![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিমান- বড়ই নিঠুর
কেন যে মানুষ হায় এত অভিমানী।
ভাঙ্গে কারো মন-কখনো জ্বালায় আনন,
দূর করে দেয় কত প্রান প্রিয়জন।
অভিমান ভালোবাসা বাস করে পাশাপাশি
ভুলে কেউ যায় না তো মনে পড়ে আরও বেশি।।
সময় বদলে যায় মন পড়ে রয়।।
এভাবেই কাটে কারো সারা জীবনই।
নিজের সাথে করা কত দেখি অভিমান
পর করে দেয় কেউ নিজেরেই আজীবন।।
প্রিয়া বিবাগী হয়ে আজও দেবদাস।।
হারায় জীবন জ্যোতি- হয় এমনই।
বিঃদ্রঃ
আমার লেখা গান... ভাবছি ভালো হলে এ্যালবামে দিব।
কেউ আছে যে বলতে পারেন খারাপ হয়েছে???
২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: গান পড়লাম। গান ভালো লাগে সুরের জন্য।
চমৎকার সুর দেওয়ার ব্যবস্থা করুন। তারপর ভালো গায়ক দিয়ে গাওয়ার ব্যবস্থা করুন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫০
স্রাঞ্জি সে বলেছেন: চমৎকার কবিতা।