![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় দিলেম নক্ষত্রের কালরাত্রির কালপুরুষ।
আর দিলেম তারায় তারায় শত আলোকবর্ষ দূরত্ব।
গুণিতক প্রেম যদি অগুণিতক স্পর্শে মাতে কোনো অসংলগ্ন রাতে,
আমি নাহয় রইলাম কিছুটা তফাৎে,ঐ তারাদের দূরত্বে।
কিছুটা নিশ্চিত ঝড়ে,বাকিটুকু অনিশ্চিত বিরহে।
আমি কাছে এলেই ফিনিক্স উড়ে যায় পুরানের কথা হতে।
নীলনদ হয় উত্তাল,
চোখের ভেতর ট্রয়,
ধ্বংস,তান্ডব,আক্ষেপ!
নেক্রপলিসে আশ্রয়।
আমি কাছে এলেই তুমি হয়ে যাও জীব,আমি জীবাশ্ম।
ফসিলের সমুদ্র হতে নোঙ্গর তোলা মানেই,প্রস্থান।
===================
রাকিব খান
০১-০১-২০২০
১৮ ই অক্টোবর, ২০২১ রাত ২:১৮
প্যারানরমাল পারসন বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । শুভকামনা