নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের আলো - ০৩

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০১

অন্ধিকা, অসুরা, ইন্দুকান্তা, ক্ষণদা, ক্ষপা, তামসী, তারকিণী, ত্রিযামা, নক্ত, নিঃসম্পাত, নিশা, নিশি, নিশিথিনী, নিশীথ, নিশুতি, বিভাবরী, যামবতী, যামিকা, যামিনী, যামী, রজনী, রাত্তির, রাত্রি, শমনী, শর্বরী যখন আসে চোখের সামনে তখন সব কিছু ভিন্ন রূপ ধারণ করে। ক্যামেরার চোখে তাই ধরে রাখার চেষ্টা।

আলোকসজ্জা

ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/০২/২০১৮ ইং



আলোকসজ্জা

ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/০২/২০১৮ ইং



আলোকবিন্দু

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/১০/২০১৮ ইং



আলোক বাক্স তৈরির চেষ্টায় ৬ সেকেন্ট ধরে একটা ছবিকে নষ্ট করার ফলাফল।

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০৫/২০১৬ ইং




আলোক সেতু

ছবি তোলার স্থান : হারিতঝিল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০/০৮/২০১২ ইং





=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
অন্ধকারের আলো - ০১, অন্ধকারের আলো - ০২, অন্ধকারের আলো - ০৩, অন্ধকারের আলো - ০৪
অন্ধকারের আলো - ০৫, অন্ধকারের আলো - ০৬, অন্ধকারের আলো - ০৭, অন্ধকারের আলো - ০৮
অন্ধকারের আলো - ০৯, অন্ধকারের আলো - ১০, অন্ধকারের আলো - ১১, অন্ধকারের আলো - ১২
অন্ধকারের আলো - ১৩
=================================================================

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৮

রাফা বলেছেন: নাইস ক্লিক । লাইক ইট‘স। B

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

২| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১৯

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর ।

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৭

মা.হাসান বলেছেন:
ছবি বাম্পার হয়েছে। রাতের এত ভালো ছবি খুব একটা দেখি নি। রাতের বেলা ছবি তোলার অনেক চেষ্টা করেছি, খুব খারাপ আসে। অবশেষে উঠানের দোষের মতো ক্যামেরার দোষ বলে চেষ্টায় বিরতি দিয়েছি।

আলোর বাক্স বিষয়টা একটু কম বুঝলাম।

১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
রাতের ছবি তুলতে গেলে ক্যামেরার অটো মুডে কাজ হবে না। ম্যানুয়াল মুডে তুলতে হবে। নেট সামান্য খোজ করলেই অনেক লিংক পেয়ে যাবেন।
আলোরবক্স বিষয়টা না বুঝারই কথা।
আসলে ক্যামেরায় ছবি তুলতেতো সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময় লাগে। ঐ ছবিটার তোলার সময় আলোগুলো দেখে মনে হয়লো একটু অন্যরক কিছু করি। আলো দিয়ে চারকোনা বাক্স বানাই। ছোবিটা তুলেছি ৬ সেকেন্ড সময় নিয়ে। প্রথমবারের চেষ্টা বলে বাক্সগুলি ঠিকঠাক হয়নি।

৪| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
নাইট ফোটোগ্রাফি খুব কঠিন জিনিস।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: তেমন কিছু না। সেটিং চেঞ্জ করে কয়েকবার চেষ্টা করতে হয়।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

আমি সাজিদ বলেছেন: চমৎকার

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.