| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অন্ধিকা, অসুরা, ইন্দুকান্তা, ক্ষণদা, ক্ষপা, তামসী, তারকিণী, ত্রিযামা, নক্ত, নিঃসম্পাত, নিশা, নিশি, নিশিথিনী, নিশীথ, নিশুতি, বিভাবরী, যামবতী, যামিকা, যামিনী, যামী, রজনী, রাত্তির, রাত্রি, শমনী, শর্বরী যখন আসে চোখের সামনে তখন সব কিছু ভিন্ন রূপ ধারণ করে। ক্যামেরার চোখে তাই ধরে রাখার চেষ্টা।
আলোকসজ্জা
ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ।
ছবি তোলার তারিখ : ০২/০২/২০১৮ ইং
অগ্নিঝলক
ছবি তোলার স্থান : বিজগিড়ি, নেত্রকোনা।
ছবি তোলার তারিখ : ১৭/০২/২০১৩ ইং
লাইট ট্রেইল
ছবি তোলার স্থান : পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৮/০১/২০১৪ ইং
২০১৮ এর ডিসেম্বরের ৭ তারিখে নাগরিতে আমাদের পুকুর সেচে মাছ ধরার আয়োজন ছিল। ৬ তারিখ রাতে আমরা ৫ বন্ধু ছিলাম সেখানেই, তাবুতে। সন্ধ্যার আগেই ক্যাম্প ফায়ার আর কয়েকটা মশাল তৈরি করে জ্বালিয়ে দিয়েছিলাম। রাত ১০টা ১৯ মিনিটি তোলা এই ছবি।
কুয়াশা ও আলো
ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/০২/২০১৮ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে - 
অন্ধকারের আলো - ০১, অন্ধকারের আলো - ০২, অন্ধকারের আলো - ০৩, অন্ধকারের আলো - ০৪
অন্ধকারের আলো - ০৫, অন্ধকারের আলো - ০৬, অন্ধকারের আলো - ০৭, অন্ধকারের আলো - ০৮
অন্ধকারের আলো - ০৯, অন্ধকারের আলো - ১০, অন্ধকারের আলো - ১১, অন্ধকারের আলো - ১২
অন্ধকারের আলো - ১৩
=================================================================
 
১২ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়
২| 
১২ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: আমি নাইট ফোটোগ্রাফী একেবারেই পারি না। খুব কঠিন মনে হয়।
 
১২ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও খুব একটা পারি না। কিছু কিছু শিখেছি পড়ে, আর কিছু ইউটিউব দেখে। আপনিও দেখতে পারেন।
৩| 
১২ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি
 
১২ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৪| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:০৪
অজ্ঞ বালক বলেছেন: গরিব মানুষের ফোন দেখেই মনে হয় ছবি গুলো কিছুতেই লোড হল না  ![]()
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবির সাইজতো যথেষ্ট কমানো আছে। কি কারণে দেখতে পেলেন না বুঝতে পারলাম না।
৫| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সুন্দর। আগুনময় সুন্দর।
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন, ধন্যবাদ।
৬| 
০৬ ই ডিসেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৩৮
আমি সাজিদ বলেছেন: এখানের লাইট ট্রেইল এবং কুয়াশ ও আলো ছবি দুটো চমৎকার এসেছে।
 
০৬ ই ডিসেম্বর, ২০২০  রাত ১০:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: এই লাইট ট্রেইল ছবিটি আমার প্রথম প্রচেষ্টা।
 কুয়াশ ও আলো ছবিটি অনেকক্ষণ চেষ্টার পরে তোলার সুযোগ পেয়েছি।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:১৮
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ