![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজাব পরার কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলেও পুরস্কৃত করা হচ্ছে খোলামেলা পোশাকের শিক্ষার্থীদের। খোঁজ নিয়ে জানা যায় এবং সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থীই খোলামেলা পোশাকে ক্লাসে আসেন। ক্লাসের ফাঁকে ফাঁকে এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ফাঁকা জায়গা ও বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, সাইবার ক্যাফেসহ সর্বত্রই খোলামেলা পোশাকেই বন্ধুদের সাথে আড্ডা দেয়। যা সাধারণের চোখে লজ্জাজনক মনে হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে সাধুবাদই জানায়।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই বিশ্ববিদ্যালয়ে একটু শালীন পোশাক পড়ে ক্লাসে আসলেই শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে হেনস্তা করেন। নানা রকম কটূক্তিসহ মাঝে মাঝে অপমান করেন। তারা সরাসরি ছাত্রীদের কিছুটা উদার হতে বলেন, এবং পোশাকের ক্ষেত্রে খোলামেলা হওয়ার নির্দেশ দেন। ফলে বাধ্য হয়েই অনেক ছাত্রী খোলামেলা পোশাক পড়েন। আর যারা বিদেশি সংস্কৃতি অনুসরণ করে খোলামেলা থাকতে চান তাদের জন্য তো ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্বর্গ রাজ্য। এছাড়া মাদকের অন্যতম আখড়া হিসেবে পরিচিত দেশের অন্যতম এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই প্রকাশ্যে মাদক সেবন করা হয় বলে একটি সূত্র জানিয়েছে।
এই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও ক্লাসরুমে প্রায় শিক্ষার্থীরা মাদক সেবন করেন। জানা যায়, মাদক সরবরাহের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা জড়িত রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশে নিয়মিত মাদক বিক্রি ও সেবন তো চিরায়ত দৃশ্যই হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে অনেক অনৈতিক কাজও হয় বলে জানা যায়।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯
পুকুরপাড় বলেছেন: Click This Link
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪
নামহীন একজন বলেছেন: ভাই একপেশে মনোভাব প্রকাশ বন্ধ করুন।
জানিনা আঙ্গুর ফল আপনার কাছে টক কিনা ?
হয়তো ব্রাক ইউনিভার্সিটি সম্পর্কে আপনি অনেক বেশি জানেন আমার এখনও জানা হয়ে ওঠে নাই।
একটা তুলনা করেনতো দেখি -
ব্রাক ইউনিভার্সিটি = উচ্চতর শিক্ষা না দিয়ে খোলামেলা পোশাক ও গাঁজা।
মাদ্রাসা = ধর্মীয় শিক্ষা ও বিজ্ঞান শিক্ষা না দিয়ে জঙ্গিবাদ।
নিরপেক্ষ মানসিকতায় ভেবে দেখবেন, আশা করি।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
পুকুরপাড় বলেছেন: কিসের সাথে কি ?
মাদ্রাসার ছাত্ররা তো আর নেশা করেনা।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৯
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: এই সব অপপ্রচার চালিয়ে কি লাভটা হচ্ছে আপনার? এটা পড়ে দেখেন Click This Link
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
পুকুরপাড় বলেছেন: আপনি যার রেফারেন্স দিয়েছেন তা সম্পুর্ন মনগড়া ভাবে লিখা।কোরান শরিফের আয়াত বুঝতে হইলে এর শানে নুযুল, তাফসির পড়তে হয় । মুর্খরাই কেবল কোরান শরিফের আয়াতকে নিজেদের মত করে ব্যাখ্যা করে। উক্ত লিখক ঠিক তাই।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৪
নাঈম_নাজিউর বলেছেন: কিছু পয়েন্ট বাদ দিছেন:
সব পোলাপাইন সামনের জাকারিয়া বার এ বইসা থাকে আর মাল খায়। অনেককেই পরের দিন সকাল বেলা পাওয়া যায় কাপড় চোপড় ছাড়া, পোলাপাইন আর টিচার রা অনেক ফ্রি যখন মন চায় তারা ব্রাক ইন এ চলে যায় ফস্টি নস্টি করার জন্য। আর মাদক!! ক্যাফেটেরিয়ার চুলায় ইয়াবা বানায় এরা আর কোক/পেপসির বদলে দেওয়া হয় ডাইল।
খুব খারাপ অবস্হা এইসব প্রাইভেট গুলার রে ভাই :-(
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
পুকুরপাড় বলেছেন: সহমত
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৪
হন্টক২৮ বলেছেন: ভাই আর কত? থামেন না এবার।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
পুকুরপাড় বলেছেন: হা হা
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯
তোমোদাচি বলেছেন: লেখা পড়েই বুঝা যাচ্ছে লেখক এক চোখা নীতিতে লিখেছেন!!
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫
পুকুরপাড় বলেছেন: ব্যাখ্যা করবেন প্লিজ
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯
পথহারা সৈকত বলেছেন: বিশ্বের সেরা ইউনি হইল ব্রাক........
ইস আমাদের ইউনি টা যদি ব্রাকের মত হইত আমরা কতই না মৌজে থাকতাম..........
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
আল ইফরান বলেছেন: গাজার ডোজটা মনে হয় আজকে একটু বেশীই পড়ে গেছে
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
পুকুরপাড় বলেছেন: জ্বি , ব্রাক ভার্সিটি তাই। এরা সব ডোজ বেশি ই খায়
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
নিজাম বলেছেন: আসেন, এর প্রতিবাদ করি।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
গল্পসল্প বলেছেন: মেয়েরা খোলামেলা থাক না। সমস্যা কোথায়। ব্রাক ইউনিভার্সিটিতে আসলে কি হচ্ছে আমি জানি না তবে রিউমারে যে পরিপূর্ন লেখা তা বোঝা যাচ্ছে। মেয়েদের স্বাধীনতা দিন দেশ এগিয়ে যাবে। বাংলাদেশের মেয়েরা যেহেতু সুইমিং কসটুম পরে রাস্তায় নামে না তাই তাদের মত সালীন অন্য কোথায় পাবেন না। আর আমাদের দৃষ্টি ও পরিবর্তন করতে হবে। মেয়েদের সম্মুখ ভাগ ও পশ্চাৎ ভাগ পরিদর্শন না করে সামনে হাটা ভাল।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭
পুকুরপাড় বলেছেন: আপনার কথায় বুঝা যায় আপনার বউ -বোন যদি নাঙ্গা হয়ে চলে তাহলে আপনার সমস্যা নাই!!!
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
মতলববাজ জাহিদ বলেছেন: মাস্তি করার ক্লাব
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার মনে হয় এটা অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্যই সত্য...
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
আতিয়ার রহমান বলেছেন: muslim deshe ashob cholbe na
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: ছাগলের ৩ নং বাচ্চা
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০
কষ্টবিলাসী বলেছেন: সোর্স দিলে ভাল হতো।