নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

October Sky (1999) "স্বপ্ন কখনোই ঢেকে রাখা যায় না, কখনো না কখনো ডাল পালা ছড়িয়ে ঠিকই বেরিয়ে আসে"

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯





আমার বর্তমান অবস্থা এমন যে যদি সিনামা দেখতে বসি তাইলে নিজের ঘুম বিসর্জন দিতে হবে আর যদি ঘুমাই তাইলে সিনামা দেখার বিসর্জন দিতে হবে। কিন্তু অনেকদিন সিনামা দেখারও সুযোগ হয় না। ঘুমের নিকুচি কইরা বসলাম সিনামা দেখতে। দেইখা আবার ঘুমামু ভাইবা বসছিলাম। কিন্তু কিছু লেখার জন্যে হাতে চুলকানি অনুভব করতেছি। (বিঃদ্রঃ আমার চর্ম রোগ নাই।)







বাবা-মা কখনোই সন্তানের জন্যে খারাপ কিছুই চায় না। তবে মাঝে মাঝেই তাদের আশা আকাঙ্ক্ষা সন্তানের চাহিদার সাথে মিলে না। এইটা মাঝে মাঝে না বইলা শতকরা ৯০ ভাগ ক্ষেত্রেই বলা যায়। তাই বইলা যে তারা কারো খারাপ চাইতেছে তা কিন্তু না। আবার বাবা-মা দের একাংশ থাকেন তারা নিজেরা যা হইতে পারেন নাই সন্তানদের তা বানানোর স্বপ্ন দেখেন। কথা টা কেউ নেগেটিভ মাইন্ডে নিয়েন না। এইটাই সত্যি। ১০০ ভাগ সত্যি কথা, কেউ বিশ্বাস করলে করেন, না করলে নাই। কিন্তু নিজে বাপ-মা হইয়া সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা বুকে হাত দিয়া কইতে পারবেন না নিজে যা পারেন নাই আশা করবেন না আপনের সন্তান তা করবে। আমার এক বন্ধু খুব ভালো ফুটবল খেলে। তার ইচ্ছা নিজের পোলা হইলে তারে ফুটবলার বানাইবো। :/ যেই পোলার এখনো বিয়াই হয় নাই তারই এখনই এই চিন্তা, আর বাচ্চা কাচ্চা হইলে তার পরে কি হইবো  আল্লাহই জানে।



আরকাংশ বাবা-মা চান আমি যা করতেছি আমার সন্তানও তাই করুক। এই কারণেই আমরা দেখি মুচির পোলা মুচি, তাতীর পোলা তাতী হয়। উদাহরণের দিকে চোখ দিবেন না। কারণ উদাহরণ শুধুই বোঝানোর নিমিত্তে দেয়া। এইখানে নায়কের পুলা নায়ক হয় কইলে মান সম্মান বাড়তো ও না কমতো না। এই পর্যন্ত যাই কইলাম তার মূল বক্তব্য হইলো চাপাইয়া দেওয়া। পুলাপাইনের উপ্রে চাপাইয়া দেওয়া। আমার বাপ-মা যথেষ্ট নিউট্রাল থাকলেও পারিপার্শিকতার কারণে এক সময়ে একই দশা আমারও হইছিল। এই রকম কাহিনী প্রায় সকলের সাথেই ঘটে। আর মধ্যবিত্ত পরিবারে অবশ্যই ঘটে।



অক্টোবর স্কাই তেমনই এক সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরী সিনামা। যেখানে বাবা কয়লা খনিতে কাজ করে। তার আশা ছেলেও কয়লা খনিতেই কাজ করবে। কিন্তু কয়লার খনি ছাড়াও পুরা পৃথিবীতে যে আরো কত কিছু করার আছে তা তার বোধগম্য হয় না কোন ভাবেই। যত ভাবেই বোঝানো হোক কোন ভাবেই বোঝানো যায় না তাকে। ব্যাপারটা অনেকটা এই রকম আপনি যদি আপনার বাবা-মা কে বলেন আমি মিউজিশিয়ান হমু, বা আমি ফিল্ম মেকার হমু তাইলে যেই অবস্থা দাড়াইবো অনেকটা তাই।





অসাধারণ একটা সত্য ঘটনার উপরে লেখা বইকে কেন্দ্র করেই পরিচালক সিনেমা নির্মাণ করেন। বাপের চরিত্রে ক্রিস কুপারের অসাধারণ অভিনয়ে সবার তার প্রতি ঘৃণা জন্মাবেই আমি শিওর। আর সাথে লরা ডের্ন ইন্সপায়ারিং ক্যারেক্টার হিসেবে বেশ ভাল ছিল। তবে সবচেয়ে মজা পাইছি ক্রিস ওয়েনের “উইয়ার্ড কিড” টাইপের অভিনয়ে :D :D জ্যাক গাইলেনহাল(উচ্চারণে ভুল হইলে লেখক দায়ী থাকবে না) এর অভিনয় বরাবরই ভাল লাগে  সবাই মোতামুটি অভিনয় দিয়ে আকৃষ্ট করবে কোন সন্দেহ নাই।



শেষে একটা কথা কইয়া যাই, যে যাই করেন নিজের কোন কিছু না পারার উসুল পোলা পাইনের ঘাড়ে উডাইয়া দিয়েন না। আপ্নে যা পারেন নাই, সেইটা আরেকজন পারবো এই আশা করাই উচিৎ না। পারলে তো কথাই নাই। চাপাইয়া দিয়া কখনোই কোন কিছু হয় নাই, কোন দিনও হইবো না।



এইডা মহা মনীষী পুরোনো পাপী 'র বাণী মনে করতেই পারেন



Movie: October Sky (1999)

Director: Joe Johnston

Story: Homer H. Hickam Jr. (book

Gener: Biography |Drama

Screenplay: ) Lewis Colick (screenplay)

Stars: Jake Gyllenhaal, Chris Cooper, Laura Dern



প্রথম প্রকাশঃ আমরা ɯoʌıǝ পাগল বোইন qɹoʇɥǝɹ

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্লাস দিলাম

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

পুরোনো পাপী বলেছেন: খালি দিবি ক্যা লইয়াও যা কিছু ধইন্যা পাতা :P

২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

তওসীফ সাদাত বলেছেন: হুম। মুভি টা অস্থির। দেখেছি।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

পুরোনো পাপী বলেছেন: :) ধন্যবাদ মতামতের জন্যে :)

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

নীলতিমি বলেছেন: খুব বালা হইচে :) :)

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

পুরোনো পাপী বলেছেন: দন্যবাত :)

৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩

খেয়া ঘাট বলেছেন: চমৎকার ম্যুভি। লিখায়+++++++++++++

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

মহামহোপাধ্যায় বলেছেন: একটা চমৎকার ম্যুভির রিভিউ দিয়েছেন। পোস্টে প্লাস দিলাম। না পাইলে সামুর দোষ :(

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

পুরোনো পাপী বলেছেন: প্লাস চাইনা ভাই :D পড়ছেন তাতেই খুশি :)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ হইলাম। আপনার পোষ্টটি আমার জন্য আশীর্বাদ হয়ে দেখা দিছে। :-B :-B :-B :-B :-B :-B

এই খুশির মুহুর্ত আপনাকে অনুসরনে নিলাম। B-))

সবাই মনে মনে মিষ্টি খেয়ে নিয়েন। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

পুরোনো পাপী বলেছেন: :D :D আমারে অনুসরণ কইরা কিন্তু খুব বেশি লাভ হইবেক না, আমি লেখার সময় পাই না :D

৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

জনাব মাহাবুব বলেছেন: লাভের দরকার নাই :#> :!> :!> :#> :#>

আপনার পোষ্ট আমার কাছে আশীর্বাদ মনে হয়েছে তাই অনুসরন করলাম আরকি B-)) B-) ;) ;) ;) ;)

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:০২

দূরন্ত প্রজাপতি বলেছেন: ভাল লাগলো মুভি রিভিউ !

০৪ ঠা নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫০

পুরোনো পাপী বলেছেন: আমি সাধারণত রিভিঊ টাইপের লেখা লেখি না। মনে যা আসে তাই লেখি। ভাল লাগায় ধন্যবাদ :)

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

সাফকাত আজিজ বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ হইলাম। আপনার পোষ্টটি আমার জন্য আশীর্বাদ হয়ে দেখা দিছে। :-B :-B :-B :-B :-B :-B

এই খুশির মুহুর্ত আপনাকে অনুসরনে নিলাম। B-))

সবাই মনে মনে মিষ্টি খেয়ে নিয়েন। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

মোঃ ইসহাক খান বলেছেন: অক্টোবর স্কাই ছবিটিকে আমার দেখা সেরা ইন্সপিরেশনাল মুভিগুলোর মধ্যে রাখবো।

শুভেচ্ছা।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

রাফসান বড়ুয়া বলেছেন: ইরাম মুবি কতি পান, এটু কইনচেন দেহি। যে মুভি গুলো সবসময় খুজি তা কোনসময় মনের ভুলেও পাইনা। নেট থেকে নামানোর চিন্তা তো মাথায়ই আনা যাবে না। আমাদের এখানে ৬জি স্পিড তো তাই। আর বড় বড় সিডি-ভিসিডির দোকানে তো মুভির নাম বললে এমনে তাকায় যেন আমি পাগল আরকি তার চেয়েও বেশি। লোড এর দোকানে গেলে বলে আছে, দেওয়ার সময় দেখি ব্লু ফ্লিম দিতেছে। না করলে কয় এটাই তো সেটা। এই এটা সেটার ঝামেলা এড়াতে গিয়ে মুভিকেই এড়িয়ে চলি।


ভালো লিখছেন। ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

পুরোনো পাপী বলেছেন: আপ্নে তো দেখি ব্যাপুক ঝামেলায় মিয়া :(

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অক্টোবর স্কাই অসাধারণ একটা ছবি, আমার খুব প্রিয়!

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

হাসান মাহবুব বলেছেন: দেখি নাই। মনে হচ্ছে ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.