নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বড়নখা

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫৭



মাস কয়েক আগে সেই জয়দেবপুর থেকে একটি বড়নখার মুল নিয়ে এসেছিলাম কয়েকটি পাতা সহ। ৫লিটারের তেলের বোতল কেটে সেটাতে রেখে দিয়েছিল গাছটি। গতকাল ফুল ফুটেছে।

ফুলের নাম : বড়নখা বা ছোটপানা
বৈজ্ঞানিক নাম : Monochoria hastata
ইংরেজী নাম : Arrow Leaf Pondweed, arrow-leaf monochoria, hastate-leaf pondweed, monochoria
ছবি তোলার স্থান : আমার বারান্দায়।
তারিখ : ০৪/০৫/২০১৭ ইং

বড়নখা জলজ আগাছা জাতীয় উদ্ভিদ। বাংলাদেশের প্রায় সকল গ্রামের জলাভূমি, হাওড়, বিলের পাড়ে বড়নখা দেখা যায়। ধান ক্ষেতের মধ্যেও মাঝে মাঝে পাওয়া যায়। তবে বড়নখাকে এখন বিপদাপন্ন হিসেবে বিবেচনা করা হয়।

এরা সাধারণত ৫০ সেন্টিমিটার থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। এটি বর্ষজীবী। এদের পাতা সামনের দিকে চোখা বর্শাকৃতির। মূল কাণ্ড থেকে প্রথমে পাতার ঠিক নিচ থেকে ফুলের কলি বের হয়। দুই তিন দিনের মধ্যে কলি থেকে সুন্দর নীলচে বেগুনী বড়নখা ফুল ফোটে।

এটির ঔষধি গুনাগুণ রয়েছে, শিকড় পেটের সমস্যা ও যকৃতের সমস্যায় ব্যবহার করা হয়। চুলকানি (scabies) জন্য এটার ব্যবহার রয়েছে। দাঁতের ব্যথায় শিকড়ের রস এবং হাঁপানি রোগে কাণ্ডের ছাল বেশ ফলদায়ক।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পথের পরে থাকা এমন সুন্দর জিনিষ আমরা চোখে দেখি না।ধন্যবাদ আপনাকে অপূর্ব সুন্দর দেখিয়ে দেওয়ার জন্য।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বগতম আপনাকে প্রিয় সুজন ভাই।

২| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট ভাল লাগর

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ছবি আপু।

৩| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বর্ষা মাসে দেখা যায়। আমার জন্ম গ্রামে। গ্রামে বড় হয়েছি। বর্ষা মাসে নাদী ভরে যেত, মাঝে মাঝে পুকুরে দেখেছি।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় হক ভাই।

৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই ,




নয়নকাড়া রঙে আশ্চর্য্য সুন্দর একটি ফুল ।

জয়দেবপুর ছাড়া কোন কোন জলাভূমি, হাওড়, বিলের পাড়ে সহজেই পাবো , শহরের নার্সারীতে পাওয়া যাবে কিনা, কি করে সংরক্ষন করতে হয় ইত্যাকার আরও একটু বিশদ করে লিখলে ভালো হতো ।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আহমেদ ভাই।
বাংলাদেশের প্রায় সব জলাভূমিতেই এর দেখা পাবেন।
শহরের নার্সারীতে পাওয়া যাবে না, কারণ এটি কোন সৌখিন ফুল না। এটি কচুরিপানা টাইপ জলজ গাছ।
এটার জন্য কিছুই করতে হবে না। শুধু সামান্য পনিতে রাখলেই বেঁচে থাকবে। পানির নিচে অল্প মাটি দিতে পারলে আরো ভালো।
আমি ৫ লিটারের তেলের বোতল কেটে সেটাতে পনি দিয়ে রেখে দিয়েছিল গাছটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.