![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"
শ্বাশত প্রেমের কবিতা ও গানের রচয়িতা কাজী নজরুলের ১১৩ তম জন্ম বার্ষিকির শুভেচ্ছা সবাইকে। কাউকে প্রেমের গান শোনাতে হলে নজরুলের গানের বিকল্প হিসেবে কিছুই চোখে পরে না আমার। বিশেষ করে এই একটি গান। যতবারই শুনি, মন ভরে যায়। এই গান কারো শোনা বাকী থাকলে তার সম্পর্কে মন্তব্য করার মতন কিছুই আমি খুজে পাচ্ছিনা আপাতত।
এছাড়াও হাজারো কবিতা আর গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের এক বিশাল অংশ জুড়ে রয়েছে কাজী নজরুল। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কাউকেই নতুন করে কিছু বলতে হবে বলে মনে করিনা। সবাই ছোট সময়ে পাঠ্য বই গুলোতে পড়েছিল বলেই ধারণা আমার।
নজরুল সেই দিনই "বধ" করেছিলেন রবী ঠাকুরকে, যেদিন রচনা করেন "বিদ্রোহী" কবিতা। নজরুলকে বেশিরভাগ মানুষ "বিদ্রোহী" কবি হিসেবে জানলেও এই একটি গান দিয়ে তার মনের প্রেমিক পুরুষটির সঠিক মাপ কাঠি যে কেউ জেনে যাবে আশা করি। এছাড়াও আরও অনেক অসাধারণ গান রয়েছে নজরুলের।
মাঝে মাঝে কষ্ট লাগে দেখলে রবীন্দ্রনাথ কে নিয়ে যতটা লাফালাফি করে মানুষ, তার চেয়ে কোন অংশে কম নয় আমাদের নজরুল। তাও অনেকে লোক দেখাইতে রবীন্দ্র সঙ্গীত শোনে। নাইলে "জাত গেল জাত গেল" টাইপ অবস্থায় পরতে হবে চিন্তা কইরা। তাদের অনেককেই নজরুল গীতি কখনোই শুনতে দেখিনি। এইটাই খারাপ লাগে।
কলকাতার বাঙ্গালী দের কথা নাহয় ছেড়েই দিলাম। যেখানে নিজের দেশের মানুষই ঠিক নাই, জাতীয় কবির কদর করে না। সেখানে অন্য দেশের মানুষ টাইনা কি লাভ। কেউ এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল শীর্ষক তর্ক বিতর্ক আলোচনা করবেন না। তাইলে কথা হজম করার ক্ষমতা সহ করবেন অবশ্যই। আমি এইখানে রবীন্দ্রনাথকে ছোট করে দেখছি না। শুধু এই টুকু মনে করিয়ে দিতে চাই সবাইকে যে নজরুল কি ছিলেন এবং সেই তুলনায় তার পৃষ্ঠপোষকতা আমরা কতটুকু করছি এবং কতটুকু করা দরকার।
সখী সে হরি কেমন বল
-কাজী নজরুল ইসলাম
সখী সে হরি কেমন বল
নাম শুনে যার এত প্রেম জাগে
চোখে আনে এত জল।।
সে কি আসে এই পৃথিবীতে
গাহি রাধা নাম বাঁশুরীতে
যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল।।
তারে কি নামে ডাকিলে আসে
কোন রূপ ও গুন পাইলে সে
রাধাসম ভালবাসে।
সখী শুনেছি সে নাকি কালো
জ্বালে কেমনে সে এত এল
মায়া ভুলিতে মায়াবী সে নাকি
করে গো মায়ার ছল।।
+----------------------------------------+
http://www.youtube.com/watch?v=i3pLMW9BkVs
সারাদিন সুযোগ পেলে আশাকরি অনেক অনেক পছন্দের সব নজরুলগীতি সহ আপনাদের সামনে আসবো।
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৯
পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:২৭
বিডি আইডল বলেছেন: মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমঃ নমঃ নমঃ
শ্রাবন মেঘে নাচে নটবর
রমঝম রমঝম রমঝম।
মোর ঘুম
শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নীপসম, নিরুপম, মনোরম।
মোর ঘুম
মোর ফুল বনে ছিল যত ফুল,
ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর,
হায় নিলে না সে ফুল,
ছি ছি বেভুল,
নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম
৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:২০
গোবর গণেশ বলেছেন: নজরুল সেই দিনই "বধ" করেছিলেন রবী ঠাকুরকে, যেদিন রচনা করেন "বিদ্রোহী" কবিতা।
--লাইনটা পেড় খুব ভালো লাগলেও আরো বেশি খারাপ লেগেছে
মাঝে মাঝে কষ্ট লাগে দেখলে রবীন্দ্রনাথ কে নিয়ে যতটা লাফালাফি করে মানুষ, তার চেয়ে কোন অংশে কম নয় আমাদের নজরুল।
--নজরুল কম নয়, কথাটা কেন আসছে বুঝলাম না।
--নজরুল ইজ নজরুল, যার তুলনা অন্য কারো সাথে চলেনা। কারার ঐ লৌহ কপাট আর শিকল পরার ছল মোদের না লিখে ব্রিটিশদের প্রশংসা করলে ওরকম দুই চারটা নোবেল কোন ব্যাপার ছিলনা।
--জমিদারী বারান্দায় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে "আমারও পরান যাহা চায়" লিখলেই বিশ্বকবির যোগ্যতা অর্জন হয়না।
--নজরুলকে নিয়ে গবেষণা করতে হয়, রবীন্দ্রকে নিয়ে নয়। অনেক কিছুই বলতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় সব উল্টায়া দেই।
ধন্যবাদ পোষ্টের জন্য
-=-বিদ্রোহী স্যালূট-=- নজরুল তোমায়
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৫
পুরোনো পাপী বলেছেন: নজরুল কম নয় কথা টি এসেছিল সেই সকল কুলাঙ্গারদের জন্যে যারা নজরুলের সাথে রবীন্দ্রনাথের তুলনা খোজে।
৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:০৯
মোঃ জুম্মা বলেছেন: আজ প্রিয় নজরুলের গান সব চ্যানেলে শুনতে পাচ্ছি। আপনার লেখার জন্য ধন্যবাদ
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪
পুরোনো পাপী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: নজরুল সবথেকে বেশি গানের রচয়িতা । জন্মদিনে তাকে শুভেচ্ছা
২৬ শে মে, ২০১৩ রাত ১:৫১
পুরোনো পাপী বলেছেন: তার প্রতিটা গানই যেন নতুন নতুন গল্প
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ সকাল ৮:৫০
তুহিন সরকার বলেছেন: বিদ্রোহী কবির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী।
পোস্টদাতার জন্য শুভকামনা রইল।