নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

১। লজ্জাবতী ফুল
ছবি তোলার স্থান : সাতখামাইর ও কাওরাইদ রেল স্টেশনের মাঝামাঝি।
তারিখ : ০৪/১২/২০১৬ইং
ক্যামেরা : Nikon D80



২। লজ্জাবতী ফুল
ছবি তোলার স্থান : সাতখামাইর ও কাওরাইদ রেল স্টেশনের মাঝামাঝি।
তারিখ : ০৪/১২/২০১৬ইং
ক্যামেরা : Nikon D80



৩। রক্ত জবা
ছবি তোলার স্থান : কাওরাইদ ও মশাখালী রেল স্টেশনের মাঝামাঝি।
তারিখ : ২৫/১২/২০১৬ইং
ক্যামেরা : Nikon D80



৪। ল্যান্টানা, ছত্রা, পুটুশ
ছবি তোলার স্থান : কাওরাইদ ও মশাখালী রেল স্টেশনের মাঝামাঝি।
তারিখ : ২৫/১২/২০১৬ইং
ক্যামেরা : Nikon D80



৫। ফুলের নাম- বনগাঁদা বা একমেলা
ছবি তোলার স্থান : কাওরাইদ ও মশাখালী রেল স্টেশনের মাঝামাঝি।
তারিখ : ২৫/১২/২০১৬ইং
ক্যামেরা : Nikon D80



৬। শিয়ালমুখী বা শিয়ালমুতি
ছবি তোলার স্থান : কাওরাইদ ও মশাখালী রেল স্টেশনের মাঝামাঝি।
তারিখ : ২৫/১২/২০১৬ইং
ক্যামেরা : Nikon D80



৭। শিয়ালমুখী বা শিয়ালমুতি
ছবি তোলার স্থান : কাওরাইদ ও মশাখালী রেল স্টেশনের মাঝামাঝি।
তারিখ : ২৫/১২/২০১৬ইং
ক্যামেরা : Nikon D80



৮। কামরাঙ্গা ফুল
ছবি তোলার স্থান : বাড্ডা, শ্বশুর মশাইয়ের ছাদ বাগন।
তারিখ : ৩/৫/২০১৬ইং
ক্যামেরা : Nikon D80



৯। পেয়ারা ফুল
ছবি তোলার স্থান : বাড্ডা, শ্বশুর মশাইয়ের ছাদ বাগন।
তারিখ : ৩/৫/২০১৬ইং
ক্যামেরা : Nikon D80



১০। মিসিং

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫

আহা রুবন বলেছেন: সুন্দর! সবগুলোই চিনি, দু-একটির নাম জানতাম না। শিখলাম, বনগাঁদা--এটা শুকিয়ে পোড়ালে মশা খেদানো যায়।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের উদ্ভিতগুলির এমন এনান গুণ আছে যা আমরা সবাই জানি না।
ধন্যবাদ বনগাঁদার তথ্যটা জানানোর জন্য।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> নাম্বার-১ ভাল লেগেছে।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার ছবি ব্লগ পেলাম। সুন্দর এবং +।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই অনেক অনেক দিন পর।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৭

ধ্রুবক আলো বলেছেন: ছবি ফাটাফাটি, তথ্য সমৃদ্ধ লেখা +++।
অসাধারন একটা পোষ্ট!!
শুভ কামনা রইলো ভালো থাকবেন......

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: তথ্যতো কিছু নাই ভাই, শুধুই ছবি।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

সুলতানা সালমা বলেছেন: একমিলা দাত ব্যথা উপশম করায়।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: রকারি তথ্য

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সুন্দর ছবি। গাছগুলো কি আমাদের দেশে সংরক্ষণ হবে !

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩, ৮, ৯ ছাড়া বাকি গুলি আগাছা টাইপ, যত্ন নিতে হয় না।
ল্যান্টানা আর শিয়ালমুতি তো আগ্রাসী টাইপের, একেবারে ছেয়ে যায়।
বনগাঁধাটা অনেকটাই কমে গেছে সত্যি।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৩

মৌমুমু বলেছেন: ৫ নাম্বারটার নাম অনেকদিন ধরে জানার চেষ্টা করছিলাম। আজ পেলাম।
অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ছোট বেলায় এই ফুল নিয়ে কত খেলেছি, নাম কিন্তু তখন জানতাম না। আমিও অনেক খুজে পেয়েছি।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১

রাতুল_শাহ বলেছেন: সবই দেখেছি, কিন্তু আপনার ক্যামেরা ও পোস্টের কারণে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হলো।

এই জন্যই অসংখ্য ধন্যবাদ পাচ্ছেন।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তদব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

রানা আমান বলেছেন: সবকটি ই খুব সুন্দর ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার তোলা ছবির সব সময়ই আমি ভক্ত, শুভেচ্ছা জানবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এই ভাবে বললে লজ্জা পাই দাদা।
আমি আলতু-ফালতু ক্লিক করে বেরাই।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

খোলা মনের কথা বলেছেন: আমাদের যশোর ক্যান্টমেন্টনে ভিতর আর ক্যান্টমেন্টে স্টেশনে অসংখ্য লজ্জাবতী ফুল গাছ। আপনার লজ্জবতী ফুল আর গাছ দেখে মনে পড়ে গেল।

শিয়ালমুখী বা শিয়ালমুতি গাছ খুব পরিচিত কিন্তু নামটি আজ জানলাম.....
ধন্যবাদ আপনাকে

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন কতো ফুলের নামই আমাদের অজানা থেকে যায়।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৩

দাঁড়কাউয়া বলেছেন: চমৎকার ফটোগ্রাফি!

০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য দাঁড়কাউয়া ভাই।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৬

সায়েদা সোহেলী বলেছেন: আপনার ফুলের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে !

৬/৭ এর ফুল টার নাম যে শিয়ালমুখি জানা ছিল না !!! কি অদ্ভুদ নাম !! :)

০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই অদ্ভূত নাম। এমন আরো কত অদ্ভূত নামের ফুল ছড়িয়ে আছে আমাদের গ্রাম বাংলায়।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

আমি ইহতিব বলেছেন: দারুন সব ছবি। নতুন করে নাম জানলাম ল্যান্টানা, বনগাঁদা আর শোয়লমুখীর।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ইহতিব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.