নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা এখন শুধু ফকির নয়, বিশ্বফকির হয়ে গেছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৫৬

অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ হওয়া (শাটডাউন) শুরু হয়েছে। বিশ্বের শীর্ষ অর্থনীতি সমৃদ্ধ দেশটিতে গত ১৭ বছরের মধ্যে এই প্রথম এমন ঘটনা ঘটলো।



সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২ টার আগ পর্যন্ত সংশ্লিষ্ট সেবা খাতগুলোতে অর্থ বরাদ্দ-সংক্রান্ত বিলটি পাস হওয়ার কথা ছিল। কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্যদের মতানৈক্যের কারণে বিলটি আলোর মুখ দেখেনি।



এই বিলটি পাস না হওয়ায় প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ১ অক্টোবর থেকে বেতন পাবেন না। এছাড়াও অচলাবস্থা নিরসনের পর বেতন ছাড় হবে কিনা তারও কোনো নিশ্চয়তা থাকছে না।



সংবাদ মাধ্যমগুলো বলছে, অর্থবছর শেষ হওয়ায় সেবাখাতগুলোতে নতুন করে অর্থ বরাদ্দের প্রয়োজন ছিল। কিন্তু বিলটি পাস না হওয়ায় দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (নাসা), জাতীয় পার্ক, পরিবেশ সংরক্ষণবিষয়ক সংস্থাসহ বেশ কিছু সেবা সংস্থার অধিকাংশ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। অবশ্য সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ ও নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলোর ওপর এর কোনো প্রভাব পড়বে না।



আবার যার কারনে গোলাগুলি





সুত্র

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৭

ম.র.নি বলেছেন: ১৭ বছর না, গত কয়েক বছর আগেও এদের গভর্ণম্যান্ট শাট ডাউন এর পরিস্থিতি হয়েছিল।পুরা পলিটিক্ক্স চলবে কিছু দিন,জোড়াতালি দিয়ে আবার শুরু হবে।কয়েক বছরের মাঝেই আবার শুনা যাবে শাট ডাউন, শাট ডাউন।মেরিকা এখন বিশ্ব অর্থনীতি'র জন্য লায়াবিলিটি।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩২

কলাবাগান১ বলেছেন: গনতন্ত্র বুঝলে, এমন সরলীকরন করতে পারতেন না (naive post)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৫

কলাবাগান১ বলেছেন: "বিশ্বফকির হয়ে গেছে", তাহলে আর কোন বাংলাদেশী বিশ্ব ফকিরের দেশে আসা র জন্য আমেরিকান এম্ব্যাসির সামনে লাইন ধরবে না

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩

পুকুরপাড় বলেছেন: টাকার অভাবে এশিয়া ভ্রমণ বাতিল ওবামার
Click This Link

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫১

অন্য কথা বলেছেন: টাকা লাগলে ওবামারে কইয়েন, দিমুনে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.