্যাতন করার পরেও সউদি ওহাবী সরকার পরগাছা ইসরাইলের বিপক্ষে কিছু বলেনা। কারন পরগাছা ইসরাইলের মুল প্রতিষ্ঠাতা হল সউদি ওহাবী সরকার।



যার প্রমান বহু পুরনো একটি দলীল ।যাতে ওহাবীজমের মুল সউদি বাদশাহ আব্দুল আজিজ ব্রিটিশ প্রতিনিধি মেজর জেনারেল পার্সি জেখারিয়া কক্স এর মাধ্যমে ব্রিটিশকে এই প্রতিশ্রুতি দেয় যে তারা ফিলিস্তিন কে ইহুদিদের হাতে তুলে দিবে।



লিখাটি হুবহু নিন্মরুপ-



“ আমি সুলতান আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সউদ আল ফায়সাল এবং আমি অনুমোদন এবং ব্রিটিশ প্রতিনিধি পার্সি জেখারিয়া কক্স এর নিকট হাজারবার প্রতিশ্রুতি দিচ্ছি যে গরিব ইহুদিদের, এমনকি অহুদিদের ফিলিস্তিন দিয়ে দিতে আমার কোন আপত্তি নাই এবং আমি কখনো ব্রিটিশদের আদেশের লঙ্ঘন করবোনা”





মুসলমান আজ অথর্ব হয়ে গিয়েছে । ইহুদি বংশধর হওয়ার পরেও মুসলমান আজ ওহাবীদের কথা বিশ্বাস করছে । যারা যাতে ইহুদি, যাদের সাথে ইহুদিদের সখ্যতা তাদের কি করে মুসলমান অনুসরন করে? যারা মুসলিম বিশ্বে অশান্তির সৃষ্টিকারী তাদের বিরুদ্ধে কেন মুসলমান প্রতিবাদ করছেনা ? কেন মুসলমান এদের কথা ঘৃনাভরে প্রত্যাখ্যান করেনা ?এই ওহাবী সরকারকে আস্তাকুড়্রে ছুড়ে ফেলতে হইবে।



সুত্র = http://www.presstv.ir/detail/208014.html

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.