নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুর্ব বাংলা

কণ্ঠ আমার দেশের তরে, এ কলম আমার দেশের তরে

ইঞ্জিনিয়ার শাহারিয়ার

একজন সাধারণ ছাপোষা মানুষ। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। ভালো লাগে ঘুরে বেড়াতে, আড্ডা মারতে, খেলাধুলা করতে আর মাঝে মাঝে একাকী সময় কাটাতে। জীবিকার প্রয়োজনে একজন পেশজীবি, তবে পেশাকে তার জায়গায় রেখে ব্যাক্তিগত আমি একেবারেই আমার মত থাকতে চাই। ভালবাসি দেশ, ভালবাসি দেশের মানুষ।

ইঞ্জিনিয়ার শাহারিয়ার › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম ব্লগ

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১

প্রিয় পাঠক, আমার ব্লগে আপনাকে স্বাগতম।

আমি একজন অতি সাধারণ মানুষ। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। চিন্তা-চেতনায় পুর্ববাংলার একজন মুসলিম বাঙালি।

নৃতাত্ত্বিক ভাবে এই পুর্ববাংলার আদিবাসী। পুর্ব পুরুষ ছিলেন কৃষিজীবী গৃহস্ত।

মানুষের সাথে মিশতে ভালবাসি। ভালো লাগে ঘুরে বেড়াতে, আড্ডা মারতে, খেলাধুলা করতে আর মাঝে মাঝে একাকী সময় কাটাতে।



জীবিকার প্রয়োজনে একজন পেশজীবি। তবে পেশাকে তার জায়গায় রেখে ব্যাক্তিগত আমি একেবারেই আলাদা আমার মত থাকতে চাই।



সমাজ সংসারকে এড়িয়ে চলিনা, তাই, দেশ, রাজনীতি, বিজ্ঞান, দর্শন, ধর্ম, মানুষ, আদর্শ, চেতনা এসব নিয়ে ভাবি আর দশজনের মত। লেখালেখির অভ্যাস কম, কিন্তু পাঠক হিসেবে নিজের প্রশংসা করলে খুব একটা বাড়াবাড়ি হবেনা। থ্রিলার, উপন্যাস, ছোটগল্পের ভক্ত।



রাজনীতির বর্তমান ধারা অপছন্দ । তবে স্বপ্ন দেখি একদিন উত্তরণ ঘটবে।



ভালবাসি দেশ, ভালবাসি দেশের মানুষ। এই অঞ্চলের মানুষের স্বাধিকার আন্দোলনে অংশগ্রহণকারী সর্ব কালের সকল মুক্তিকামী মানুষের প্রতি জ্ঞ্যাপন করি বিনম্র শ্রদ্ধা।



চিন্তা-চেতনায় আস্তিক হিসেবে গর্বিত। তবে নিজের ধ্যান-ধারনা অন্যের উপর চাপিয়ে দেবার পক্ষপাতী নই। শান্তিপুর্ন সহাবস্থানে বিশ্বাসী। তবে বিশ্বাসের জায়গায় অযাচিত ভাবে আক্তান্ত হলে ছেড়ে কথা বলার পক্ষপাতী নই।



অনেকদিন থেকেই ব্লগের নিয়মিত পাঠক। কিন্তু লিখি লিখি করে আজ পর্যন্ত ব্লগে লেখা হয়ে ওঠেনি। তাই, এটি আমার প্রথম ব্লগ।



আপনার মূল্যবান সময় ব্যয় করে এতক্ষণ আমার প্রথম ব্লগটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।



দোয়া করবেন, মডারেটর সাহেব যেন খুব শিগ্রই প্রথম পাতায় লেখার অনুমতি দেন।



শুভ কামনা রইল সবার জন্য। ভালো থাকবেন



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৬

সদয় খান বলেছেন: আপনার জন্য প্রথম মন্তব্য রেখে যাচ্ছি । সুন্দর বিশ্লেষণ আপনার । লিখুন । পড়তে খারাপ লাগে না ।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: ধন্যবাদ ভাই। উৎসাহ পেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.