নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুতুল আলতাব

জীবনটাকে চেনা জন্য অনিশ্চিত গন্তব্যে পথ চলা।

পুতুল আলতাব › বিস্তারিত পোস্টঃ

ছায়াবাজ পর্ব-২

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০

সবকাজ সবাই পারেনা। আর যারা পারে তাদের কাছে বিষয়টি কিছুই না। মনে হয় অনেক কিছু চিন্তা-ভাবনা মাথার আশে-পাশে থেকে মাথার ভিতরে ঢুকার চেষ্টা করে। আর মাথায় কিছু ঢুকে গেলে সহজে বের হয় না। মাথার ভিতরে সারাক্ষন কিলিবিলি কিলিবিলি করে। মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক। ছায়াবাজের ধারণা যে তার মস্তিষ্ক মাঝে কোন কিছুর ঘাড়তি আছে, সেইজন্য মনেহয় বিস্মিত ও হতবুদ্ধি ঘুরপাক খায়।



বেশীভাগই মাথার ভিতর প্রয়োজনীয় চিন্তাভাবনা না-এসে অপ্রয়োজনীয় চিন্তা-ভাবনা চলে আসে। ছায়াবাজে শুয়ে শুয়ে ভাবছে তাঁর ব্রেনে কিছু একটা হয়েছে । সকাল ১১টা বাজে এখন আর শুয়ে থেকে লাভ নেই। একজনে সাথে সাক্ষাৎ করতে হবে। চুল কাটতে হবে, নখ কাটতে। নখ না-হয় নিজে কাটলাম কিন্তু চুল তো নিজে কাটতে পারবনা। মুখের দাড়িগোঁফ গুলো কাটতে হবে। বেশী লম্বা করা ভাল নয়। নখ কাটা চুল কাটা সুন্নত। সারাজীবন তো জেনে-না-জেনে পাপ করে যাচ্ছি। একটি সুন্নত কাজ করি।



চুলকাটার জন্য যেতে হবে বাজারে। বারহাট্টা বাজারে চুল কাটার সেলুনের সংখ্যাও কম, চুল কাটার জন্য সিরিয়া দিয়ে বসে থাকতে হয়। আমার আবার ধৈর্যশক্তি কম।

ছায়াবাজ সেলুনে চুল কাটার জন্য চলে আসলো। সেলুনে মালিক সহ দোকানে কর্মচারী তিনজন। তার মাঝে রয়েছে একটি ছোট ছেলে। ছেলেটির এই বয়সে স্কুলে থাকার কথা কিন্তু স্কুলে যাওয়া ছেড়ে দিয়ে সেলুনে কাজ শেখার জন্য আসছে।



গরিবের ঘরে জন্ম নেওয়ায় আজ তার লেখাপড়া বন্ধ করে এই কাজে নেমে এসেছে। আসলে অভাব মানুষকে কোথায় নিয়ে যায় তা বলাযায় না। দোকান মালিক ছায়াবাজকে জিজ্ঞাসা করলো-



- ভাই কি চুল-দাড়ি কাটবেন ?

- আমি কারো চুল-দাড়ি কাটার জন্য আসিনি, আসেছি তোমাদের দিয়ে কাটাবো বলে। নিজে চুল নিজে কাটতে পারলে এখানে এসে অর্থ ব্যয় করে সময় নষ্ট করে ঘন্টা পর ঘন্ট অপেক্ষা করতাম না।

(ছায়াবাজের কথা শুনে সেলুনের মালিক একটু হেসে দিলো অন্যদিকে ছায়বাজ অনেকক্ষন যাবৎ সিরিয়াল দিয়ে অপেক্ষায় বসে আছে তারও মেজাজ খারপ হয়ে যাচ্ছে)



- ভাই, একটি চা খান আমার হাতের কাজটি শেষ করে নেই।

- এখানে বসে চা খাওয়া যাবেনা, চা-কাপে বৃষ্টির মতন চুল পড়বে।

- তাহলে একটি সিগেরেট খান?

- না আমি সিগেরেট খাইনা।

- কেনো ? ঐদিন দেখলাম আপনি সিগেরেট খেয়েছেন।

- মাঝে মাঝে মন ভাল থাকলে খাই আবার মন খারাপ থাকলেও খাই। তবে এখন ছেড়ে দিয়েছি।

- কি বলবো ভাই, আমি অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু একবারও ছাড়তে পারিনি। সিগেরেট ছাড়া নিজে কিছুই ভাবতে পারিনা। মাথায় কিছু না-ডুকলে সিগেরেট খাই। আর সিগেরেট খাইলে মাথাও মনেহয় তাড়াতাড়ি কাজ করে। মাঝে মাঝে মনেহয় আমার সিগেরেটে সাথে প্রেম হয়েগেছে।



- এমন কথা অনেকই বলে। অনেক চেষ্টা করার পরও সিগেরেট ছাড়তে পারিনি। কিন্তু আমি অনেক বার ছেড়েছি, অনেক বার ধরেছি। কে যেনো বলেছি-সিগেরেট বিহীন জীবন আর বউ বিহীন বাসর রাত। তবে সিগেরেটের সাথে আপনার প্রেম নয়, বলতে পারেন ক্যান্সারে সাথে আপনার আলিঙ্গন।



(নাপিদের কিছু দোষ আছে ওরা কাজের চেয়ে কথা বেশী বলে)



- ঠিক আছে, আপনি বসেন ছেলেটি আপনার শেভটি করুক আমি আপনার চুল কাটেদেবো।

- এই ছেলে তো নতুন দাড়ি কাটে গিয়ে গাল কেটে ফেলবে ?

- গাল কাটবে না, আর গাল না-কেটে কি আর কাজ শিখতে পারবে। কাটা-কুটির পরই-তো কাজ শিখবে। আমিও প্রথম প্রথম দু’একজনে গাল কেটেছিলাম এই কাজ শিখতে গিয়ে। ঠিক আছে, আমি নিজেই আপনার কাজটি করে দিচ্ছি।

( নাপিত কাজ শুরু করলো ,নাপিত যেভাবে কাজ করছে আমার মনে হচ্ছে গালের মাঝে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে। ভয় করছে যদি গাল কেটে যায়)



- তাড়াহুড়ো করে শেভ করবেন না।

- চিন্তার কোন কারণ নেই, আপনার গাল কাটবেনা।

শেভ প্রায় শেষ ছায়বাজের মুখে লোশন দিয়ে ঘষা-মাজা করছে। নাপি ছায়াবাজ কে বলছে ভাই আমার কাছে একটি ক্রিম আছে, পুরুষরা যদি সবসময় মুখ ভালোভাবে ধুয়ে এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করে অল্পদিনের মাঝে পুরুষদের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

- সবি-তো বুঝলাম,

- আপনার এই ক্রিমের নাম কি?

- রং সুন্দর ক্রীম।

- নামটাও তো সুন্দর। বাজারে নতুন এসেছে নাকি?

- না। আমার একবন্ধু ইউরোপে থাকে, সেখান থেকে কিছু ক্রিম এনেছে। সে বলেছে ইউরোপের দেশগুলোর মানুষরা এই ক্রিম ব্যবহার করার কারণে তাঁরা ফর্সা হয়েছে। তবে এই ক্রিমটি নাম আছে আরটি আমি নামটি এখন মনে করতে পারছিনা। তবে বিশ্বের নামীদামী একটি কোম্পানি প্রথম চীনদেশে তৈরী করেছি।

- আপনার কথা শুনে তো মনেহচ্ছে এই ক্রিমের অনেক গুণ আছে। এই ক্রিমটি সৌন্দর্য জন্য কাজ কেমন করে ?

- এটি একটি চমৎকার ক্রিম যা এখানে বলে বুঝানো যাবো না। কথায় বলে-না যে বৃক্ষ তোমার নাম কি ফল এ পরিচয়। ঠিক তেমনি ব্যবহারের পর বুঝবেন তার গুণ।

- ভাই,একটি কথা বলি মনে কষ্ট নিবেনা। আমার এই ক্রিম লাগবেনা। সৃষ্টিকর্তা আমাকে যে সৌন্দর্য দিয়ে আমাকে তৈরী করেছেন আমি তাতেই অনেক শুকরিয়া।তারপর ও সৌন্দর্য চর্চা বলে কথা যদি প্রয়োজন পড়ে আমি তোমার কাছ থেকে নিয়ে যাবো। তোমার কাজের জন্য কতদিতে হবে বলো।



আজকের মত এখানে বিরতি। সময় করে বাকি টুকু লিখবো। সবাই ভাল থাকবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.