![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ভুলে যেও তুমি,
আমাকে ভুলে যেও যেভাবে পাখিরা ভুলে যায় ঝড়, প্রিয় ঘর।
ভুলে যেও যেভাবে মধ্যদুপুরের কর্কশ কাক ভুলে যায় গত রাতের শান্ত ঘুম,
হরিণেরা ভুলে বাঘেদের ভয়।
আমাকে ভুলে যেও,
ভুলে যেও যেভাবে গাছেরা ভুলে যায় পাতার শোক,
তপ্ত পিচ ধুলোয় ভুলে বর্ষার জল,
আর নদী ভুলে যায় তার স্নিগ্ধ কলতান।
আমাকে ভুলে যেও তুমি,
ভুলে যেও আজ,কাল কিংবা পরশু।
ভুলে যেও সুখ নিয়ে কিংবা কিঞ্চিৎ অসুখেই।
যেভাবে ভুলে যেতে হয়,
যেভাবে ভুলে যাও তুমি,
যেভাবে মানুষেরা যায় ভুলে।
যেভাবে মৃত গাছ বনে যায় ঘরের আসবাব,
আর ছত্রাকে শুষে নেয় তার অবশিষ্ট শরীর।
____________________
রাকিব খান
মার্চ ৫,২০২২
রাত ১ঃ৩১ মিনিট
ডেন্ডাবর,ঢাকা
২| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩২
রানার ব্লগ বলেছেন: ভুলে যেতে শক্তির প্রয়োজন !!!!!
৩| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: মনে রাখার মতো কিছু না করলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৬
বাকপ্রবাস বলেছেন: ভুলে যেতে মনে করে দেওয়াটাও ভুল
সে কবে ভুলে গিয়ে হাওয়ায় উড়ায় চুল