নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ূন আহমেদের বইগুলির সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা আমার কাছে মনে হয় তা হচ্ছে “এপিগ্রাম”। বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম দুটি ডায়রিতে লেখা আছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল এই লেখাগুলি। এখানে আজ হুমায়ূন আহমেদের লেখা "অয়োময়" ও "অদ্ভুত সব গল্প" বই দুটির এপিগ্রাম শেয়ার করবো।
অয়োময় গল্পের বইটিতে মাত্র ৩টি এপিগ্রাম আমি পেয়েছি।
১। টাকা পয়সা, ক্ষমতা, এই সব বেশী থাকলে মানুষের স্বভাব ঠিক থাকে না।
২। মৃত্যুর ভয় নিয়ে বেচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।
৩। শিক্ষক সম্প্রদায়ের স্বভাবই হচ্ছে যখন তখন উপদেশ দিয়ে বেরানো।
অদ্ভুত সব গল্প গল্পের বইটিতে মাত্র ৭টি এপিগ্রাম আমি পেয়েছি।
১। শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক।
২। সকাল বেলার সময়টা হল ব্যস্ততার সময়।
৩। সবকিছু সবাইকে বলে বেরাতে হবে তাতো না।
৪। অফিসের লোকজন অকাজের কথা বলতেই বেশি পছন্দ করে।
৫। যে যেটা অপছন্দ করে তার কপালে সেটাই জোটে।
৬। মানুষের সবচেয়ে ভাল লাগে অচেনা কোন যায়গা থেকে উপহার পেতে।
৭। মূর্খদের সবাই স্নেহ করে। বুদ্ধিমানদের কেউ স্নেহ করেনা, ভয় পায়।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: নাটক অয়োময় আর পুস্তক অয়োময় সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভিন্ন কাহিনি।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯
নজসু বলেছেন:
তা ঠিক আছে প্রিয় পাগলা ভাই।
তবে আমি সুন্দর ফুলের ছবি চাই।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আসবে আসবে, ফুলের ছবিও আসবে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: বাংলা সাহিত্যে হুমায়ুণ আহমেদের উপরে এখনও কেউ আসতে পারে নাই।
দয়া করে কেউ আবার প্যাচাবেন না।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: প্যাচাপ্যেচির কিছু নাই। এটা আপনার ব্যাক্তিগত মত।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩
নয়া পাঠক বলেছেন: একসময় বিটিভিতে অয়োময় ধারাবাহিকটির একজন নিয়মিত দর্শক ছিলাম। সম্ভবত শুক্রবারে প্রচার হতো। হুমায়ন স্যারের সব লেখাই অনেক সরলতার মাঝে জটিল ও জ্ঞ্যানগর্ভ, সঙ্গে রয়েছে মনস্তাত্ত্বিক বিষয়ও।