নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট ফিফটিন]

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৬

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..


০১ : পিটুনিয়া

Common Name : Petunia
Scientific Name : Petunia hybrida (সম্ভবতো)

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং





০২ : স্বর্ণঝিন্টি

অন্যান্য ও আঞ্চলিক নাম : কন্টঝাঁটি, কন্টঝিঁন্টি পীতঝিন্টি, বজ্রদন্তি, ময়নাকাঁটা, হলুদ ঝাঁটি, কুরান্তিকা, কুরানটা, ভাইফোঁটা।
Common Name : Porcupine Flower, Barleria, Yellow Hedge Barleria, Yellow Barleria, Yellow nail dye, Thorny nail dye, ommon yellow nail dye ।
Scientific Name : Barleria prionitis
সংস্কৃত নাম : সৌরেয়ক, সহচর, সৈরেয়, কিঙ্কিরাতক, দাসী, সহচর, ঝিন্টি, শৈরিক, মৃদুকণ্টক

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং





০৩ : হলি ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : ষ্টার জুঁই, মাছি জুঁই, শুচি জুঁই, খৈ ফুল ।
Common Name : Azota Caballo, Dwarf Holly, Miniature Holly, Singapore Holly ।
Scientific Name : Malpighia Coccigera

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং





০৪ : শ্বেত কন্টকরী

অন্যান্য ও আঞ্চলিক নাম : কন্টকরী, কংটকরী, কন্টকারী কন্টিকারী, কাঁটাবেগুন, শ্বেতরাঙানি, বিষফল, শ্বেতকণ্টকারি, কণ্টালিকা, কণ্টকিনী, নিদিন্ধিক, দুঃস্পর্শ, ধাবনী, ক্ষুদ্রা, ব্যান্ত্রী, দুষ্পধর্ষিণী, সিতা, ক্ষুদ্রা, চজহাস, লক্ষ্ণণা, ও স্বেদদূষিকা, (মতান্তরে ক্ষেত্রদুতিকা), কণ্টেলি, লঘু বাটাই, রিঙ্গনী, ভটকটীয়া, তৈলঙ্গে ব্ৰাকুড়িচেষ্ট্র রোবটীমূলঙ্গ, কণ্টমারিষ, রিঙ্গণী, ভুৰ্দরিঙ্গণী, ললুরিঙ্গণী, বেঠভোরিঙ্গণী, কর্ণাটে, জ্যান্থোকার পম। ।
Common Name : Sticky Nightshade, Bitter apple, Dense thorned bitter apple, Wild tomato
Scientific Name : Solanum sisymbriifolium

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং




০৫ : পারিজাত

অন্যান্য ও আঞ্চলিক নাম : কটকিংশুক, কণ্টকী, নিম্ববৃক্ষ, পারিভদ্র, পালতেমাদার, পালদেমাদার, পালিধামাদার, প্রভদ্রক, বুনো পলাশ, মন্দার, মাদার, মান্দর, রক্তপুষ্প ।
Common Name : Tiger's Claw, Indian Coral Tree, Coral Tree, Sunshine Tree, Lenten tree ।
Scientific Name : Erythrina variegata, Erithrina Indica.

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং





০৬ : আঁকর কাঁটা

অন্যান্য ও আঞ্চলিক নাম : আইহা গোটা, আনকোলাহ (সংস্কৃত)
Common Name : Sage Leaved Alangium,
Scientific Name : Alangium salviifolium

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং





০৭ : তেওড়া কাঁটা

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Twisted Acacia
Scientific Name : Acacia caesia

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং





০৮ : শ্বেতফুলি

অন্যান্য ও আঞ্চলিক নাম : শ্বেতফুলি (নেপালি), সূর্য কণ্টক ও ধূম্রপত্র (সংস্কৃত) ।
Common Name : Curved Lepidagathis, Incurva ।
Scientific Name : Lepidagathis incurva

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং







০৯ : কনকচূড়া

অন্যান্য ও আঞ্চলিক নাম : হলুদচূড়া, পিলা গুলমোহর, হলুদ গুলমহোর,
Common Name : Copperpod, Rusty shield-bearer, Copperpod, Golden Flamboyant, Yellow Flamboyant, Yellow Flame Tree, Yellow Poinciana ।
Scientific Name : Peltophorum pterocarpum

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৪/০৮/২০১৬ ইং





১০ : বাগানবিলাস

অন্যান্য ও আঞ্চলিক নাম : কাগজ ফুল।
Common Name : Bougainvillea, Puti Tai Nobiu
Scientific Name : Bougainvillea spectabilis

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪

ফয়সাল রকি বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর, চোখ জুড়িয়ে যায়।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ফয়সাল রকি ভাই ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি পোস্ট

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ছবি আপু।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭

মিরোরডডল বলেছেন: বাগানবিলাসের পর আর কোনকিছু যায়না । এই ফুলগুলো এতো বেশী সুন্দর !!!
পিটুনিয়া আর শ্বেত কন্টকরিও ভালো লেগেছে ।
সাদা ফুল আমার ভীষণ প্রিয় ।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে মিরোরডডল।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৪

কাবিল বলেছেন: ছবিগুলো সুন্দর। পিটুনিয়া গাছ গুলো বেশ বড়।
আমার পিটুনিয়া গাছে ফুল ধরা শুরু করছে।



২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা রইলো।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: ফুল গুলো চিনি। কিন্তু নাম জানতাম না। আজ নাম গুলোও জানলাম। ধন্যবাদ আপনাকে।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: এভাবেই জানা হতে থাকে,, চেনা হতে থাকে, ভালোবাসা জন্মায়।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

নিভৃতা বলেছেন: ভীষণ সুন্দর।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ! আপনার ছবিব্লগগুলো সব সময়ই সেরা হয়।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭

করুণাধারা বলেছেন: এই পারিজাত!! স্বর্গের ফুল!! এত অতি সাধারণ।

ছবি সবগুলো ভালো হয়েছে।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক চিনেছেন। অবশ্য শিউলি ফুলের আরেক নাম পারিজাত। তাছাড়া অনেকে সুপ্তি ফুলকেও পারিজাত বলে ভুল করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.