![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ভাই দীক্ষা গ্রহণ করার পর ঠাকুরকে প্রণাম করে উপদেশ চাইলে ঠাকুর বলেন, "নামধ্যান সদাচার পালন অভ্যাস করে জীবাত্মায় পরমাত্মাকে প্রতিষ্ঠা কর ।" জীবাত্মায় পরমাত্মার স্থায়ী আসন পাততে ঠাকুর
"ঊষানিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ,
যথা সময়ে ইষ্ট নিদেশ মূর্ত্ত করাই তপ ।" পালন করতে বললেন ।
অজপা জপ, সত্তাপোষণী নিরামিষ আহার গ্রহণ, সদাচার এবং বর্ণাশ্রমের বিধি মেনে কর্ম এবং বিবাহাদি জৈবিক ধর্ম পালন করার মাধ্যমে সত্ এ নিরবচ্ছিন্ন সংযুক্ত থেকে সত্ কে উপলব্ধি করা যায় । তাহলেই একজন প্রকৃত সত্সঙ্গী হওয়া যেতে পারে । অতএব, একজন দীক্ষিত মানুষকে শুধু শুক্রবার বা ভাদ্র মাসের জন্য নয়, প্রতি মুহূর্তের জন্য ঠাকুরের অনুশাসন মেনে চলার প্রতি সচেতন থাকতে হবে, "অজর, অমর, চিরচেতন" উচ্চারণ গুলো সার্থক করে তোলার জন্য । নচেত্ দন্দ্বীবৃত্তি দোষে দুষ্ট হতে হবে । ঠাকুরে দৃষ্টিতে যা সবচাইতে বড় পাপ ।
জয়গুরু !
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
লক্ষণ ভান্ডারী বলেছেন: মনযোগ সহকারে পাঠ করলাম।
লেখককে অনেক অনেক ধন্যবাদ।
জয়গুরু।মনযোগ সহকারে পাঠ করলাম।
লেখককে অনেক অনেক ধন্যবাদ।
জয়গুরু।