নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালোবাসার পেছনে সবচেয়ে বড় যেই কারণটা আমার কাজ করে সেটা হচ্ছে লিখতে বসলেই আমার মনে হয় আমি পুরো ব্রহ্মান্ডের মাঝে ছড়িয়ে যাচ্ছি টুকরো টুকরো হয়ে, হা হয়ে থাকা শালিকের জলতেষ্টা থেকে শুরু করে একটি ঝড়ে পড়া শুকনো পাতার পতন বোধ করি বুকের ভেতর।

প্যারানরমাল পারসন

used to be Rakib Khan

প্যারানরমাল পারসন › বিস্তারিত পোস্টঃ

বহমান ম্যালানকলি

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১১



ভিড় নেই, তবু ভিড়ের মতোই ছায়া এসে ভিড় বাড়ায় গায়ে গা ঘেঁষে।
তাড়া নেই, তবু তাড়াহুড়োয় কাটে বছর,
অনূৎসর্গিত সন্ধ্যের মতো করে।
রাত বাড়ে তবু শহরের পিচে নেই বিষণ্ণতা
ভোর হয়, তবু নেই কোথাও একটু আনন্দের ছিটেফোঁটা।

এইসব ব্যক্তিগত দ্বৈত কন্ট্রোভার্সির মাঝে ফোঁটে বসন্তের ফুল
আর বহমান নদীরা শুকায় স্রোতহীনতায়।
একটু বাতাস বইলেই ফুলে ফেঁপে ওঠে ঢোলা শার্ট।
আর বছর জুড়ে ধুলোর ক্লান্তি নিয়ে,
একই বাতাসে ঝড়ে যায় গত বসন্তের নবীন পাতা,
শালিকেরা যায় উড়ে।

তবুও এইসব বহমান ম্যালানকলির মাঝে সময় কেন থমকে দাঁড়ায়,
প্রস্তর চৌকাঠে কিংবা শান্ত পাখির ডানায়?


২৭-০২-২০২২
বিকেল ৪ঃ২০

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৫

প্যারানরমাল পারসন বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন। ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.