নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ভ্রমণ চিত্র - ৭

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১




সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠো থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণের ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই পর্বে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে ।


১। আহসান মঞ্জিল

ছবি তোলার স্থান : আহসান মঞ্জিল, ঢাকা।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০১২ ইং
পথের হদিস : ঢাকা > পুরনো ঢাকার ইসলামপুরে > আহসান মঞ্জিল।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°42'30.9"N 90°24'21.6"E


২। শতবর্ষী বটবৃক্ষ

ছবি তোলার স্থান : বটতলা, আলুটিলা, খাগড়াছড়ি।
ছবি তোলার তারিখ : ২৬/০১/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > বটতলা।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°04'36.9"N 91°53'07.7"E



৩। রেল লাইন

ছবি তোলার স্থান : ভাওয়াল ন্যাশনাল পার্কের পিছনে।
ছবি তোলার তারিখ : ১৩/০৩/২০১৬ ইং



৪। নভথিয়েটার

ছবি তোলার স্থান : নভথিয়েটার, ঢাকা।
ছবি তোলার তারিখ : ২০/০১/২০১২ ইং



৫। দেবদারু

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
জিপিএস কোঅর্ডিনেশন : 23°49'11.8"N 90°20'31.9"E



৬। লেক ভিউ

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
জিপিএস কোঅর্ডিনেশন : 23°49'24.8"N 90°20'55.8"E



৭। সৈকত

ছবি তোলার স্থান : কলাতলী সমুদ্র সৈকত, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ২০/০৫/২০১৪ইং
পথের হদিস : ঢাকা > কক্সবাজার > কলাতলী সমুদ্র সৈকত।
জিপিএস কোঅর্ডিনেশন : 21°24'53.9"N 91°58'56.2"E


৮। বেতাব ভ্যালী

ছবি তোলার স্থান : বেতাব ভ্যালী, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ ইং
পথের হদিস : ঢাকা > কলকাতা > পেহেলগাও > বেতাব ভ্যালী।
জিপিএস কোঅর্ডিনেশন : 34°03'11.2"N 75°21'29.7"E



৯। জলপরি

ছবি তোলার স্থান : নুহাশপল্লী, পিরুজালী।
ছবি তোলার তারিখ : ৩১/০৮/২০১২ইং
পথের হদিস : ঢাকা > হোতাপারা > পিরুজালী > নুহাশপল্লী
জিপিএস কোঅর্ডিনেশন : 24°09'30.4"N 90°21'47.0"E



১০। লালন শাহের মাজার

ছবি তোলার স্থান : ছেউড়িয়া, কুষ্টিয়া।
ছবি তোলার তারিখ : ১৭/০৮/২০১২ইং
পথের হদিস : ঢাকা > কষ্টিয়া > ছেউড়িয়া > লালনের আখড়া।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°53'44.7"N 89°09'07.3"E

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

সজল_ বলেছেন: সুন্দর হয়েছে। পোস্ট করার জন্য ধন্যবাদ। :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ ছবি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার ছবি ব্লগ; ভাল লাগলো৷ +++

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া মন্তব্যের জন্য।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

মাকার মাহিতা বলেছেন: "সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন" ভ্রমনের ক্ষেত্রে এই কথাটা ২০০% সত্য।
আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি।
.
.
.
.
যখন আমার সময় ছিল
ছিল না টাকা পয়সা
যখন আমার টাকা হলো
সময় তখন সমস্যা

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সমস্যা আমাদের প্রায় সকলেরই।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক সুনদর লাগলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: ছবি খুব সুন্দর।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ছবিগুলো চমৎকার!
আরো ছবি দেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রতি পর্বে ১০টি করে ছবি থাকে।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবি ভ্রমনের স্মৃতি!
দারুন সব ছবি যত দেখ ততই মুগ্ধতা বাড়ে :)

লালন সাইঁজির ওখানে সেই কুটিকালে গিয়েছিলাম! এখনতো দেখি অনেক বদলে গেছে!

++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন। ছবি ভ্রমনের স্মৃতি। ছবি দেখলেই ভ্রমণের সব স্মৃতিগুলি পরিষ্কারমনে পরে যায়।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

হাঙ্গামা বলেছেন: সুন্দর

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: প্রত্যেকটি ছবি চমৎকার । সবচেয়ে বেশী ৭ নং

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: মূল্যায়ণের জন্য অসংখ্য ধন্যবাদ রইলো।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সনেট কবি বলেছেন: সুন্দর

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

সৈয়দ ইসলাম বলেছেন: ছবিগুলো চমৎকার।

এখানকার অনেক জায়গায় এখনো যাওয়া হয়নি, তাই দেখেই আফসোস মিটাই!

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: সময় সুযোগ হলে অবশ্যই যাওয়া হবে এই শুভকামনা রইলো।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৬

মলাসইলমুইনা বলেছেন: "দেবদারু" ফটোটাতো মনে হচ্ছে ভ্যানগগের আঁকা কোনো ছবি ।অসম্ভব সুন্দর একটা ফটো হয়েছে এটা I অবসোলিউটলি বিউটিফুল ! এটা আপনার ব্লগ ফটোগ্রাফির অন্যতম সেরা ছবি বলেই আমার মনে হচ্ছে I ভাওয়াল ন্যাশনাল পার্কের পেছনের ফটোটাও দারুন |ওটার ব্যাপারে আমার পক্ষপাতিত্ব আছে (আমার ছোট বেলার একটা সময় কেটেছে জয়দেবপুরে )জেনেও বলছি অপূর্ব সুন্দর উঠেছে ফটোটা I ও, আহ্সানমন্জিলের ফটোটাও সুন্দর I

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই ধরনের প্রসংশার সাথে আমি অভ্যস্ত নই। যাইহোক আপনার ৩টি ছবি খুব পছন্দ হয়েছে এটা বুঝতে পেরে আমি খুবই আনন্দিত।
ভালো থাকবেন অহরহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.