![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে বিধর্মীদের দেশে গযব নাযিল হচ্ছে একের পর এক। সুনামি ,ঝড় ,বন্যা , তুষারপাত ,ভুমিকম্প সহ আরো অনেক। অথচ এদের নাকি লোক মরেনা । মুহুর্তেই নাকি সবাইকে সরাইয়া ফেলে । যে কাফিরের দেশেই হোক না কেন সবার একই কথা তাদের নাকি তেমন ক্ষয়ক্ষতি হয় নাই । দালান উইড়া যায়, গাছ ভাইংগা পরে ,খুটি থাকেনা , ৫-১০ টনে গাড়ি উড়ে যায়,সবকিছু তছনছ তারপরেও নাকি মানুষের কিছুই হয় নাই।
ভারতে ২০০ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে পাইলিন ,অথচ কোন ক্ষতি ই নাকি হয় নাই !! ৯ লক্ষ মানুষকে নাকি ২ দিনেই সরাইয়া দিছে !!!
কত বড় মিথ্যাচারিতা!! এদের নিল কোথায় ? আর এত লোককে এত তাড়াতাড়ি নিল কিভাবে ? কিসে করে নিল ? এক গাড়িতে যদি ৪০ জন ধরে সে হিসেবে গাড়ি লাগবে ২২৫০০ !!! তাহলে এই মানুষগুলো কি উড়ে গেল ???
এরা কি মানুষ নাকি ভীন গ্রহের প্রানী ? মুলত এদের কথা এক হিশেবে সত্যি এই কারনে যে এরা মরেনা , সরাসরি জাহান্নামে যায় ।
২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
বশর সিদ্দিকী বলেছেন: তাদের মিডিয়া গুলা দেশের দালালি করে
আর আমাগো প্রথমআলু গংরা ব্যবসা করে আর তাদের দালালি করে।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩
এম আর ইকবাল বলেছেন: চারিদিকে বিধর্মীদের দেশে গযব নাযিল হচ্ছে একের পর এক।
ওরা হয়তো প্রকৃতিকে জয় করতে পেরেছে ।
আমরা মুসলমানেরা ?
পাকিস্হান, আফগান, ইরাক, আফ্রিকান মুসলিম রাষ্ট কয়েকটি
মসজিদ, মাকের্ট, জানাজা, কবরস্হান নিজেদের ভাইদের মারার জন্য
বোমা মারি ।
দেশে রাজনীতির নামে দেশের সম্পদে আগুন দেই ।
উন্মাদের মত জনগণের উপর ঝাপিয়ে পড়ি ।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪
পুকুরপাড় বলেছেন: মুসলমান নাম নিলেই মুসলিম হয়ে যায়না। যারা এগুলা করে তারা মুসলমান নামধারী কাফিরদের দালাল ।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৬
প্রীতম ব্লগ বলেছেন: মোশরেকগুলি মিথ্যা বলায় অতি পারঙ্গম।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭
প্রীতম ব্লগ বলেছেন: একটি জরুরী হাদিছ শরীফ পড়লাম যা আমাদের দেশের মুসলমানদের জন্য বিশেষভাবে প্রযোজ্য।
"তোমরা মুশরিকদের উপসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করোনা। কারন সেই সময় তাদের উপর আল্লাহপাক উনার গযব নাযিল হতে থাকে। (বায়হাক্বী শরীফ)
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১
আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই তারা দেশ প্রেমী............. আমগো মতো লাশ নিয়া রাজনিতি করে না...