![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৈসর্গিক রাত হাওয়ায় মাতে।
যে হাওয়ায়,
পাখিদের কলাকুশলী বিলীন এই নব্য শীতের কুয়াশায়।
আড়াল আবডালে থেকে যতখানি কুশলাদি বিনিময়,
তার ঢের বেশি জুড়ে থাকে অভিনয়।
ঠিক যেন এই,
ধোঁয়া,কুয়াশা আর ধুলোয় মিশ খেয়ে থাকার অদ্ভুত ম্যানিপুলেশন।
যে সন্ধ্যায়,
মাঝিরা ভুলে গেছে ভাটিয়ালি গান।
নদীরা ভুলে গেছে বর্ষার বান।
মাছরাঙা জলে ডুবে হয়ে গেছে মাছ।
মানুষ হতে হতে কেউ হয়ে গেলো গাছ।
কিছু গান পথ ভুলে হারিয়ে গেছে কবে কোন চৌরাস্তায়।
ফেলে আসা সেই সন্ধ্যায় আমি শিখে যাই,
কতটা বাড়ালে ভুল, সিঁদুরে বাড়ে ক্ষয়।
কতটা পোড়ালে চোখ, নত হতে হয়।
রাকিব খান
৩০-১১-২০২১
২| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
৩| ৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭
অধীতি বলেছেন: মনোরম কবিতা।
৪| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৮
কল্পদ্রুম বলেছেন: ভালো লাগলো কবিতা।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
প্যারানরমাল পারসন বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা সবার জন্য।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: আরো লিখুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর