নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে ছিল নির্জন দ্বীপের একাকী বাসিন্দা হব।ইচ্ছে ছিল লেখক হব।ইচ্ছে ছিল পর্যটক হয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াব।কিন্তু........

পুলক ৯১

ইচ্ছে ছিল নির্জন দ্বীপের একাকী বাসিন্দা হব।ইচ্ছে ছিল লেখক হব।ইচ্ছে ছিল পর্যটক হয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াব।কিন্তু........ ইচ্ছে ছিল নির্জন দ্বীপের একাকী বাসিন্দা হব।ইচ্ছে ছিল লেখক হব।ইচ্ছে ছিল পর্যটক হয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াব।কিন্তু........

পুলক ৯১ › বিস্তারিত পোস্টঃ

শতক পেরিয়ে ধরা পড়ল জ্যাক দ্য রিপার..........

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭



অ্যারন কসনিমস্কি। মনে করা হচ্ছে, ইনিই জ্যাক দ্য রিপার।



রাতের আঁধারে ডুবে গিয়েছে হোয়াইটচ্যাপেল। পূর্ব লন্ডনের এই ঘিঞ্জি বস্তিতে ‘খদ্দের’-এর সঙ্গে ফিরছিলেন যৌনকর্মী ক্যাথরিন এডোওয়ে। হঠাৎ তীব্র চিৎকার। ছুটে আসেন পাড়া-পড়শিরা। দেখেন রক্তে ভাসছেন ক্যাথরিন। পেট ফালাফালা। সালটা ১৮৮৮। সে বছর একই রকম ভাবে খুন হয়েছিলেন পূর্ব লন্ডনের আরও চার যৌনকর্মী। স্কটল্যান্ড ইয়ার্ড খুনিকে ধরতে পারেনি। শুধু নাম দিয়েছিল ‘জ্যাক দ্য রিপার’। ১২৬ বছর বাদে সেই কুখ্যাত খুনির পরিচয় জানতে পারা গিয়েছে বলে দাবি করল এক ব্রিটিশ সংবাদপত্র।

কে এই খুনি? ওই দৈনিকের দাবি, পুলিশের সন্দেহের তালিকায় সব চেয়ে উপরের দিকে যে তিন জনের নাম ছিল, তাদের মধ্যে অন্যতম অ্যারন কসমিনস্কি। আদতে পোল্যান্ডের বাসিন্দা এই ইহুদি পেশায় ‘হেয়ারড্রেসার’ ছিল। পুলিশ প্রথম থেকেই জানত, অ্যারন ‘প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ায়’ আক্রান্ত। যার জেরে বহু সময়ই সে নিজেকেও যৌন নির্যাতন করত। সম্ভবত সেই বিকৃত কামের তাড়না মেটাতেই পর পর পাঁচ যৌনকর্মীকে হত্যা করে। প্রথম কোপে গলার নলি ফাঁক, তার পর নিহতদের পেট চিরে কারও জরায়ু, কারও কিডনি বের করে নেওয়া নৃশংসতায় ‘অদ্বিতীয়’ হয়ে দাঁড়িয়েছিল সে।

কিন্তু লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড কিছুতেই নাগাল পায়নি এই ‘সিরিয়াল কিলারের’। মাঝে প্রশ্ন উঠেছিল, জ্যাক দ্য রিপার কি একই ব্যক্তি? তদন্তে নেমে পুলিশ অবশ্য নিশ্চিত হয়ে যায় এক জনই খুন করেছে ওই পাঁচ যৌনকর্মীকে। তাকেই জ্যাক দ্য রিপার নাম দিয়ে শুরু হয় তদন্ত। তখনই অ্যারনের নাম উঠে আসে। কিন্তু সে সময় মানসিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয় অ্যারন। শেষ দিন পর্যন্ত ওখানেই ছিল সে। ফলে জোরালো সন্দেহ থাকা সত্ত্বেও ধরা যায়নি তাকে।

তা হলে শতাব্দী-প্রাচীন রিপারকে এখন কী ভাবে চেনা গেল? এর পিছনেও রয়েছে প্রায় এক অবিশ্বাস্য কাহিনি। ২০০৭ সালে নিলামে রাসেল এডওয়ার্ডস নামে এক ব্যবসায়ী একটি শাল কিনেছিলেন। নিলামের সময় তিনি শুধু জানতেন, শালটি রিপার-রহস্যের সঙ্গে যুক্ত। কিন্তু পরে বিষয়টি নিয়ে খোঁজ করতে গিয়ে জানতে পারেন, শালটি ক্যাথরিন এডোওয়ে হত্যার সময় খুঁজে পেয়েছিল পুলিশ। রাসেল সেটি নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করান। তখনই সেখানে দুই ব্যক্তির শতাব্দীপ্রাচীন ডিএনএ-র সন্ধান মেলে। সন্দেহের নিরসন করতে রাসেলের অনুরোধে বিশেষ প্রক্রিয়ায় শাল থেকে সেই নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞ জারি লৌহেলেনেন। আর তার পর ক্যাথরিনের উত্তরসূরির সঙ্গে ডিএনএ-র নমুনাদু’টি মেলান। একটার সঙ্গে মিলও পাওয়া যায়। অর্থাৎ একটি ডিএনএ ক্যাথরিনের। কিন্তু দ্বিতীয়টি কার? বিভিন্ন প্রমাণ দেখে রাসেলের সন্দেহ হয়েছিল অ্যারনই খুনি। তাই অ্যারনের এক উত্তরসূরির ডিএনএ নমুনা সংগ্রহ করেন তিনি। আর তার পর শুরু হয় দ্বিতীয় ডিএনএ-র সঙ্গে মিল খোঁজার কাজ। এখানেও সাফল্য। অ্যারনের উত্তরসূরির সঙ্গে অবিশ্বাস্য মিল রয়েছে দ্বিতীয় ডিএনএ-র। তখনই স্পষ্ট হয়ে যায় ছবিটা।

এই প্রমাণের ভিত্তিতে যে তত্ত্ব খাড়া করেছেন রাসেল তা এই রকম খুনের দিন শালটি নিয়ে এসেছিল অ্যারন। খুনের সময় ক্যাথরিনের রক্ত উপচে তাতে লেগে যায়। রাসেলের আরও সন্দেহ খুনের আগে বা পরে কোনও ভাবে ক্যাথরিনের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল অ্যারন। শালে লেগে থাকা বীর্যের দাগ থেকে তেমনটাই সন্দেহ রাসেলের। কিন্তু পরে তাড়াহুড়োতে বা ঝোঁকের মাথায় শালটি সেখানেই ভুলে চলে গিয়েছিল অ্যারন। তার কিছু ক্ষণ পরে প্রায় কাছাকাছি এলাকায় আর একটি খুন করে সে।

তদন্তের কিনারা না হওয়ায় শালটি সাফসুতরো করে নিয়ে স্ত্রীকে উপহার দেবেন বলে উচ্চপদস্থ কর্তাদের অনুরোধ জানিয়েছিলেন এক কনস্টেবল। সে সূত্রেই তা হাতে আসে তাঁর। কিন্তু সেটি আর পরিষ্কার করে ওঠা হয়নি। শতাব্দীর নৃশংস হত্যা-রহস্যের স্মারক হিসেবে শালটিকে যত্ন করে রেখে দিয়েছিলেন ওই কনস্টেবলের পরিবার। উত্তরাধিকার সূত্রে যা হাতে আসে ডেভিড মেলভিল-হায়েসের হাতে। ১৯৯১ সালে স্কটল্যান্ড ইয়ার্ডের অপরাধ-সংগ্রহশালাতে সেটি দান করেন ডেভিড। কিন্তু ২০০১ সালে আবার ফেরত নিয়ে নেন। সেটিই নিলামে চড়েছিল ২০০৭ সালে। রাসেল সেটিকেই কেনেন।

তার দৌলতেই সমাধান হল হোয়াইটচ্যাপেল-হত্যা রহস্য। চেনা গেল উনিশ শতকের সেই ভয়ানক হত্যাকারীকে।

পূর্ব লন্ডন এখন সব অর্থেই রিপার-ত্রাস থেকে মুক্ত।

courtesy :anandabazar.com

Photo courtesy :google

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০

আতিক স্বাধীন বলেছেন: [siব্যাটা তো ভয়ানক কিলার।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নাইস শেয়ার।।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

কাউসার রুশো বলেছেন: আসলেই??

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ভ্রাতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.