![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট্রের সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ (শাটডাউন) হয়ে যাওয়ায় মহাকাশে অবস্থানরত দুই মহাকাশচারী ও পৃথিবীতে অবস্থানরত তাদের দুই সহায়তাকারী ছাড়া মার্কিন গবেষণা সংস্থার (নাসা) প্রায় সবরকমের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশটিতে মঙ্গলবার থেকে শাটডাউন কার্যকর হচ্ছে।
কংগ্রেস বাজেট দিতে অসমর্থ হওয়ায় শাটডাউনের প্রভাব পড়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর ওপর। নাসাও এর মধ্যে একটি। শাটডাউনের কারণে কার্যক্রম বন্ধ হওয়ার খবর নাসা বিভিন্ন অনলাইন সামাজিক মাধ্যমের সাহায্যে দিয়েছে।
সংস্থাটির ৯৭ ভাগ অর্থাৎ প্রায় ১৮ হাজার কর্মচারী মঙ্গলবার শাটডাউন পরবর্তী অবস্থা থেকে কর্মবিরতিতে আছে।
সুত্র
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩
পুকুরপাড় বলেছেন: ড্রোন মারার টাকা সাউদি ওহাবী সরকার দেয় । কয়দিন পর তাও থাকবেনা।
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: চলেন পল্টেনর মোড়ে তাদের জন্য দানবাক্স চালু করি!!!!
@লিষ্ট আমরা এই বিপদের দিনে তাদের পাশে দাড়ায়া প্রমাণ করি- তোরা কূটনামি কললেও বাকী বিশ্বের মন কত ভাল!
সব কিছূরই শেষ আছে! আমেরিকা কি তবে শেষের দারপ্রান্তে!!!!!
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫
পুকুরপাড় বলেছেন: আর কত ?
ইতিহাস সাক্ষি যারাই অকারনে মুসলমানের উপর অত্যাচার করেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে।
আমেরিকার সামনে আরো কঠিন অবস্থা আসিতেছে ।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮
রাতুল রেজা বলেছেন: ভাইজান, এইডা হইল গিয়া আম্রিকা। এর চাল বোঝা বড়ই শক্ত। আপনে ঠিক বলছে, ড্রোন মারতে পারে আর বাজেট দিতে পারেনা। আমেরিকা কোনো বড় স্বার্থে হঠাৎ করে এটা ইচ্ছা করে করিয়েছে। ওদের কোনো গোপন বদ মতলব আছে। এমন কি হইসে যে আমেরিকা শাট ডাউন হয়ে যাবে। সব কিছুই ঠিক আসে, শুধু ওরা যে গুটি খেলসে সেটা অর্জন হলেই দেখবেন হঠাৎ করে আবার স্টার্ট হয়ে গেসে।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭
পুকুরপাড় বলেছেন: না রে ভাই । চালবাজি করেও কোন কাজ হইবেনা। এদের অর্তিনিতির মেরুদন্ড ভেঙ্গে গেছে।
খাদ্য আর দেশের মানুষের আয় এর উপর তো কোন চালবাজি চলতে পারেনা।
ইহা এদের উপর গজব
৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
সাইদুল হক পাবেল বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: চলেন পল্টেনর মোড়ে তাদের জন্য দানবাক্স চালু করি!!!!
একমত
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২
পুকুরপাড় বলেছেন: সুপারফকির ামেরিকা
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫
বোধহীন স্বপ্ন বলেছেন: ড্রোন মারতে পারে অথচ বাজেট দিতে পারে না । ভালাই তামাশা ।