![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাবোকা একটি মানুষ নাম তাঁর ছায়বাজ। বোকাদের আমি ভালবাসি, কারণ আমি নিজেও নিজেকে বোকা ভাবি। এমন কিছু বোকা আছে তাদের সাথে মিশলে তা বুঝায় আসলে বোকামি কি কত প্রকার। অনেক সময় দেখাযায় জ্ঞানী মানুষরাও বোকা হয়েযায়।
মানুষের নাম ছায়াবাজ, বিষয়টি হস্যকর মনেহয়। কিন্তু হাস্যকর হলেও কি-আর করা যাবে বাস্তবে এটাই সত্য। নিজে দিকে তাকালেও তাই মনেহয়, যেমন আমার ডাকনাম পুতুল, কিন্তু নামে মাঝে বুঝাযায় মেয়েদের নাম। নাম নিয়ে যেমন নিজেরও বিপদে পরতে হয় তেমনি অন্যরাও বিপদে পড়ে।
এক ভদ্রলোক আমার মোবাইল নাম্বারটি তার মোবাইলে পুতুল নামে সেভ করে রেখেছিল। ভদ্রলোকের স্ত্রী পুতুল নামদেখে ভদ্রলোকে উপর কিছুটা সন্দেহ জন্মেছে। আমার ধারণা যে ঐ ভদ্রলোকের স্ত্রী মনে মনে ভাবছে তাঁর স্বামী পরকীয় প্রেমে জড়িয়েছে। তিনি তাঁর স্বামীকে জিজ্ঞাসা করলেই পারতেন,আসলে বিষয়টি কি, তা না করে স্বামীর প্রতি আস্থা হারিয়ে নিজে ভিতর দুঃখের নদী তৈরী করেছে।
নিরবে কাঁদতে কাঁদতে চোখের জলে ভাঁসছে। একদিন ভদ্রলোকের স্ত্রী এক নাম্বার থেকে আমাকে ফোন দিলো -
- হ্যালো,
- হ্যালো কে বলছেন ? (মহিলার কণ্ঠ একটু গরম শুনা যাচ্ছে)
- নাম বলে কি-হবে, চিনবেনা।
- ঠিক আছে, কেনো ফোন করছেন বলতে পারেন।
- জায়গাটি কোথায়
- আপনি যে জায়গায় ফোন করেছেন সেখানেই। (মহিলার কথা শুনে মনে হচ্ছে রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে।)
- আপনি ফোনটা একটু পুতুলকে দেন।
- বলতে পারেন, ফোনটা পুতুলের হাতেই আছে।
- ঐ মিয়া ফাইজলামি করে না-কি?
- ম্যাডাম, ফাজলামির কি দেখলেন ?
- আমার কথাগুলো আপনার কানে যাচ্ছে না?
- কিযে বলেন, ফোন তো আমার কানে কাছেই ধরেরেখেছি।
- আবোলতাবোল কথা শুনার জন্য ফোন করিনি, সত্যি করে বলেন পুতুল কোথায় ?
- ম্যাডাম, আমি আপনাকে মিথ্যা কথা বলেছি না, মিথ্যা হচ্ছে অন্ধকার, মহাপাপ।
- ঐ মিয়া, ফোন রাখেন।
- ম্যাডাম, ফোন তো আপনার হাতেই আছে, ইচ্ছে করলে রাখতে পারেন।
- ঠিক আছে, আজ হোক,কাল হোক, আমি ঠিকেই খুঁজে বের করবো।
- ম্যাডাম, আমি আপনাকে একটি সহজ রাস্তা বলেদিতে পারি, থানায় জিডি করলে তাড়াতাড়ি পেয়ে যাবে।
হঠাৎ ফোনের লাইনটি কেটে গেলো। তবে ভদ্রমহিলা রাগে ফেটে পড়লেন। মেয়েদের অতিরিক্ত রাগ সহজে নিয়ন্ত্রন করতে পারে না,তবে মেয়েরা সহজে রাগেও না।
কিছুক্ষন পর অন্য আরেটি মোবাইল থেকে এক মেয়ে ফোন দিলো-
- হ্যালো, আসালামু আলাইকুম।
- ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ? ( মনে হয় মেয়েটি ভদ্র, কণ্ঠটা একটু ভেজা ভেজা )
- ভাইয়া, আমি একটু পুতুল যে নাম উনার সাথে কথা বলতে চাই উনি এখানে আছেন?
- জি বোন বলেন, আমি পুতুল।
- আপনি তো ছেলে মানুষ।
- কেনো ছেলেদেরই কি পুতুল নাম থাকতে পারে না?
- তা আমি জানি না, তবে জীবনের প্রথম শুনলাম যে ছেলেদের নাম পুতুল হয়।
- কেনো মেয়েদের জন্য-কী পুতুল নামটি কাউলা করে নিয়েছে কেউ ?
- কাউলা থাকলে কী-আর পুতুল নামটি রাখতে পারতে ? তা মনেহয় পারতেন না। যাক সেইসব কথা। আপনার সাথে কথাবলে ভাললাগলো। ভাই, আমি কি আপনাকে একটি কথা ?
- যখন থেকে ফোনে কথা বলছে তখন থেকেই বিরতিহীন ভাবে কথা বলে যাচ্ছে। ঠিক আছে বলেন
- ভাইয়া, আপনার বাসা কোথায় ?
- নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলায়। কেন ? বাসায় আসবে নাকি ?
- যদি আসি তাহলে জানিয়ে আসবো। ভাল থাকবেন ভাইয়া।
মেয়েটি ফোন রেখেদিলো,তবে আগের মহিলাটি ছেয়ে এই মেয়েটি মেজাজটা অনেক ঠান্ডা।
কিছুদির পর, পুরো বিষয়টি ঐ ভদ্রলোকের কাছ থেকে জানতে পারলাম। ঐ ভদ্রলোক ও ভদ্রমহিলা তাদের বাসায় যাওয়া জন্য আমাকে অনুরোধ করছি কিন্তু আমি যাইনি। ঐ ভদ্রলোক এখন ফেসবুকে আমার ফ্রন্ডলিষ্টে আছেন হতো তিনি লেখাটি দেখবে। আমি উনা নাম প্রকাশ করিনি উনি লজ্জাবোধ করবেন।
সে যাইহোক, মহাবোকা ছায়াবাজের কথা এখানে শেষ হয়নি। আজকের মত এখানে বিরতি। সময় করে বাকি টুকু লিখবো। সবাই ভাল থাকবেন।
©somewhere in net ltd.