![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ ছাপোষা মানুষ। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। ভালো লাগে ঘুরে বেড়াতে, আড্ডা মারতে, খেলাধুলা করতে আর মাঝে মাঝে একাকী সময় কাটাতে। জীবিকার প্রয়োজনে একজন পেশজীবি, তবে পেশাকে তার জায়গায় রেখে ব্যাক্তিগত আমি একেবারেই আমার মত থাকতে চাই। ভালবাসি দেশ, ভালবাসি দেশের মানুষ।
যে কোন জয়ই অভিনন্দন পাবার যোগ্য। বাংলাদেশ দলকে অনেক অভিনন্দন। এর সাথে সাথে ধন্যবাদ জানাই জিম্বাবুয়ে দলকে। তারা বাংলাদেশের দুঃসময়ে এ দেশে খেলতে এসে বাংলাদেশের হারিয়ে যাওয়া মনোবল ফিরিয়ে দিয়েছে।
তবে জিম্বাবুয়েকে হারিয়ে যদি বাংলাদেশ দল আকাশে উড়তে থাকে তবে মাটিতে নামতে সময় লাগবেনা। বাংলাদেশের মরা উইকেটে জিম্বাবুইয়ান পেসাররা যেখানে আগুন ঝরিয়েছে সেখানে বাংলাদেশের সাফল্য এসেছে সেই পুরোনো অস্ত্র স্পিনের আঘাতে। পেসার বা সিমারদের কিছু টুকরো সাফল্য দেখা গেলেও তা গতানুগতিকার বাইরে কিছু নয়।
বাংলাদেশের অধিকাংশ মিডিয়া রাতাতারি কাউকে আকাশে তুলতে পারে, আবার মাটিতেও নামাতে পারে। জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়কে ওভার রেটেড করা হচ্ছে।
এই দলই সামনের বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে গিয়ে যখন লুটোপুটি খাবে তখন এদের খলনায়ক বানানো হবে।
বাংলাদেশের ক্রিকেটের ভালো চাইলে এসব মিডিয়ার আলগা উস্কানি হতে দূরে থাকুন।
©somewhere in net ltd.