নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২

০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২



প্রাচীন স্থাপত্য দেখার আলাদাটা একটা আকর্ষণ আছে। আমি মাঝে মাঝেই সুযোগ হলে তাদের দেখতে বেরহই। প্রাচীন স্থাপত্য গুলির মধ্যে মঠ বা স্মৃতি-মন্দির খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাচীন মঠ বা স্মৃতি-মন্দিরগুলি আমাদের দেশের ইতিহাসেরই অংশ। আজ আমার দেখা ৫টি প্রচীন মঠ বা স্মৃতি-মন্দির ছবি এখানে রইলো। প্রতি পর্বেই আমার দেখা ও ছবি তোলা ৫টি করে প্রাচীন মঠ বা স্মৃতি-মন্দিরের ছবি ও সামান্য তথ্য উপস্থাপন করবো। এখানে প্রাচীন বলতে পুরনো আর মঠ বলতে স্মৃতি-মন্দিরকে বুঝানো হয়েছে।

০০৬ : রাম নারায়ণ সাহা ও দূর্গারাণী সাহা জোড়া মঠ

(মঠ বা স্মৃতি-মন্দিরটি সম্পর্কে কোনো তথ্যই আমার জানা নেই।)

রাম নারায়ণ সাহা ও দূর্গারাণী সাহা জোড়া মঠটির সঠিক অবস্থান খুঁজে পাওয়া খুব সহজ। কারণ এই মঠটি কিশোরগঞ্জের ভাগলপুর মেডিকেল রোডে অবস্থিত "সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়" এর গ্রাউন্ডের ভিতরে অবস্থিত।

ছবি তোলার স্থান : বাজিতপুর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 24°13'15.3"N 90°54'02.2"E
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং





০০৭ : পুড্ডা মঠ

(মঠ বা স্মৃতি-মন্দিরটি সম্পর্কে কোনো তথ্যই আমার জানা নেই।)

ছবি তোলার স্থান : পুড্ডা, সরারচর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 24°14'44.1"N 90°54'40.1"E
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং





০০৮ : রামচন্দ্র সাহা জোড়া মঠ

(মঠ বা স্মৃতি-মন্দিরটি সম্পর্কে কোনো তথ্যই আমার জানা নেই।)

মঠ দুটির একটি রামচন্দ্র সাহার, অন্যটি রামচন্দ্র সাহার স্ত্রী প্রতিমা সুন্দরীর

ছবি তোলার স্থান : সরারচর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 24°12'44.1"N 90°54'15.7"E
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং





০০৯ : শিবনাথ সাহা মঠ

শিবনাথ সাহা কটিয়াদীর ও বাজিতপুর অঞ্চলের একটি পরিচিত নাম। ১২৫৫ সালের ১৭ আষাঢ় জোয়ারিয়া কুড়িখাই গ্রামে শিবনাথ সাহা জন্ম গ্রহন করেন। তার পিতার নাম কার্তিক চন্দ্র সাহা, দাদা যাত্রাবর সাহা। শিবনাথ সাহারা ছিলেন দুই ভাই শম্ভুনাথ সাহা ও শিবনাথ সাহা। শিবনাথ সাহার বাবা ও ঠাকুরদার আমলে অর্থনৈতিক অবস্থা তেমন ভাল ছিলনা। তার সময়ই অর্থনৈতিক প্রসার ঘটে এবং তিনি তালুকদার হন। তিনি বাজিতপুরের আলিয়াবাদে বিয়ে করেন।

স্ত্রীর নাম কালীসন্দুরী সাহা। তার পারিবারিক উত্তরসূরীগণ (বর্তমানে কটিয়াদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু দিলীপ কুমার সাহা, রতন কুমার সাহা, উত্তম সাহা , বিশ্বনাথ সাহা, কৃষ্ণ পদ সাহা প্রমূখ) মনে করেন এক মাহেন্দ্রক্ষণে মনুষ্য রুপী দুই দেব-দেবী কালি ও শিবের মিলন ঘটে। কিন্তু তাদের কোন পুত্র সন্তান হয়নি। বাবু শিবনাথ সাহা ও কালি সুন্দরীর ঘরে তিন কন্যা সন্তান জন্ম গ্রহন করেন। তাদের নাম বিদ্যাসুন্দরী সাহা, জগৎতারা সাহা ও জয়াদূর্গা সাহা। পুত্র সন্তানের জন্য হয়তো এই দম্পতির অন্তরে একটু দীর্ঘশ্বাস লুকানো ছিল, তাই শিবনাথ সাহা তার অগ্রজ শম্ভুনাথ সাহার ৪র্থ ছেলে সুরেন্দ্রনাথ সাহাকে দত্তক আনেন।

বাবু শিবনাথ সাহা অনেক জনহিতকর কাজ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য স্ত্রীর নামে বাজিতপুরে কালিতারা পাঠশালা, বনগ্রামে পিতার নামে কার্তিক চন্দ্র সাহা লাইব্রেরী, ধুলদিয়ায় শিবনগর, কামালপুরে পূজামন্ডপ এবং ইংরেজী ১৯১৮ সনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় স্থাপন করেন যা পরবরতীকালে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয় নাম ধারণ করে। তিনি ১৯২০ সনের ২০শে সেপ্টম্বর একটি ট্রাষ্ট গঠন করেন। এই শিক্ষানুরাগী শিবনাথ সাহা বাংলা ১৩৩১ সনের ১৭ই আষাঢ় নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। তার বাড়ীর পাশেই নদীর পাড়ে শিবসাহা শ্মশানঘাট। সেখানেই দীর্ঘ উঁচু শিবসাহা মঠ।
তথ্য সূত্র : নেট

GPS coordinates : 24°16'07.3"N 90°50'18.9"E
ছবি তোলার তারিখ : ২৪/০২/২০১৭ ইং






০১০ : মঠ সাদৃশ্য প্রার্থনাগৃহ (লক্ষণ সাহা জমিদার বাড়ি পুকুর ঘাট)

লক্ষণ সাহা জমিদার বাড়ির সামনে একটি চমৎকার পুকুর রয়েছে। এককালে পুকুরের চার কোনায় চারটি মঠ সাদৃশ্য প্রার্থনাগৃহ ছিল। বর্তমানে এই একটিই মোটামুটি ভালো ভাবে টিকে আছে। দুটি ধ্বংস হয়ে গেছে, আর অন্য আরেকটির ভগ্নাবশেষ দেখা যায় এক কোনায়।

ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, নরসিংদী, বাংলাদেশ
GPS coordinates : 23°53'55.3"N 90°35'39.6"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং



=================================================================
আরো দেখুন -
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ

=================================================================

মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ
মসজিদ দর্শন : ১১ : হাজীগঞ্জ বড় মসজিদ


আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭

আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


=================================================================

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
ছবি ও বর্ননা সুন্দর, মারাত্নক সুন্দর।
জিপিএস পজিশন দিয়েছেন। আরো ভাল হয়েছে।
যদি কিছু মনে না করেন। কি ক্যামেরা, মডেল সেটা জানতে ইচ্ছে হয়।

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ প্রসংশার জন্য হাসান ভাই।
জিপিএস টা গুগল ম্যাপে ফেললেই সঠিক অবস্থান সাথে সাথে দেখে নেয়া যায়। স্খাপনা গুলি খুঁজে বের করতে নানান সময় আমাদের নানা ঘুরন্তির মধ্যে পরতে হয়েছে। ফলে আমি চেষ্টা করি সবকয়টার সঠিক অবস্থা জানিয়ে দিতে। যাতে পরর্তী আগুন্তুক সহযেই খুঁজে পেতে পারে।
আমি আগে NIKON D80 ব্যবহার করেছি। এখন NIKON D3400 ব্যবহার করি।
মন্তব্যের জন্য আবারও আপনাকে জানাই অশেষ ধন্যবাদ।

২| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪

নিয়াজ সুমন বলেছেন: আপনার ছবি তোলার হাত অনেক দক্ষ। কিভাবে এমন সুন্দর উপস্থাপন হয়ে আলো ছায়াতে জানালে উপকৃত হতাম।

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ প্রসংশার জন্য ধন্যবাদ সুমন ভাই, যদিও আমি আহামরি ভালো কোনো ছবি তুলতে পারি না। উলটাপালটা টিপতে থাকি, তখন দুই-একটা চলন সই ছবি উঠে যায়। আলো ছায়াতে উপস্থাপনের বিষয়টা আমি ঠিক বুঝতে পারি নাই ভাই।
ভালো থাকবেন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুর্লভ সংগ্রহের আর্কাইভ গড়ে তুলছেন তিলে তিলে :)

+++

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুটা দূর্লভ বলাই যায় বিদ্রোহী দা। সবাই যাতে দেখতে পায় আর কারো কারো যেন আগ্রহ যাগে দেখতে যাবার সেটাই কাম্য। ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: মঠ বা দেউলী যা ই বলেন- এগুলো আমার কাছে ভালো লাগে। ফরিদপুরে অনেক মঠ আছে।

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন। শুধু মঠ না, আরো নানান প্রাচীন স্থাপত্য রয়েছে সারা ফরিদপুর জুড়ে। আমাদের দেখার সুযোগ হয়নি এখনো তেমন ভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.