![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দলীল-প্রমাণ মিলেছে সউদী শাসনকারী বাদশাহদের পূর্বপুরুষ ছিলো ইহুদী। সে সূত্রে বর্তমান সউদী ওহাবী সরকার মুসলমানের বেশ ধারণ করে পবিত্র দ্বীন ইসলাম উনার প্রাণকেন্দ্র পবিত্র মক্কা শরীফ-এ বসে ইহুদী ধ্যান-ধারণা নিয়ে ইহুদী স্বার্থে কাজ করে যাচ্ছে। উপরে লম্বা জামা আর মাথায় কালো চাকতি আর লাল রুমাল চাপালেও এসব কোনো মুসলমানী বা সুন্নতী পোশাক নয়। এগুলো এদের নিজস্ব আবিষ্কৃত তথা বিদয়াতী পোশাক; যা পরে মুসলমানের বেশ ধারণ করে মুসলমানদের ধোঁকা দিয়ে যাচ্ছে। ১৯৪৮ সালে মিশরসহ সউদী আরবের ওহাবী সরকারের গোপন মদদে, আমেরিকা আর ব্রিটেনের প্রকাশ্য সহযোগিতায় মুসলমানের স্বাধীন ফিলিস্তিনী ভূমি জবর দখল করে পরগাছা ইসরাইল নামক কথিত ইহুদী রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়। এবং ১৯৪৮ সাল থেকেই সউদী ওহাবী সরকার চাঁদের তারিখ হেরফের শুরু করে অর্থাৎ প্রায় ৬৫ বছর ধরে মুসলমানের অন্যতম ফরয ইবাদত পবিত্র হজ্জ নষ্ট করে যাচ্ছে। চাঁদ না দেখেই প্রতিনিয়ত চাঁদের তারিখ ঘোষণা করছে। কখনো মাসের ৪/৫ তারিখে, কখনো বা পনের তারিখে হঠাৎ করে- ওমুক তারিখে ওমুক স্থানে চাঁদ দেখা গিয়েছিলো বলে মিথ্যা দাবি তুলে তারিখ পরিবর্তন করে দেয়। উদ্দেশ্য পবিত্র হজ্জ উনার তারিখ কোনো মতেই যাতে ঠিক না থাকে। এ বিষয়ে মুসলমানদের চেতনার জাগরণ সময়ের দাবি।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬
পুকুরপাড় বলেছেন: আপনি যেমন মানুষকে ভাবেন ও তেমন ।
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৫১
নিমতিতা বলেছেন: উদাসী ভাই, এইসব হিটখোরদের লেখায় না আসাই মনে হয় ভালো।
এনার প্রিয় পোস্ট দেখেন:
"রাজারবাগ শরীফঃ যুগশ্রেষ্ঠ ওলী-আল্লাহর দরবার শরীফ (১০) - ভুলে ভরা জিবন"
নাফ সেইড।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭
পুকুরপাড় বলেছেন: তো কি হইসে ?
আপনায় জিজ্ঞাসা করে প্রিয় পোষ্টে নিতে হবে নাকি ?
৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১
হুমায়ুন তোরাব বলেছেন: proved ki ?
moja lon miya ?
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৩
পুকুরপাড় বলেছেন: নিচে দেখুন ।
এবারের রোজা তারা ২৮ দিনে করতে চেয়েছিল যা সম্পুর্ন অসম্ভব ।
Click This Link
Click This Link
৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: বিয়াপক গিয়ানী পোস্ট। তা আপনে কোন বিষয়ের উপর পিএইচডি লইছেন?
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪
পুকুরপাড় বলেছেন: জরুরত আন্দাজ ইলম অর্জন করা ফরজ
৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭
বশর সিদ্দিকী বলেছেন: দেওয়ামাগির মুরিদান................কথার মাথায় উনার দেখলেই আমি ক্লিয়ার বুইজ্জা যাই যে এইডা ওই ভন্ড মোডা খাসিটার উটের খামার থেকে উইঠা আইছে। এই উটগুলারে সামুথেকে দৌরানি দেয়া দরকার।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৫
পুকুরপাড় বলেছেন: আকল খরছ করে মন্তব্য করুন।
অজ্ঞতা ছাড়ুন
৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: নিমতিত এই কাহিনী খেয়াল করি নাই। কিছুদিন ধইরা এই নিকের পোস্ট দেখতেছি আর মাথাটা নষ্ট হইতেছে। সমস্যা হইলো এই সব পোস্টে আবার কিছু চেনা জানা নিক আইসা সমর্থনও দিয়া যায়। পাগল একটা হইলে ঠিক আছে, কিন্তু এক পাগলের নাচ দেইখা ১০ জন নাচলে সমাজের জন্য এইটা সুইসাইডাল!
এনিওয়ে এইসব আউল ফাউল আজাত কুজাত অশিক্ষিত মানুষের পোস্টে আমি আর নাই
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৭
পুকুরপাড় বলেছেন: আপনার সঠিক পরিচয় মন্তব্যে দেওয়ার জন্য ধন্যবাদ
৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭
পুকুরপাড় বলেছেন:
সাদা যে অংশ দেখতে পাচ্ছেন সে অংশে সউদি আরব অবস্থিত । তারা যে ৬ অক্টোবর চাদ দেখেছে বলেছে সেদিন সউদি আরবের আকাশে চাদ দেখা যায় নাই ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই আপনে মনে হয় পাগল হয়ে গেছেন