নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট থার্টিন]

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪২

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। পাউডার পাফ



Common Name : Powder puf, Powder puff bush, red powderpuff, Blood Red Tassel Flower, Blood shuttlecock,
Scientific Name : Calliandra haematocephala

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং



২। গামারি


অন্যান্য ও আঞ্চলিক নাম : গামার, গাম্বার, সুভদ্রা, কৃষ্ণবৃন্তা, শ্রীপর্ণী, কম্ভারী, গোপভদ্রা, মধুমতি, সুফলা, মেদেনী, কাশ্মরী, ভ্রমরপ্রিয়া ।
Common Name : Chandahar Tree, Cashmere Tree, Comb Teak, White Teak ।
Scientific Name : Gmelina arborea

ছবি তোলার স্থান : হাতির ঝিল, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৮/০৩/২০১৭ ইং



৩। রাসপাতিয়া (আসাম)


Scientific Name : Strobilanthes scaber Nees

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং



৪। বনমালী


অন্যান্য ও আঞ্চলিক নাম : বনোমালী, বনশাক, জংলি বনশাক, দারুহরিদ্রা, বনহরিদ্রা, হরিণার ফুল, পান্দোগি পানদোগি, পানদুসি, শালিমরিচা ইত্যাদি। চাকমা নাম কোবা বেনা, ত্রিপুরা ভাষায় বট তিতা আর মগ ভাষায় লিঙবা।
Scientific Name : Morinda angustifolia

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৬/২০১৭ ইং



৫। নাম জানা নেই


ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৬/২০১৭ ইং



৬। জয়তী


অন্যান্য ও আঞ্চলিক নাম : দিনফোটা জয়তী, সফরকারী,
Common Name : Peregrina, Spicy jatropha
Scientific Name : Jatropha integerrima

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৭। গোলাপি আমরুল


অন্যান্য ও আঞ্চলিক নাম : অম্লিকা, আংববতী, আমরুক, আমরুল, আমরুল শাক, ক্ষুদ্রাম্লী, চতুশ্ছদা, চাঙ্গেরী, চুকত্রিপাতি, চুকা শাক, চুক্রা, চুত্রিকা, চৌপতিয়া, চ্যাংদোলা, টক পাতা।
Common Name : Pink woodsorrel, Large-Flowered Pink Sorrel, lilac oxalis.
Scientific Name : Oxalis debilis

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং



৮। সোনাঝুরি লতা


অন্যান্য ও আঞ্চলিক নাম : সোনাঝরা লতা
Common Name : Flamevine, Flaming trumpet, Golden shower trumpet, Orange Bignonia, Orange trumpetvine ।
Scientific Name : Pyrostegia venusta

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৯। ফাল্গুনমঞ্জরী


অন্যান্য ও আঞ্চলিক নাম : ফাল্গুনীমঞ্জরী, সারাঙ্গা, শারঙ্গ, গিরিপুষ্প ।
Common Name : Mexican lilac, Forest Lilac, Mother of cocoa, Quickstick, Spotted Gliricidia, Gliricidia, Tree Of Iron, Glory Cedar ।
Scientific Name : Gliricidia sepium

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




১০। উদাল


অন্যান্য ও আঞ্চলিক নাম : চালা, চান্দুল, কাটিরা, গড-গুডালা
Common Name : Hairy Sterculia, Elephant rope tree
Scientific Name : Sterculia villosa

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

সাদা মনের মানুষ বলেছেন: অসম্ভব রকম ভালো লাগলো ভাই, আশা করছি এটা চলমান থাকবে। আমিও মাঝে মাঝে কিছু ছবি তুলি সব ফুলের নাম জানিনা, আশা করছি আপনার পোষ্ট আমার সেই অজ্ঞতা ঘুচাবে।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
এই সিরিজটা চলমান থাকবে। কিছু কিছু ফুল রিপিটেট হয় যদিও, তবুও চলবে।
এমন অনেক ফুল আছে যাদের নাম আমি জানি না, সেগুলি অন্যদের লেখা থেকে জেনে যাই কখনো না কখনো। আপনিও জানবেন, এটাই নিয়ম।
ভালো থাকবেন।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ফুলের নাম বনমালি এটা আজই প্রথম জানলাম ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: বুন ফুল সম্পর্কে খুব ধারনা রাখেন এমন একজনকে যখন এই ফুলটি দেখিয়ে বলেছিলাম এটির নাম "বনমালি" তিনি ভেবছিলেন আমি ফাজলামো করছি।
তাছাড়া এমন কিছু নাম আছে যা জানলে আপনিও আবাক হবে -

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সব ছবি :)
দারু সব ফুল

++++++

০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০২

ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল লাগা। দেখার মত সব ফুল! নামগুলোও অনেক মিষ্টি।।।!

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা!! নগন্য ফুলেরও আলাদা সৌন্দর্য আছে। আর ক্যামেরায় তা আরো বেশী ধরা দেয়।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬

এস এ মেহেদী বলেছেন: চমৎকা!

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

সাইন বোর্ড বলেছেন: খুব সুন্দর !

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: ফ্লিকারে এটা আমার একাউন্ট।

ফ্লিকারে আপনার একাউন্ট থাকলে আমাকে লিংক দিয়েন।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি।
আমার একটা ছিলো, এখন আর ব্যবহার করা হয় না।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:০৭

মলাসইলমুইনা বলেছেন: পগলা জগাই,
দশটি ফুলের ফটোর জন্য দশটি শুভেচ্ছা। খুব সুন্দর ফুলগুলো।কয়েকটা ফুলের নাম পড়েছিলাম নানান জায়গায় কিন্তু কখনো ফটো দেখিনি । এখন দেখা হয়ে গেলো। খুব সুন্দর ।

১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
নাম না জানা অনেক ফুল অনেক সময় দেখেছি। পরো কোনো না কোন ভাবে নামও জানা হয়েছে। আবার কিছু কিছু এখনো না না জানাই রয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.