![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" চিত্রনায়ক শাকিব খান বলেছেন, বউ হিসেবে হাউজ ওয়াইফ টাইপের লক্ষ্মী একটা মেয়ে চাই। যে সারাক্ষণ আমার খেয়াল রাখবে। এখন মা আমাকে যেভাবে যত্ন নেন তখন তাকে সে দায়িত্ব নিতে হবে।"
তো ভালো কথা । সবাই তাই চায় । কিন্তু ব্যাপার হল আপনি সারাদিন অন্য মেয়ের সাথে ঘুরঘুর করবেন, তাদের স্পর্ষে থাকবেন তা কি আপনার বউ এর ভালো লাগবে ? না লাগলে লক্ষী মেয়ে পাবেন কিভাবে ? লক্ষি মেয়ের আশা তো তখন করবেন যখন আপনি লক্ষী হইবেন।
আপনি অভিনেতা হয়ে কেন অভিনেত্রী বিয়ে করেন না ?কারন আপনি জানেন তারা কেমন। আপনার কথা কি ইহা বুঝায়না যে অভিনেত্রীরা লক্ষি না !! অপু বিশ্বাস সাথে যখন নয়ছয় করেছেন তখন কি লক্ষী মেয়ের কথা মনে ছিলনা?
পুরুষ এমন ই । সে যতই খারাপ হোক আর যতই মেয়ে নিয়ে কাটাক সে বিয়ের সময় ঠিকই আপনার মত লক্ষী মেয়ে চায়। তাইলে কি বুঝা যায় ? বুঝা যায় যে নারী স্বাধীনতা আর নারী অধিকার পুরুষের রক্ষাকবচের হাতিয়ার ছাড়া কিছুই নয়। কারন আপনি অভিনয় ঠিকই করবেন, নায়িকাদের শরীর ধরবেন কিন্তু আপনার বউরে যেন কেউ না ধরে।
আপনি প্রত্যক্ষভাবে ইসলামের যে স্বাসত বিধান তাই মেনে নিলেন এবং ইহাই মানুষের জন্য স্বাভাবিক। কারন এমন মেয়ে আপনি তখন ই পাবেন যখন ওই মেয়ে ইসলাম পালন করবে।
সুত্র
©somewhere in net ltd.