নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা প্রাচীন মসজিদ – ৩য় পর্ব

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫



প্রাচীন স্থাপত্য দেখার আলাদাটা একটা আকর্ষণ আছে। আমি মাঝে মাঝেই সুযোগ হলে তাদের দেখতে বেরহই। প্রাচীন স্থাপত্য গুলির মধ্যে বাংলাদেশে মসজিদগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাচীন মসজিদগুলি প্রমান করে কতটা আদিতে দেশেই ঐ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিলো। এই প্রাচীন মসজিদগুলি আমাদের দেশের ইতিহাসেরই অংশ। আজ আমার দেখা ৫টি প্রচীন মসজিদের ছবি এখানে রইলো। প্রতি পর্বেই আমার দেখা ও ছবি তোলা ৫টি করে প্রাচীন মসজিদের ছবি ও সামান্য তথ্য উপস্থাপন করবো।


১১ : অসমাপ্ত মসজিদ

GPS coordinates : 24°11'06.1"N 89°54'39.4"E
অসস্থান : আতিয়া মসজিদের কাছে, দেলদুয়ার, টাঙ্গাইল

ছবি তোলার তারিখ : ২৩/০৫/২০১৪ইং
পথের হদিস : ঢাকা > টাঙ্গাইল / দেলদুয়ার > আতিয়া মসজিদ > অসমাপ্ত মসজিদ।




১২ : দেওয়ান বাড়ি মসজিদ
ভাগলপুর দেওয়ান বাড়ি মসজিদ


অবস্থান : ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।
GPS coordinates : 24°12'03.0"N 90°55'25.8"E

নির্মাতা : দেওয়ান গৌউস খান
নির্মাণকাল : ১১০৫ হিজরী সনে মসজিদটি প্রতিষ্ঠিত হয়।

আকার : মসজিদটি দৈর্ঘ্যে প্রায় ৪৬ ফুট এবং প্রস্থে প্রায় ৩০ ফুট। ২২ ফুট প্রশস্ত একটি বারান্দা রয়েছে।
গম্বুজ : মসজিদের ছাদে এক সারিতে ৩ টি গম্বুজ রয়েছে। মাঝের গম্বুজটি পাশের দুটির তুলনা সামান্য বড়।
মিনার : মসজিদের ৪ কোণে ৪ টি বড় কোণিক মিনার রয়েছে।
মেহরাব : পশ্চিম দেয়ালে ৩ টি মেহরাব রয়েছে।
কারুকাজ : মোঘল ও সেন বংশীয় স্থাপত্যের স্পষ্ট নিদর্শন রয়েছে।

প্রবেশ পথ : মসজিদের মোট ৫ টি দরজা রয়েছে। যাদের মধ্যে মসজিদের পূর্বের দেয়ালে ৩ টি, উত্তর দেয়ালে ১ টি ও দক্ষিণের দেয়ালে ১ টি দরজা রয়েছে। সেই সাথে ২টি জানালাও আছে।

অন্যান্য তথ্য : দেওয়ান গৌউস খান মোঘল আমলে এখানকার গভর্ণর ছিলেন। বৃটিশ আমলে ভূমিকম্পে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়ে ছিলো। পরবর্তীতে এটিকে পুনঃ সংস্কার কর হয়। মসজিদে আরবী ও ফার্সী ভাষায় ২ টি শিলালিপি রয়েছে। মসজিদটি এখনও প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় আসেনি।

ছবি তোলার তারিখ : ২৪/০২/২০১৭ ইং

পথের হদিস : ঢাকার মহাখালি বা সায়েদাবাদ থেকে বাসে বাজিতপুর। বাজিদপুর থেকে প্রায় ৪ কিলমিটার দূরে ভাগলপুরে যেতে পারেন লোকাল যানবাহনে।





০১৩ : বন্দর শাহী মসজিদ

অবস্থান : বন্দর, নারায়ণগঞ্জ।
GPS coordinates : 23°36'45.9"N 90°31'00.7"E

নির্মাতা : মালিক আল-মুয়াজ্জম বাবা সালেহ
নির্মাণকাল : ১৪৮২ খ্রিস্টাব্দ (৮৮৬ হিজরি)

আকার : বর্গাকার এ মসজিদের পরিমাপ অভ্যন্তরভাগে ৬.২০ মিটার এবং বহির্ভাগে ৯.৭০ মিটার।
গম্বুজ : ছাদে রয়েছে একটি বৃহৎ গম্বুজ।
মিনার : চার কোণে রয়েছে অষ্টভুজাকৃতি চারটি মিনার।
মেহরাব : মসজিদটিতে তিনটি অর্ধবৃত্তাকার মিহরাব আছে। এদের মধ্যবর্তীটি সবচেয়ে বড়।
কারুকাজ : গম্বুজের গোড়ার দিকে চারপাশ ঘিরে রয়েছে পদ্মফুল ও কলসের নকশা-বেষ্টনী।

প্রবেশ পথ : মসজিদের পূর্বদিকের তিনটি প্রবেশপথের মধ্যবর্তীটি প্রশস্ততর এবং এটির উচ্চতা ২.২০ মিটার ও চওড়া ১.৩৭ মিটার। দক্ষিণ ও উত্তর দিকে অপর দুটি প্রবেশপথ ২ মিটার উঁচু ও ১ মিটার প্রশস্ত। পার্শ্বের প্রবেশপথগুলো সম্মুখের মধ্যবর্তী প্রবেশপথের সমান আকৃতির।

অন্যান্য তথ্য : মসজিদটি পুনর্নির্মিত হয়েছে এবং পূর্ব, দক্ষিণ ও উত্তর দিকে বারান্দা সংযোজন করে এর পরিধি বাড়ানো হয়েছে। এর দুই দিকে এমন ভাবে নতুন দালান করা হয়েছে যে পুরনো মসজিদটি আর দেখাই যায় না।

ছবি তোলার তারিখ : ২৪/০২/২০১৭ ইং

পথের হদিস : পথের হদিস : ঢাকা থেকে বাসে মদনপুর, মদনপুর থেকে শেয়ার সিএনজি বা ইজি বাইকে নবীগঞ্জ। নবীগঞ্জ থেকে রিকসায় “বন্দর শাহী মসজিদ”। তাছাড়া বাস বা ট্রেনে নারায়ণগঞ্জ গিয়ে নৌকায় নদী পার হয়ে রিকসা নিয়ে চলে আসা যায় “বন্দর শাহী মসজিদ”।




০১৪ : শাহ মাহমুদ মসজিদ

অবস্থান : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে।
GPS coordinates : 24°15'41.0"N 90°39'49.8"E
নির্মাতা : শেখ মাহমুদ
নির্মাণকাল : ১৬৮০ সালে

আকার : বর্গাকৃতি এই মসজিদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৩২ ফুট।
গম্বুজ : ছাদে রয়েছে একটি বৃহৎ গম্বুজ।
মিনার : চার কোণায় আট কোণাকৃতির বুরুজ রয়েছে।
কারুকাজ : মোঘল স্থাপত্যরীতি নির্মিত এই মসজিদের ভিতর ও বাইরের রয়েছে পোড়ামাটির চিত্রফলক

প্রবেশ পথ : মসজিদের পূর্বের দেয়ালে ৩টি দরজা। তবে মসজিদ প্রাঙ্গনে প্রবেশের মূল দরজাটি ছনের কুটীরের ন্যায় অত্যন্ত আকর্ষণীয় একটি পাকা দোচালা ভবন মধ্য দিয়ে তৈরি করা হয়েছে।

অন্যান্য তথ্য : মসজিদটির নির্মাতা বণিক শেখ মাহমুদ এবং তার নামেই মসজিদটির পরিচিতি। কিন্তু ইউনেস্কো থেকে প্রকাশিত মুসলিম স্থ্যাপত্যের ক্যাটালগে একে "শাহ মোহাম্মদ মসজিদ" হিসাবে নির্দেশ করা হয়েছে। মসজিদের চার কোণায় চারটি মূল্যবান প্রস্তর ফলক ছিল যা চুরি হয়ে গেছে।

ছবি তোলার তারিখ : ০৮/১০/২০১৮ ইং

পথের হদিস : ঢাকা থেকে প্রথমে আপনাকে চলে যেতে হবে টোকের থানার ঘাট বাস স্টপ। সেখান থেকে রিকসা বা হেঁটেই চলে যেতে পারেন।

তথ্য সূত্র : উইকি




০১৫ : সাদী মসজিদ

অবস্থান : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে।
GPS coordinates : 24°15'44.9"N 90°39'34.8"E

নির্মাতা : শাইখ সাদী।
নির্মাণকাল : মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে ১৬৫১ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।

আকার : বর্গকার এই মসজিদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২৫ ফুট।
গম্বুজ : মসজিদের ছাদে আছে বিশাল একটি গম্বুজ।
মিনার : চার কোণায় চারটি বুরুজ রয়েছে।
মেহরাব : পশ্চিম দেয়ালে ৩টি মিহরাব রয়েছে যার মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড় আকৃতির।
কারুকাজ : প্রতিটি দেয়ালেই টেরাকোটার নকশা করা রয়েছে। প্রবেশপথ ও পুরো ইমারতের উপর রয়েছে পোড়ামাটির আস্তর যাতে বিভিন্ন নকশা বিদ্যমান রয়েছে।
প্রবেশ পথ : পুরো মসজিদটির দেয়ালে মোট ৫টি প্রবেশপথ রয়েছে যার মধ্যে পূর্বদেয়ালে ৩টি, উত্তর ও দক্ষিণ দেয়ালে ১টি করে। সবগুলো প্রবেশপথের আকার ধনুকের ন্যায়।

অন্যান্য তথ্য : সাদী মসজিদে সংযুক্ত একটি ফরাসি শিলালিপি রয়েছে।

ছবি তোলার তারিখ : ২৪/০২/২০১৭ ইং
পথের হদিস : ঢাকা থেকে প্রথমে আপনাকে চলে যেতে হবে টোকের "থানার ঘাট" বাস স্টপ। সেখান থেকে রিকসা বা হেঁটেই চলে যেতে পারেন।

তথ্য সূত্র : উইকি


=================================================================
আরো দেখুন -
আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩
=================================================================

মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩১

জুন বলেছেন: সেই সময় সব মসজিদের নির্মাণরীতিতে গোলাকৃতির গম্বুজ দেখা যেত। ভালো লাগলো ছবিগুলো।
মাস্টার্সে আমাদের পাঠ্য ছিল এসব পাগলা জগাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সেই সময় সব মসজিদের ছাদে এক বা একাধিক ছোট বা বড় গম্বুজ থাকতো। আর এখন একের পর এক ছাদ দিয়ে যায়গার সংকটমোচন করা হয়।

আমি ছিলাম হিসাব বিজ্ঞানের ছাত্র। এইসবের ধারে কাছেও না।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পুরোনো মসজিদের স্থাপত্যকলা গুলো দেখে ভালো লাগলো।
চমৎকার একটা পোস্ট।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অশেষ শুকরিয়া

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেন ভাইয়া
সুন্দর পোস্ট

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ছবি আপু।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

নিয়াজ সুমন বলেছেন: ছবি ও তথ্য উপস্থাপন দারুন হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অশেষ শুকরিয়া

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: কিশোরগঞ্জের বাজিতপুরের মসজিদটা খুব সুন্দর।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম। দেখেছেন নাকি?

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মরুভূমির জলদস্যু আপনাকে
স্বাগতম। কেমন আছেন আপনি।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আলহামদুল্লিল্লাহ ভালো আছি।
আপনি ভালো আছেন?

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫১

শের শায়রী বলেছেন: সে সময়কার স্থাপত্যরীতি সন্মন্ধ্যে একটা ধারনা পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯

সাইন বোর্ড বলেছেন: এরকম পুরানো স্থাপত্য দেখার আগ্রহ আছে আমারও, অনেক ভাল লাগল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো আপানার জন্য। দেখুন এবং আমাদেরকেও দেখার গল্প-ছবি দেখান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.