![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষোভে পুড়ছে যুক্তরাষ্ট্র। শুরু হয়েছে প্রতিবাদের না অভিঘাত। হতাশায় ভাসছে মার্কিনিরা। খবর আসছে নাসার বিদায়ের। আবার শাটডাউনের প্রতিবাদে কেউ গায়ে দিচ্ছে আগুন। চরম হতাশায় দিশেহারা মার্কিন মুল্লুক।
মার্কিন সরকার প্রচুর পরিমাণে ঋণ নিয়েই দেশের মধ্যে সরকারি ব্যয় এবং বিদেশে নানা দায়বদ্ধতা মিটিয়ে থাকে। ঋণ নেবার একটি ঊর্ধ্বসীমাও আইন মোতাবেক স্থির আছে। এই ঊর্ধ্বসীমা এখন ১৬.৬৯ ট্রিলিয়ন ডলার। ১৭ই অক্টোবর সরকারের কোষাগারে থাকবে ৩০০০ কোটি ডলার। অথচ তার পরের দিনই এর থেকে বেশি টাকা সরকারের দরকার হবে পেনশন, বেতন, সামাজিক সুরক্ষা খাত এবং বিদেশী ঋণ পরিশোধের জন্য। মার্কিন অর্থ দপ্তরের প্রাক্তন চিফ অফ স্টাফ মার্ক প্যাটারসন সংবাদমাধ্যমে বলেছে, ‘মার্কিন সরকারের হাতে ৩০০০ কোটি ডলার থাকা এবং সাধারণ নাগরিকের ব্যাঙ্কে ৩০ ডলার থাকা একই কথা’
শাটডাউনের কুদৃষ্টি থেকে বাদ গেল না গুপ্তচর ও নিরাপত্তা সংস্থাগুলিও । দেশের ৭০ শতাংশের বেশি লোকজন আমেরিকার বিভিন্ন গুপ্তচর ও নিরাপত্তা সংস্থায় কর্মরত। ফলে তাঁরা কর্মহীন। বিনা বেতনে কতকাল কালাতিপাত করা যায়? তাই লাটে উঠেছে গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তার কাজ। কারণ, লক্ষাধিক কর্মচারীকে ছাঁটতে হয়েছে। পিঙ্ক স্লিপ পাওয়া কর্মচারীর তালিকা লম্বা হচ্ছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিআইএ(সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি)। তারা বসিয়ে দিয়েছে সাড়ে বারো হাজার কর্মচারীকে। তারপর কর্মী ছাঁটাইয়ের জেরে কাজ লাটে উঠেছে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স সহ ১৫টি নিরাপত্তা ও গুপ্তচর সংস্থায়। যার নিট ফল, আমেরিকার নিজস্ব চরবৃত্তি ও নিরাপত্তা ব্যবস্থাটাই এখন লাটে ওঠার জোগাড়।
সুত্র
বিনা বেতনে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হচ্ছে প্রায় ৮ লক্ষ সরকারি কর্মীকে৷
দেউলিয়া হয়ে গেছে সব রাজ্য ।
আল্লাহ পাকের ধরা অত্যন্ত কঠিন । এরাই ামাদের তক্লাবিহীন ঝুড়ির দেশ বলেছিল। আজ খোদায়ী গজবে পড়ে এরা নিজেরাই আজ তলাবিহীন ঝুড়ির দেশ ।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৮
পুকুরপাড় বলেছেন: Click This Link
২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩০
হৃদয় রিয়াজ বলেছেন: আল্লাহ পাকের ধরা অত্যন্ত কঠিন । এরাই ামাদের তক্লাবিহীন ঝুড়ির দেশ বলেছিল। আজ খোদায়ী গজবে পড়ে এরা নিজেরাই আজ তলাবিহীন ঝুড়ির দেশ ।
সহমত। আল্লাহর মাইর দুনিয়ার বাইর।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮
পুকুরপাড় বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৯
মদন বলেছেন: উত্থান পতন দুনিয়ার স্বাভাবিক নিয়ম। একটানা উত্থানও কাররোই হয় না।
আমেরকিরা এই সমস্যায় আন্দিত বা দু:খিত হবার কারন নেই। এমন সমস্যা সামলানো তাদের কঠিন কিন্তু অসম্ভব নয়।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮
পুকুরপাড় বলেছেন: কল্পনায় সম্ভব কিন্তু বাস্তবে নয় ।
৪| ১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৫০
পরোবাশি২০১৩ বলেছেন: til ke tal korien na
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০
পুকুরপাড় বলেছেন: উলটা কইলেন ।
বরং আমি তালকে তিল করে লিখেছি ।
আমেরিচার অবস্তা আরো ভয়াবহ।
৫| ১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: যে লিংক দিছেন সেটা পড়ে কি আপনি লিখছেন দেউলিয়া হয়ে গেছে সব রাজ্য ?
আপনার দৌড়ের দুরত্বটা বুঝা গেল .............।
আপনাকে যেটা বলবো সেটা হল - থিংকিংটা আরেকটু বাড়ান.................... আর না বুঝে, না জেনে লাফালাফি যে করে তারে আমাদের সিলেটি ভাষায় কি বলে জানেন? না জানলে সিলেটি কারো কাছ ঠেকে জেনে নিয়েন
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩
পুকুরপাড় বলেছেন: আকল খাটান ভাই ।
যে দেশ শাটডাউন চলতেছে তার কোন রাজ্য দেউলিয়া থেকে বাকি আছে কি ? আমি তো কমই লিঙ্ক দিয়েছি ।
আর তারা ফকির হয়ে গেছে তা বিশ্বাস করতে আপনার কষ্ট হইতেছে কেন ?
আমেরিকা হইতেও অনেক শক্তিশালী দেশ ধ্বংস হয়ে গেছে মুসলমানের উপর অত্যাচার করার কারনে।
ইতিহাস ভালো করে পড়ুন।
৬| ১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪০
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: ভ্রাতা, পোস্টটা সাময়িক ভাবে উঠিয়ে নিয়ে, ৩ বছর পরে পোস্ট করেন।
আপনার লিনক খানা একটি ব্লগ পোস্ট যাহার সত্যায়ন প্রশ্নযুক্ত।
তবে আপনার ধারনা আরো ৩-৪ বছর পর খাটিতেও পারে।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
পুকুরপাড় বলেছেন: এখনই ঘটে গেছে ভাই।
এই তথ্য আমার নয়, তাদের দেওয়া।
" আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাব আস্বাদন করাব এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিফল দেব। (Fussilat: 27)
" অতএব যারা কাফের হয়েছে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে-তাদের কোন সাহায্যকারী নেই। (Aali Imraan: 56)
৭| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
.
শেষ প্যারায় আপনি লিখেছেন -
আল্লাহ পাকের ধরা অত্যন্ত কঠিন । এরাই ামাদের তক্লাবিহীন ঝুড়ির দেশ বলেছিল। আজ খোদায়ী গজবে পড়ে এরা নিজেরাই আজ তলাবিহীন ঝুড়ির দেশ ।
আমি মনে করি উল্টোটাই বলেছেন আপনি। প্রকাশ্যে মার্কিনীদের পতন মানে ইসরাইল নিয়ন্তা রাষ্ট্র (Ruling State of the World) হিসেবে আবির্ভূত হওয়া। এবং তা' যে হবে এতে কোন সন্দেহ নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক ধস পূর্বপরিকল্পিত। মার্কিন ডলারের পতন হবে। ইতোমধ্যেই মুদ্রা নিয়ে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে। আগামী দিনের মুদ্রা কী হবে? এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। আমার অনুসন্ধান এই যে আগামী দিনের মুদ্রা হবে ইলেকট্রনিক মুদ্রা। এবং সে দিন এসে গেলো বলে। মার্কিন ডলারের পতন যে হবে এটা নিশ্চিত। প্রায় প্রতিটি ষ্টেটে Fema Camp Ready। গণ অসন্তোষ ঠেকাতে ওগুলো তৈরী হয়েছে। আমেরিকায় মার্শাল ল' আসার সম্ভাবনা বেশী। রাশিয়া থেকে ১৫০০০ হাজার সৈন্য চাওয়া হয়েছে। তা' ঐ গণবিষ্ফোরণ ঠেকাতে। এ নিয়ে প্রচুর উত্তাপ সৃষ্টি হয়েছে।
মৃদ্রা ব্যবস্থায় কেউ পুরনো ধাতব মুদ্রায় ফিরে যেতে পরামর্শ দিয়েছে। হাজার হাজার টন স্বর্ণ আন্ডারগ্রাইন্ডে ও বিভিন্ন ব্যাংক সমূহের ভল্টে রাখা আছে সেগুলো অবমুক্ত করে ধাতব মুদ্রা ব্যবস্থায় ফিরে যেতে বলছে। কিন্তু ইসরাইল তা' কোনদিন হতে দেবেনা। তার ইলেকট্রনিক মুদ্রা চাই। তা' না হলে শোষণ যে আর করতে পারবে না।
মজার ব্যাপার হলো ঐ সমস্যা নিয়ে বিস্তারিত খোলামেলা আলোচনা হচ্ছে না। মিডিয়ায় অনেক কিছু চেপে যাচ্ছে। যা' খবর আসছে তা' বিকল্প ধারার গণমাধ্যমে ও ব্লগার ও এক্টিভিষ্টের মাধ্যমে। কেননা বেশীর ভাগ গণমাধ্যমে জায়নিষ্টদের মালিকানাধীন। তাই তারা সেনসিটিভ ও তাদের স্বার্থবিরোধী খবরগুলো চেপে যাচ্ছ বা অর্ধসত্য আকারে আসছে।
অনেক কথা বলার ইচ্ছে ছিলো। মন্তব্যে সেটি সম্ভব নয়।
তবে আপনার পোষ্টের বিষয় গুরুত্বপূর্ণ। বিশ্ব প্রেক্ষাপটেই।
ধন্যবাদ।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫
পুকুরপাড় বলেছেন: " আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাব আস্বাদন করাব এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিফল দেব। (Fussilat: 27)
" অতএব যারা কাফের হয়েছে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে-তাদের কোন সাহায্যকারী নেই। (Aali Imraan: 56)
৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪০
কলাবাগান১ বলেছেন: মানুষ কতটা গুজব রটাতে পারে তার সেরা হল এটা
"আমেরিকায় মার্শাল ল' আসার সম্ভাবনা বেশী। রাশিয়া থেকে ১৫০০০ হাজার সৈন্য চাওয়া হয়েছে। তা' ঐ গণবিষ্ফোরণ ঠেকাতে। এ নিয়ে প্রচুর উত্তাপ সৃষ্টি হয়েছে।"
কোথায় গনবিস্ফোরন??? আমি ওয়াশিংটন ডিসিতে বসেও তো কিন মিছিল দেখলাম না এখন পর্যন্ত্য, আর আপনি গনবিস্ফোরন দেখে ফেলেছেন।
আপনার অবস্হা বাংলাদেশের টেলিভিশনে বসে বসে শুধু বক বক করা 'জ্ঞানী' লোকগুলির মত... কথা বলা খুব ইজি, কিন্তু কাজ করতে খুব কস্ট
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬
পুকুরপাড় বলেছেন: " আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাব আস্বাদন করাব এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিফল দেব। (Fussilat: 27)
" অতএব যারা কাফের হয়েছে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে-তাদের কোন সাহায্যকারী নেই। (Aali Imraan: 56)
৯| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪২
কলাবাগান১ বলেছেন: অনলাইনের খবরকে এত সহজেই বিশ্বাস করেন কেন?
http://digitaljournal.com/article/353938
১০| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০০
নুভান বলেছেন: যারা আম্রিকের দেউলিয়াপানা শুইনা লাফাইতাছেন তারা দয়া কইরা মনে রাইখেন, আম্রিকা দেউলিয়া হইলে বাংলাদেশের মতন দেশগুলার দেউলিয়া হইতেও বেশী টাইম লাগবো না। আম্রিকায় ধ্বস নামা মানে চায়না আর ইন্ডিয়ার অর্থনীতি চাঙ্গা হওয়া আর চায়না-ইন্ডিয়াতে আমাদের রপ্তানির চাইতে আমদানি বেশী। জায়নামাজ আর তসবী নিয়া দোয়া করতে বসেন যেন আম্রিকার অর্থনীতির আর ধ্বস না নামে। ওই এক ইরাক-আফগানিস্তান নিয়া কান্না-কাটি কইরেন না। মনে রাইখেন, আম্রিকানরা আফগানিস্থানে যতজন মারছে তার চেয়ে রাশিয়ানদের হাতে আর তালেবানদের হাতে বেশী আফগান মারা গেছে, সাদ্দামের হাতে লাখ-লাখ কুর্দি মারা গেছে যারা ছিলো ধার্মিক সুন্নি মুসলমান।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯
পুকুরপাড় বলেছেন: এই কথা যখন জিএসপি বন্ধ করেছিল তখন একই কথা বলেছিল। কিন্তু কি হল ?
রপ্তানী আরো বেড়েছে ।
চীন নিজেই ফকিরের দ্বার প্রান্তে । আর ভারত তো আগে থেকেই ফকির। যাদের ৪২ কোটি লোক না খেয়ে থাকে।
উলটা এই কাফিরেরা আমাদের দেশে আসবে ভিক্ষে করতে।
১১| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪২
অকপট পোলা বলেছেন: সিরিয়া এটাকে তাই তারা মরিয়া। রাশিয়া না থাকলে সিরিয়ার খবর আসিলো!
তবে ওদের অবস্হা খারাপ হলে বাংলাদেশে তার ইফেক্ট অবশ্যই পড়বে। মুই ট্রাই মাই বেস্ট!
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
পুকুরপাড় বলেছেন: কোন ইফেক্ট পড়বেনা। কারন তখন তারা নিজের প্রয়োজনে আরো সস্তায় কাপড় কিনতে এদেশে আসবে ।
১২| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭
ঢাকাবাসী বলেছেন: নেই কাজ তো খৈ ভাজ মার্কা পোষ্ট। বাকোয়াস!
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১
পুকুরপাড় বলেছেন: আর তারা ফকির হয়ে গেছে তা বিশ্বাস করতে আপনার কষ্ট হইতেছে কেন ?
আমেরিকা হইতেও অনেক শক্তিশালী দেশ ধ্বংস হয়ে গেছে মুসলমানের উপর অত্যাচার করার কারনে।
ইতিহাস ভালো করে পড়ুন
১৩| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১
সবখানে সবাই আছে বলেছেন: এই পোস্ট দাতা আর আশ্রাফ সাহেবের মন্তব্য পড়ে পুরা স্পীকার হয়ে গেলাম। অর্থনীতি সমবন্ধে বিন্দুমাত্র কোন ধারনা না নিয়েই পোস্ট কমেন্ট করা শুরু করে দিসেন।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
পুকুরপাড় বলেছেন: একটা দেশ ফকির হয়ে গেছে । এখানে অর্থনীতি বুঝার কি আছে ?
ইহা তো গর্দভ ও বুঝবে ।
১৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
বিকল্প ধারার সংবাদ মাধ্যমে সার্স দিলে পাওয়া যাবে। ডজনে ডজনে। এটি ফাঁস হওয়া খবর।
EXPOSED: Russian Troops On US Soil To Aid FEMA, বা America seeks 15000 soldiers from Russia ইত্যাদি ওয়ার্ডিং দিয়ে সার্স দিলে পাওয়া যাবে। আমি বলেছি এটি মূল ধারার সংবাদ মাধ্যমের খবর নয়।
আহাম্মক এবং নির্বোধরাই মূলধারার খবরের উপর ভরসা করে বসে থাকে।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
পুকুরপাড় বলেছেন: অসম্ভব কিছুই নয় ।
সত্য হওয়া স্বাভাবিক ।
১৫| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
উইকিলিকস্ কি মূল ধারার কোন তথ্য বা সংবাদ মাধ্যম?
সারা পৃথিবীতে সে কী হাইড্রোজেন বোমা ফাটায়নি?
সাম্প্রতিক সি.আই.এর এক অফিসার তথ্য বোমা ফাটায় নি?
বাঙালী এত তাড়াতাড়ি ভুলে যায় কেন? সে সহজেই যেমন বিশ্বাস করে। তেমনি সহজেই আবার অবিশ্বাস করে। দুটোই গুরুতর মানবিক দূর্বলতা।
এই বাংগালী কবে মানুষ হবে???
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪
পুকুরপাড় বলেছেন: মানুষ হইলে বুঝত ।
তারা বলতেছে তারা ফকির হয়ে গেছে কিন্তু আমাদের মানতে কষ্ট হয়!!! কি আজব মুসলমান ? এত মুহব্বত আমেরিকার প্রতি ?
১৬| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
গুগল ও ইউটিউব সার্স দিলে প্রচুর পাওয়া যাবে।
এ নিয়ে প্রচুর ভিডিও-ও তৈরী হয়ে গেছে।
১৭| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমি আমার প্রথম মন্তব্যে বলেছি -
মজার ব্যাপার হলো ঐ সমস্যা নিয়ে বিস্তারিত খোলামেলা আলোচনা হচ্ছে না। মিডিয়ায় অনেক কিছু চেপে যাচ্ছে। যা' খবর আসছে তা' বিকল্প ধারার গণমাধ্যমে ও ব্লগার ও এক্টিভিষ্টের মাধ্যমে। কেননা বেশীর ভাগ গণমাধ্যমে জায়নিষ্টদের মালিকানাধীন। তাই তারা সেনসিটিভ ও তাদের স্বার্থবিরোধী খবরগুলো চেপে যাচ্ছ বা অর্ধসত্য আকারে আসছে।
ঐ অংশটি লক্ষ্য করা হয় নি।
১৮| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬
আহলান বলেছেন: সবাই আমরিকার লাই দুয়া কৈরেন ...
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫
পুকুরপাড় বলেছেন: কিতার লাগি ?
১৯| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫
মেহেদী_বিএনসিসি বলেছেন: দ্যাশে সব্বাই টাইট হইয়া থাইক্কেন..........পালে পালে মার্কিনীরা আমাদের দেশের গার্মেন্টসে চাকরীর আশায় দ্যাশ ত্যাগ করার জন্য বস্তা বেডিং রেডি করতাছে.....
আমরা আসলেই স্টুপিড জাতি..........যার বিয়া তার খবর নাই.......আর বাঙ্গালীগো সেই আনন্দে ঘুম নাই.........
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬
পুকুরপাড় বলেছেন: তারা বলতেছে তারা ফকির হয়ে গেছে কিন্তু আমাদের মানতে কষ্ট হয়!!! কি আজব মুসলমান ? এত মুহব্বত আমেরিকার প্রতি ?
২০| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
সংশোধনী
১৮ নং কমেন্ট বাতিল। এটি স্লিপ করে কপি পেষ্ট করা হয়ে গেছে।
২১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
নুভান বলেছেন: "চীন নিজেই ফকিরের দ্বার প্রান্তে । আর ভারত তো আগে থেকেই ফকির। যাদের ৪২ কোটি লোক না খেয়ে থাকে।
উলটা এই কাফিরেরা আমাদের দেশে আসবে ভিক্ষে করতে। "
হাহাপগে, ওরে আমারে কেউ ধর, হাসতে হাসতে চেয়ার থিকা পইরা গেলাম! আম্রিকা ফকির, চীন ফকির, ভারত ফকির, তাইলে বড়লোক কোন দেশ? সোমালিয়া নাকি ভুটান?
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১
পুকুরপাড় বলেছেন: কেন মুসলমানের দেশ !!
২২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
নুভান বলেছেন: মুসলমানের দেশ মানে কি, ওই বর্বর বদমাইশ আরব দেশ গুলার কথা বলছেন? দুনিয়ার নিকৃষ্টতম জাতি ছিলো এরা, মহানবী এসে এদের সুপথে এনেছিলেন, কিন্তু জাত তো আর পরিবর্তন হয় না, আবার এরা সেই নিকৃষ্টই রয়ে গেছে। আরব দেশগুলোতে নামে মাত্র মুসলমান পাবেন, কিন্তু ইসলাম পাবেন না। আর আমেরিকায় যান, সেখানে মুসলমান কম পাবেন, কিন্তু ইসলাম পাবেন। ইসলামের প্রতিটা সুন্দর ধাপ এরা আয়ত্ব করেছে, যুগের সাথে তাল মিলিয়ে উন্নতি করেছে আর অসুস্থ উন্মাদ খচ্চর আরবগুলো এখনও গুহামানব রয়ে গিয়েছে।
১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫২
পুকুরপাড় বলেছেন: কিসের সাথে কি ?
আপনার লিখার সাথে পোষ্টের সম্পর্ক কি ?
২৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০০
নাঈম_নাজিউর বলেছেন: হাহাপগে, ওরে আমারে কেউ ধর, হাসতে হাসতে চেয়ার থিকা পইরা গেলাম! আম্রিকা ফকির, চীন ফকির, ভারত ফকির, তাইলে বড়লোক কোন দেশ? সোমালিয়া নাকি ভুটান? হাহাহা
অনেক অর্থনীতি শিখলাম এই পোষ্ট থেইকা। ফেডারেল রিজার্ভ ব্যাংক, আই এম এফ যেই দেশের কর্পোরেটরা চালায় সেই দেশ ফকির জীবনেও হইব না। এইটা নতুন কোনো ধান্দা।
আমার কেন জাযি মনে হৈতাসে লেখক মজা নিতাসে, রিভার্স পোষ্ট।
১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৪
পুকুরপাড় বলেছেন: ফকির যখন হয়ে যায় তখন এসব কাজে আসেনা ।
আর তারা ফকির হয়ে গেছে তা বিশ্বাস করতে আপনার কষ্ট হইতেছে কেন ?
আমেরিকা হইতেও অনেক শক্তিশালী দেশ ধ্বংস হয়ে গেছে মুসলমানের উপর অত্যাচার করার কারনে।
ইতিহাস ভালো করে পড়ুন
তারা বলতেছে তারা ফকির হয়ে গেছে কিন্তু আমাদের মানতে কষ্ট হয়!!! কি আজব মুসলমান ? এত মুহব্বত আমেরিকার প্রতি
২৪| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৫
এই সব দিন রাত্রি বলেছেন: সত্য মিথ্যা জানিনা, তবে ইউ এন এ আমার সহকর্মী ইউ এস মেরিনের লেঃ কর্নেল এইমাসে বেতন পান নাই
১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:২০
পুকুরপাড় বলেছেন: খোদ অবামার সেবায় নিয়োজিত অনেক কর্মচারী বিদায় করা হয়েছে
২৫| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪১
শ।মসীর বলেছেন: আমেরিকায় বসবাস কারি মুসলমানদের কি হবে তাইলে
গন্ডমূর্খে ভর্তি হয়ে গেছে ইসলাম, মুক্তির পথ আল্লাহই ভাল জানেন, কবে যে রহমত আসবে !!!
সব মুসলমানকে লিখতে ও বলতে দিতে নেই, তাতে মুসলমানদেরই বেশী ক্ষতি হয় ।
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১
পুকুরপাড় বলেছেন: সে ব্যাপারে ও ইসলাম ই বলা আছে । যারা আল্লাহ পাক উনার উপর তাওয়াক্কুল করবে তাদের কুদরতি ফায়সালা হইবে। নুহ আলাইহিস সালাম উনার যামানার সেই বুড়ির কথা কি জানেন যাকে মহাপ্লাবন কোন ক্ষতি করতে পারে নাই ।
আপনাদের মত মুর্খ আর কাফিরদের পছন্দকারী লোকেরা ইসলাম এর ক্ষতিসাধঙ্কারী।
২৬| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:০০
হুমায়ুন তোরাব বলেছেন: 2022 er por israel world chalabe.
likhe nen..
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২
পুকুরপাড় বলেছেন: ইসরাইলের ধ্বংস অত্যাসন্ন ।
২৭| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০
ঘুমন্ত আমি বলেছেন: আর তাদের অর্থ উপার্জনের একমাত্র উপায় হচ্ছে যুদ্ধ লাগিয়ে অর্থ আয় করা ! আমরা বোধহয় তাহলে আরও যুদ্ধ দেখতে পাব !
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭
পুকুরপাড় বলেছেন: ধরতে পেরেছেন
২৮| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯
পুকুরপাড় বলেছেন: Click This Link
২৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪২
সবখানে সবাই আছে বলেছেন: কি ব্যাপার ভাই?? আমেরিকা তো আবার সবকিছু ঠিক করে ফেলল। সেইখানে সরকার তো চালু হল। এখন এই পোস্ট এর কি হবে। আর আশ্রাফ সাহেবের কন্সপিরেসী থীওরির কি হবে এখন????
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২০
মাসুম আহমদ ১৪ বলেছেন: দেউলিয়া হয়ে গেছে সব রাজ্য, এর মানেটা একটু ব্যাখ্যা করবেন কি?
আমার জানামতে মিশিগানের ডেট্রয়েট সিটি ছাড়া আর কোন সিটি বা স্টেইট দেউলিয়া হয়নি!