নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট ফরটিন]

১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। উদাল


অন্যান্য ও আঞ্চলিক নাম : চালা, চান্দুল, কাটিরা, গড-গুডালা
Common Name : Hairy Sterculia, Elephant rope tree
Scientific Name : Sterculia villosa

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং



২। ফাল্গুনমঞ্জরী


অন্যান্য ও আঞ্চলিক নাম : ফাল্গুনীমঞ্জরী, সারাঙ্গা, শারঙ্গ, গিরিপুষ্প ইত্যাদি।
Common Name : Mexican lilac, Forest Lilac, Mother of cocoa, Quickstick, Spotted Gliricidia, Gliricidia, Tree Of Iron, Glory Cedar, Madre Tree, The Spotted Gliricidia, Dormouse Destroyer Tree.
Scientific Name : Gliricidia sepium

মেক্সিকোর এই গাছটি আমাদের দেশে খুব চমৎকার মানিয়ে গেছে। আমার কেনে যেনো মনে হয় আমাদের সাজনা/সজিনা গাছের সাথে এর খুব মিল আছে। আছ থেকে ডাল কেটে মাটিতে ডাল পুতে দিলেই এরা দ্রুতই নিজের যায়গা করে নেয়। খুব দ্রুত বাড়ে এবং কোনো যত্ন ছাড়াই টিকে থাকে। বছর জুড়ে গাঢ় সবুজ পাতায় ছেয়ে থাকলেও শীতে পাতা ঝরে মার্চের শেষ পর্যন্ত নিস্পত্র ডাল গুলি ফুলে ফুলে ভরে থাকে। ভ্রমর আর মৌমাছিদের আনাগোনা থাকে চোখে পড়ার মতো।

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং




৩। পলাশ


অন্যান্য ও আঞ্চলিক নাম : কিংশুক, কিনাকা, কির্স্মী, যাজ্ঞিক, ব্রহ্মপাদপ, ক্ষারশ্রেষ্ঠ, রক্তপুষ্প, ত্রিবৃত ও সমিদুত্তম।
Common Name : Flame of the Forest, Parrot tree, Bastard Teak, battle of Plassey tree, Bengal kino, palas tree ।
Scientific Name : Butea monosperma

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং




৪। বুদ্ধ নারিকেল


অন্যান্য ও আঞ্চলিক নাম : বুদ্ধ নারকেল, তুলে (আসাম), কার্ভাটি (মারাঠি) ইত্যাদি।
Common Name : Buddha Coconut, Anathond
Scientific Name : Pterygota alata

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং





৫। নাম মনে নাই


ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং





৬। ল্যান্টানা


অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Sage, big-sage, wild-sage, red-sage, white-sage, tickberry ইত্যাদি।
Scientific Name :Lantana camara

ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। বাংলাদেশে রেলপথের পাশে, চা বাগানে ও বন-জঙ্গলে অঢেল। লতান ধরণের চিরসবুজ ঝোপ, কাঁটাভরা, অনেক ডালপালা, ৬০ সেমি থেকে ২মি উঁচু। পাতা ডিম্বাকার বা আয়তাকার, ২.৫-৪ সেমি লম্বা, রুক্ষ, তীব্রুগন্ধী, কিনার দন্তর। প্রায় সারাবছরই ফুল, পাতার কোলে ও ডাঁটার আগায় ছোট ছোট ছত্রাকার থোকায় সাদা, গোলাপী, লাল, বেগুনী ফুল। সময়ের সঙ্গে ফুলের রঙ বদলায়।

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং






৭। রক্তকাঞ্চন


অন্যান্য ও আঞ্চলিক নাম : লালকাঞ্চন
অন্যান্য ও আঞ্চলিক নাম : orchid tree, camel's foot tree, kachnar and mountain-ebony ইত্যাদি।
Scientific Name : Bauhinia variegata

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং






৮। হলিহক


অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতি হলিহক, গুলখাইরা (উর্দু), Chitra Seavati ও Gurvo (নেপালী) ।
Common Name : Hollyhock, Common Hollyhock ।
Scientific Name : Alcea rosea

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং






৯। হলি ফুল


অন্যান্য ও আঞ্চলিক নাম : ষ্টার জুঁই, মাছি জুঁই, শুচি জুঁই, খৈ ফুল ।
Common Name : Azota Caballo, Dwarf Holly, Miniature Holly, Singapore Holly ।
Scientific Name : Malpighia Coccigera

ফুলটির বাংলা নাম নিয়ে বেশ সন্দেহ আছে। বোটানিক্যালের মালিরা একে খৈ ফুল বলেছে। দেখতে বেশ খৈ এর মতোই।

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং





১০। স্বর্ণঝিন্টি


অন্যান্য ও আঞ্চলিক নাম : কন্টঝাঁটি, কন্টঝিঁন্টি পীতঝিন্টি, বজ্রদন্তি, ময়নাকাঁটা, হলুদ ঝাঁটি, কুরান্তিকা, কুরানটা, ভাইফোঁটা।
সংস্কৃত নাম : সৌরেয়ক, সহচর, সৈরেয়, কিঙ্কিরাতক, দাসী, সহচর, ঝিন্টি, শৈরিক, মৃদুকণ্টক
Common Name : Porcupine Flower, Barleria, Yellow Hedge Barleria, Yellow Barleria, Yellow nail dye, Thorny nail dye, ommon yellow nail dye
Scientific Name : Barleria prionitis

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাগলা জগাই@

মনে পড়ে গেলো রাজা মশাইয়ের কথা।

পলাশ আর শিমুলের মধ্যে কী পার্থক্য তা জানি না। একটু জানালে বাধিত হবো।

পোস্টে ভালো লাগা।

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

পলাশ আর শিমুলের মধ্যে শুধু ফুলের রং-এ যা মিল আছে। এ ছাড়া আর কোনো মিল নাই দুটি ফুলের মধ্যে, সবটাই পার্থক্য।

২| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৮

হাবিব বলেছেন: শিমুল থেকে তুলা হয়:

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪২

খোলা মনের কথা বলেছেন: বোটানিক্যাল গার্ডেনে গিয়ে আপনি তো রীতিমত টাকা উসুল করে এসছেন মশাই.... যাইহোক দারুন লাগলো ছবি গুলো।

ব্লগে আমি ছবি দিলে ছোট ছোট হয়ে যাওয়ার কারন কি বলতে পারেন। কোন ফ্রেম বা কোন মাপে ছবি পোষ্ট করতে হয় জানালে উপকৃত হতাম

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: তাতো অবশ্যই, যেখানেই যাই টাকা উসুলের ধান্দাতেই থাকি বস।

ব্লগে কেনো ছবি ছোট হয়ে যাচ্ছে আমি বলতে পারবো না ভাই। আমি প্রথমে ছবিগুলি imgur-তে লোড করে এই খানে লিংক শেয়ার করি।
চেষ্টা করে দেখতে পারেন আপনিও।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

বাকপ্রবাস বলেছেন: ফুলে ফুলে ভালই লাগল

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ফুল গুলো সূন্দর। যদিও এইসব ফুল মেয়েরা মাথায় পড়ে না। বিয়ে বাড়ির গাড়ি সাজাতেও লাগে না।

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অতি খাটি কথা বলেছেন বস।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: মুগ্ধতা ।+

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! সুন্দর সব ফুল :)

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: মনিরা সুলতানা ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

নেওয়াজ আলি বলেছেন: দারুণ l

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য আলি ভাই।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধরণ এবং সুন্দর হয়েছে। ৯নং টি অচেনা অচেনা লাগে, যদিও আপনার বর্ণনায় পরিচিতি দেয়া আছে।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ভাই ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
মূলতো বাগানের বেড়া হিসেবে এই ৯ নং গাছটির ব্যবহার বেশী হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.