![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পথ রোধ করে থাকে একশত দুর্ভিক্ষপীড়িত শালিক।
তাদের তীব্র স্বর উপেক্ষা করে বারুদের গন্ধমেশা বাতাসে নিই
আরো এক বুক শ্বাস।
জলতেষ্টায় নাভিশ্বাস ওঠা ক্লান্ত কুকুর পাশ কাটিয়ে,
আমিও গায়ে মাখি একই ঈশ্বরের রোদ, আর কতকটা জলের আশ্বাস।
কোথায় কোন অদূরে এক হিজলের কোল ঘেষা সমাধির পথ ধরে,
কাফনের ভারে মৃদু মার্চ করে করে এগোয় কালেমায় শাহাদাৎ,
চৈত্রের এই প্রখর মধ্যদুপুরে।
এদিকে ফুড চেইনের মিমাংসায় মাকড়সার জালে বিপন্ন হয় আরো একটি পোকার জীবন।
বাতাসের অজুহাত পেলে কিছু পাতার রোজ ঝড়ে যাওয়াই নিয়ম।
কিছু শূন্যতা থেকে যাবে নগ্ন, স্বাধীন, সার্বভৌম।
কিছু গান চিড়ে খাবে ঘামে ভেজা শরীরে মাইল-মাইল দূরত্ব।
আর তারমাঝে,
চুমুর আলগোছে এই এক নিদারুণ নাই নাই লাগা বাতাসের মাঝে,
ঘুমের সারফেসে ভেসে ভেসে কেটে যায় সারাটি স্নিগ্ধ রাত।
==============
চৈত্রের কাফন
রাকিব খান
০২-০৪-২০২১
১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৯
প্যারানরমাল পারসন বলেছেন: আপনার প্রতিটা রেসপন্স দারুণ একটা পজিটিভ ভাইব দিচ্ছে আমাকে। কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি।
২| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর লেখা।
আপনার লেখা আসলেই সুন্দর।
১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪০
প্যারানরমাল পারসন বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানবেন।
৩| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।
১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪১
প্যারানরমাল পারসন বলেছেন: ভালোবাসা জানবেন।
৪| ১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর। ++++
১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪২
প্যারানরমাল পারসন বলেছেন: ভালোবাসা জানবেন।
৫| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ২:৪৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা
১২ ই অক্টোবর, ২০২১ রাত ৩:৩২
প্যারানরমাল পারসন বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩১
অক্পটে বলেছেন: অনবদ্য! সত্যিই ভাষার ব্যবহার জ্ঞান এবং এর কাব্যিক শৈলীতে মুগ্ধ হলাম। পোস্টটি প্রিয়তে গেল।