নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালোবাসার পেছনে সবচেয়ে বড় যেই কারণটা আমার কাজ করে সেটা হচ্ছে লিখতে বসলেই আমার মনে হয় আমি পুরো ব্রহ্মান্ডের মাঝে ছড়িয়ে যাচ্ছি টুকরো টুকরো হয়ে, হা হয়ে থাকা শালিকের জলতেষ্টা থেকে শুরু করে একটি ঝড়ে পড়া শুকনো পাতার পতন বোধ করি বুকের ভেতর।

প্যারানরমাল পারসন

used to be Rakib Khan

প্যারানরমাল পারসন › বিস্তারিত পোস্টঃ

কবিতা - ফাল্গুনী পূর্ণিমা চাঁদ

১২ ই অক্টোবর, ২০২১ রাত ৩:৩৯



একটি স্বার্থক শুরুর অভাবে সীলগালা হয়ে,
বছরের পর বছর দ্ব্যর্থ ধুলায় পড়ে থেকে থেকে,
যে রাতে নির্বাক ফসিলে পরিণত হয় বিপ্লবীর মেনিফ্যাস্টো,
প্রেমিক যখন এক থমথমে কফিনে সদ্য শায়িত মৃত্যুর স্বাদ!
এন্টেনা আঁকড়ে ধরা মুখোশ বিলাসী নগরীতে
সে রাতে তখন ফাল্গুনী পূর্ণিমা চাঁদ।

নতুন কচি পাতার বিভ্রমে চাপা পড়ে গাছের পাতা ঝড়ার শোক,
শিমুলের মগডালে ফোঁটে সভ্যতার কালশিটে রক্তের দাগ।
একটি পতিত আত্মার ন্যায় পড়ে থাকি আমি,আমরা,
মধুহীন কিছু ঝড়ে পড়া পলাশের পরে,
রাষ্ট্রীয় সা রে গা মা পা য়ে মগ্ন অনুগত নাগরিকত্বে,
মধু-গন্ধ খুঁজে বেড়াবার ন্যাকামো আজকাল কাগজ আর কংক্রিটের ফুলে।

এইদিকে ফুটপাত জীবন যেখানে মাস মাস চির উপেক্ষণীয়,
মৃত্যু যেখানে পিষে থাকে হাইওয়ে আর তোমাদের মর্গে,
যেখানে ফুলেল যুবকের বুক বুলেটে বিদ্ধ হয় বকুলের সুবাসে ভরা স্ট্রিট লাইটে,
সাদা এপ্রণে লাল তিক্ততার দাগ যেখানে তীব্র,
কিশোরীর সদ্যপ্রাপ্ত ক্রসবেল্টে ঝুলে থাকে যেখানে একটি গোটা প্রজন্ম,
সেখানে ফাল্গুনী পূর্ণিমার রাত আমার কাছে বিলাসিতা মাত্র।
ভেন্টিলেটরের ফাক গলে বেরোনো ধোঁয়ায়,চুয়ে আসা চাঁদের আলোয় মিলেমিশে থাকা-
এক নান্দনিক মুহূর্তে দুটো শ্বাস বুকভরে নিয়ে ডুবে যাই,
আমার ঘরমুখো অমাবস্যায়।

====================
'ফাল্গুনী পূর্ণিমা চাঁদ'
রাকিব খান
১০-০৩-২০২০






মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:২০

চাঁদগাজী বলেছেন:




অনেক কথা, অনেক ভাব, কিন্তু পড়ার পর কোন কিছু মনে নেই।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৮

প্যারানরমাল পারসন বলেছেন: ধন্যবাদ, কিন্তু আমি আসলে আপনার কথাটা বুঝে উঠতে পারিনি।

২| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৮

জুল ভার্ন বলেছেন: অনবদ্য!
সত্যিই আপনার লেখায় ভাষার ব্যবহার এবং কাব্যিক শৈলীতা অসাধারণ সুন্দর।।

১২ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৬

প্যারানরমাল পারসন বলেছেন: আপনার লেখাও কিন্তু খুবই সুন্দর। আপনার টাইমলাইনে বেশ কিছু লেখা পড়েছি,ভালো লেগেছে। সবসময়ই এমন সুন্দর লেখা উপহার দিতে থাকুন। আপনার জন্য ভালোবাসা।

৩| ১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১২ ই অক্টোবর, ২০২১ রাত ৯:০০

প্যারানরমাল পারসন বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.