![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন জানি মনে হয়, নিজেকে এখনও চিনতে পারিনি। প্রতিনিয়ত নিজেকে জানার চেষ্টা করছি।
কসাইখানায় এক ছাগলকে দেখে জনৈক পথচারী বললেন, ' তোমার গলায় দড়ি, তুমি দাঁড়িয়ে আছ বধ্যভূমিতে। আমি স্বাধীন, ঘুরছি ফিরছি, খাচ্ছি-দাচ্ছি, তাহলে বুঝলে তোমার আর পার্থক্য!' ছাগল বিজ্ঞের মতো হেসে বলল, ' তুমি একটা গাধা! মৃত্যু যেখানে সেইটাই তো বধ্যভূমি হে।
দেশটা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অচিরেই যদি কোনো সমাধান না হয় তাহলে এ সুন্দর দেশটাও হয়তো ধীরে ধীরে আমাদের গাধা জনতার বধ্যভূমিতে পরিণত হবে।
©somewhere in net ltd.