নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আমার তোলা ১০টি ফুলের ছবি আছে এখানে।
১। নাম : গোলাপ
ছবি তোলার স্থান : এলডিইজি ডাকবাংলো, সিলেট।
তারিখ : ২৪/৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
২। নাম : সাদা জবা
ছবি তোলার স্থান : এলডিইজি ডাকবাংলো, সিলেট।
তারিখ : ২৪/৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
৩। নাম : রক্তজবা
ছবি তোলার স্থান : এলডিইজি ডাকবাংলো, সিলেট।
তারিখ : ২৪/৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
৪। নাম : পুটুশ / ছত্রা / ল্যান্টানা
ছবি তোলার স্থান : মালনিছড়া চা বাগান, সিলেট।
তারিখ : ২৪/৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
৫। নাম : Agave sisalana
ছবি তোলার স্থান : এলডিইজি ডাকবাংলো, সিলেট।
তারিখ : ২৪/৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
৬। নাম : রক্তদ্রোণ বা দন্ডকলস
ছবি তোলার স্থান : মুরাপাড়া ডিগ্রী কলেজ, রুপগঞ্জ।
তারিখ : ১৭/৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
৭। গোলাপী জবা
ছবি তোলার স্থান : সুন্দরবন রিসোট, বারাকপুর, বাগেরহাট।
তারিখ : ২৪/১১/২০১৪ ইং
ক্যামেরা : Canon EOS 1100D
৮। গোলাপজাম ফুল
ছবি তোলার স্থান : জৈনা বাজার, লোহাই বাজার, শ্রীপুর।
তারিখ : ২/৫/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
৯। ঝুমকা জবা
ছবি তোলার স্থান : জৈনা বাজার, লোহাই বাজার, শ্রীপুর।
তারিখ : ২/৫/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
১০। নাম : কি?
ছবি তোলার স্থান : চাষনী পীরের মাজার, সিলেট।
তারিখ : ২৫/৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। প্রিয় গাঙচিল।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২
সুমন কর বলেছেন: দারুণ !
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। প্রিয় সুমন কর ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
শহিদুজ্জামান বলেছেন: বেশ লাগলো!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় শহিদুজ্জামান ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
রমিজুল বলেছেন: দারুণ । চালিয়ে যান। ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে প্রিয় রমিজুল
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবকয়টা ছবি ভাল উঠেছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য প্রিয় সুজন ।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৯
ওমেরা বলেছেন: সুন্দর ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২২
blogermassud বলেছেন: বাহ! অসাধারণ ফুুলের ছবি ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০২
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারন সব ছবি। শেষের ফুলের নাম জানতে কামরুন নাহার বীথি আপুর শরণাপন্ন হতে পারেন। আপুনি ভালো বলতে পারবে। আমার ফুলের ছবি ব্লগগুলোর নাম না জানা অনেক ফুলের নাম আপু বলে দিয়েছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।
অনেকে বলেন বন ঢেরশ, আমার শন্দেহ হচ্ছে।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩০
নীল বরফ বলেছেন: চমৎকার সব ফুলের ছবি। কালার,ব্যাকগ্রাউড আর সাবজেক্ট মিলিয়ে অসাধারণ সব ফুলের ছবি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য প্রিয় নীল।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য প্রিয় নীল।
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০
অগ্নি সারথি বলেছেন: আমি কখনো সাদা কিংবা ঝুমকা জবা দেখি নাই। ছবিতেও নয়! দেখানোর জন্য ধন্যবাদ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে।
১৩| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৫
রানা আমান বলেছেন: সুন্দর সব ছবি তবে ছবি তোলার স্থান : এলডিইজি ডাকবাংলো, সিলেট লিখেছেন । ওটা মনে হয় এলজিইডি ডাকবাংলো, সিলেট হবে ।
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা ভুল হয়ে গেছে বস।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮
একজন গাঙ্গচিল বলেছেন: ভালো লাগলো।