নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

জাফলং এর কর্ম ব্যস্ততা

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৪



২০১৪ইং সালের অক্টোবর মাসের ১৯ তারিখ গিয়ে ছিলাম সিলেট বেড়াতে। নানান যায়গা ছিল আমাদের বেড়ানোর তালিকায়। সেই তালিকা ধরে ২১ তারিখ বিকেলে আমরা পৌছাই জাফলং। প্রকৃতির পাশাপাশি নিম্ন আয়ের এক শ্রেণীর মানুষ যাদের জীবন জীবিকা মিশে আছে জাফলং এর নদী, জল আর পাথরের সাথে। নদী ঘিরে তাদের সেই কর্ম ব্যস্ততার কিছু দৃশ্য বন্দি হয় আমার Nikon D80 ক্যামেরায়। সেখান থেকে গোটাকয়েক ছবি শেয়ার করছি।
১।

নদীর তলদেশ থেকে নুড়ি পাথর সংগ্রহ করে ফিরছে দুজন তীরে


২।

চলছে নৌকা মেরামতের কাজ।


৩।

প্রস্তুতি চলছে


৪।

খেলার ছলে কাজ বা কাজের ছলে খেলা


৫।

খেলার ছলে কাজ বা কাজের ছলে খেলা


৬।

আলো-ছায়ার খেলা


৭।

চলছে পাথর তোলা


৮।

চলছে পাথর তোলা


৯।

দাদাদের অংশে চলছে ছিপ ফেলে মাছ ধরা


১০।

চলছে নৌকা মেরামতের কাজ।


১১।

নদীর তলদেশ থেকে নুড়ি পাথর সংগ্রহ করে ফিরেছে তীরে


১২।

নদীর তলদেশ থেকে সংগ্রহ করা নুড়ি পাথর নৌকা থেকে তীরে রাখছে

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২০

রানা আমান বলেছেন: অনেক , অনেকদিন পর আপনার পোস্ট দেখলুম ।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, অনেক দিন পর।

২| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

জুয়াড়ি বলেছেন: অসাধারণ

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জুয়াড়ি ভাই।

৩| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার দেয়া ছবি দেখলাম। চমৎকার !!

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় সুমন কর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.