নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা

কাজীমাহমুদ

২৩

কাজীমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শিশুদের শাস্তি ও অপরাধের উপাদান

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪১

অপরাধের বেসিক উপাদান দোষী মন (Guilty Mind/Mens Rea) যা, শিশুদের শাস্তি দেয়ার মাধ্যমে তৈরী হয়। শিশুদের শাস্তি দেয়া হলো, অপরাধীর জন্ম দেয়া। অপরাধীর জন্ম প্রতিরোধ, অপরাধী দমনের চেয়ে উত্তম।






মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

দরবেশমুসাফির বলেছেন: শিশু প্রথমে তাদের ভুল বুঝাতে হবে। তারপরও একই ভুল ইচ্ছাকৃত ভাবে করলে তাকে তিরস্কার করা বা তাকে তার প্রিয় কোন বস্তু থেকে তাকে বঞ্চিত করা(খেলনা, চকলেট ) তার সংশোধনের জন্য প্রয়োজন। শিশু একটু বড় হলে তাকে শাস্তি হিসেবে ছোট খাটো পরিশ্রম (টয়লেট পরিষ্কার, নিজের কাপড় ধোয়া) করতে দিলে তার উপকার বৈ ক্ষতি হয় না। তবে শিশুদের গালাগালি বা মারধর করা উচিত নয়।

২| ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণটা অনেক মা নিষ্ঠার সাথেই করেন , সরবাগ্রে এদের সচেতন করতে হবে ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩১

কাজীমাহমুদ বলেছেন: দরবেশমুসাফির ভাই/বোন, আপনি যে কৌশলের কথা বলছেন তা অনেক পুরোন.। এর চেয়েও উন্নত কৌশল রয়েছে যা ব্যবহার করলে . আপনার উল্লেখিত শাস্তি দেয়ার কোন প্রয়োজন নেই। সুধু তাই নয় . কৌশলগুলো ব্যবহার করলে, পিতামাতা বা শিক্ষকদের অনেক পরিশ্রম সাশ্রয় হয়।

৪| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৫

কাজীমাহমুদ বলেছেন: গিয়াসলিটন ভাই, গত পনের বছর যাবৎ পিতামাতাদের নিযে স্বল্পসময়ের (১ ঘন্টা) ওয়ার্কশপ আমি পরিচালনা করেছি এবং আপনি যা বলেছেন তা সত্য। তবে ওর্য়াকশপের পরে সকলের মানসিকতার পরিবর্তন হয়।,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.