নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১২

নানান যায়গায় বেড়াবার সময় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট-বড় নানান ধরনের নবাব-জমিদার-ব্যবসায়ী-বনিক-বাবু-ঠাকুরদের শত-শত বাড়ি ঘর দেখার সুযোগ আমার হয়েছে। তাদের কিছু ছবিও তুলেছি নানান সময়ে। বাংলার জমিদার বাড়ি সমগ্রের প্রতি পর্বে ৫টি করে জমিদার বাড়ির ছবি থাকবে, আর কিছু না।


০১৬ : ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি

কুরআন- এর প্রথম বাংলা অনুবাদক হিবেসে অধিক পরিচিত ব্রাহ্মধর্মাবলম্বী ভাই গিরিশচন্দ্র সেন।

ছবি তোলার স্থান : পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
GPS coordinates : 23°53'22.5"N 90°39'50.1"E
ছবি তোলার তারিখ : ২৪/০২/২০১৭ ইং


=================================================================


০১৭ : সুদন সাহার বাড়ি

ধারনা করা হয় ডাংগা জমিদার লক্ষণ সাহার কোন শরিকদের হবে এই বাড়ি, অথবা লক্ষণ সাহার অধিনস্থ কোন কর্মচারীরও বাড়ি হতে পারে এটি।

ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, নরসিংদী, বাংলাদেশ।
GPS coordinates : 23°53'59.4"N 90°35'36.7"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং


=================================================================

০১৮ : উদ্ধব সাহার বাড়ি

ডাংগা জমিদার লক্ষণ সাহার সাথে কোনো যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে মনে হয়।

ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, নরসিংদী, বাংলাদেশ।
GPS coordinates : 23°54'00.8"N 90°35'50.3"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং


=================================================================


০১৯ : সদরউদ্দিন ভূঁইয়া বাড়ি

বাড়িটি সম্পর্কে কোনো তথ্য আমার জানে নেই।

ছবি তোলার স্থান : রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
GPS coordinates : 23°56'00.1"N 90°45'32.2"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং


=================================================================


০২০ : পাকুটিয়া জমিদার বাড়ী (১)
Pakutia BCRG University Collage


ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'15.0"N 89°59'21.7"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং

ঊনবিংশ শতাব্দীর শুরুতে কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মন্ডল নামে একজন ধনাঢ্য ব্যাক্তি টাঙ্গাইল জেলার পাকুটিয়ায় এসে ইংরেজদের কাছ থেকে ক্রয় সূত্রে মালিক হয়ে পাকুটিয়ায় জমিদারী শুরু করেন।

তাঁর ছিল দুই ছেলে বৃন্দাবন ও রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ ছিলেন নিঃসন্তান এবং বৃন্দাবন চন্দ্রের ছিল তিন ছেলে। এরা হলেন- ব্রজেন্দ্র মোহন, উপেন্দ্র মোহন ও যোগেন্দ্র মোহন। বৃন্দাবনের মেজছেলে উপেন্দ্রকে তাঁর কাকা নিঃসন্তান রাধা গোবিন্দ দত্তক নেন।

০২০ : পাকুটিয়া জমিদার বাড়ী (২)
Pakutia Zamindar Bari


ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'15.8"N 89°59'19.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং

১৯১৫ সালের ১৫ই এপ্রিল প্রায় ১৫ একর এলাকা জুড়ে তিন ভাইয়ের নামে উদ্ভোদন করা হয় একই নকশার পর পর তিনটি প্যালেস বা অট্টালিকা। তখন জমিদার বাড়িটি তিন মহলা বা তিন তরফ নামে পরিচিত ছিল।


০২০ : পাকুটিয়া জমিদার বাড়ী (৩)
Pakutia Zamindar Bari


ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'15.8"N 89°59'16.9"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং

প্রতিটি জমিদার বাড়ীর মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলংকরণে কারুকার্য মন্ডিত পূর্ণাঙ্গ দুই সুন্দরী নারী মূর্ত্তি এবং সাথে এক মূয়ূর সম্ভাষণ জানাচ্ছে অথিতিকে। এছাড়া দ্বিতীয় তলার রেলিং টপ বা কার্নিশের উপর রয়েছে পাঁচ ফুট পর পর বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্ত্তি।

জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ আর মাঠের মাঝখানে রয়েছে টিনের তৈরি দ্বিতল নাচঘর।

তিন ভাই নিজেদের প্যালেস তৈরীর পর ১৯১৬ খ্রিঃ তাঁরা তাঁদের পিতা বৃন্দাবন এবং কাকা রাধা গোবিন্দের যৌথ নামে বৃন্দবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় (বিসিআরজি) প্রতিষ্ঠা করেন।

দেশ বিভাগের পরে তৎকালীন সরকার কর্তৃক পুরো সম্পদ অধিগ্রহণের পর ১৯৬৭ সালে এই সম্পদের উপর গড়ে তোলা হয় বিসিআরজি ডিগ্রী কলেজ।


=================================================================
=================================================================

হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ

=================================================================
আরো দেখুন -
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ

আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬


আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


=================================================================
মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস
সিলেট ভ্রমণ : হযরত শাহজালাল ও শাহপরান দরগাহ, চাষনী পীরের মাজার, বিছনাকান্দি, লালাখাল, জাফলং, হরিপুর পরিত্যাক্ত গ্যাস ফিল্ড
শ্রীমঙ্গল ভ্রমণ : লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক,
খাগড়াছড়ি ভ্রমণ : আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, শতবর্ষী বটগাছ, ঝুলন্ত সেতু, অপরাজিতা বৌদ্ধ বিহার
রাঙ্গামাটি ভ্রমণ : সুভলং ঝর্ণা ও কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবাড়ি ও রাজবন বিহার
বান্দরবান ভ্রমণ : নীলগিরি, শৈলপ্রপাত, নীলাচল, মেঘলা, স্বর্ণ মন্দির
কক্সবাজার ভ্রমণ : রঙ্গীন মাছের দুনিয়া, আগ্গ মেধা ক্যাং, বিজিবি ক্যাম্প মসজিদ, ভুবন শান্তি ১০০ সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি, রামু কেন্দ্রীয় সীমা বিহার, রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, ইনানী সৈকত, টেকনাফ সৈকত, মাথিনের কুপ, টেকনাফ জেটি, সেন্টমার্টিন, ছেড়া দ্বীপ
নারায়ণগঞ্জ ভ্রমণ: ১নং ঢাকেশ্বরী দেব মন্দির, টি হোসেন বাড়ি, কদম রসুল দরগাহ, সোনাকান্দা দূর্গ, হাজীগঞ্জ দূর্গ, বাবা সালেহ মসজিদ, বন্দর শাহী মসজিদ, সিরাজ শাহির আস্তানা, কুতুববাগ দরবার শরিফ, বালিয়াপাড়া জমিদার বাড়ী, পালপাড়া মঠ, বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি, মহজমপুর শাহী মসজিদ
দিনাজপুর ভ্রমণ: রতনপুর জমিদার বাড়ি বা রখুনি কান্ত জমিদার বাড়ি, স্বপ্নপুরী, কাঠের সেতু, সীতাকোট বিহার
=================================================================

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: ঢাকার অদূরে দোহার, নবাবগঞ্জ এর কাছে কলাকোপা নামে একটি জায়গায় এমন অনেক জমিদার বাড়ি পাবেন । ওর আসে পাশে আমার দেশের বাড়ি । ছোটবেলায় অনেক গিয়েছি । ওখানে খেলারাম দাদার বাড়ি নামে একটা বাড়ি আছে ও অনেক গল্পও আছে সেটা নিয়ে । সেটি ছিল আমাদের ছোটবেলার প্রধান আকর্ষণ । এখন অবশ্য সেই বাড়ি আগের মত নেই । মেরামত ও রঙ করে তাঁর চেহারা পুরোই বদলে ফেলা হয়েছে তবে অন্যান্য বাড়ি গুলো ঠিক আছে হয়তো ।

২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
ঐ এলাকায় অনেক গুলি পুরনো ভবন, মন্দির আছে। আপনি কতো গুলি দেখেছেন জানি না।
আমার দেখার তালিকা দিচ্ছি -
বড়ইখালি মঠ
চুড়াইন পুরানো ভবন - ১
চুড়াইন পুরানো ভবন - ২
চুড়াইন পুরানো ভবন - ৩
পুরানো ভবন
কলাকুপা পুরানো ভবন - ১
আন্ধার কোঠা
কলাকুপা পুরানো ভবন - ২
কলাকুপা পুরানো ভবন - ৩
Shoshi Mohon Goyanath Saha বাড়ি
আদনান প্যালেস
কলাকুপা পুরানো ভবন - ৪
কলাকোপা আনসার ক্যাম্প
কলাকুপা পুরানো ভবন - ৫
জজ বাড়ি
উকিল বাড়ি
কোকিল পেয়ারী জমিদারবাড়ি
কোকিল পেয়ারী জমিদার বাড়ি জোড়ামন্দির
আনন্দ কুঠির
Our Lady of the Holy Rosary Church
হাসানাবাদ পুরানো ভবন - ১
নতুন বান্দুরা ভাঙা মসজিদ
সাহেব বাড়ি / বক্তকনগর জমিদার বাড়ি
সাহেব বাড়ি জামে মসজিদ / বক্তকনগর জমিদার বাড়ি মসজিদ
Fatema Rani Church
জয় কৃষ্ণপুর জমিদার বাড়ি
জয় কৃষ্ণপুর জমিদার বাড়ি মঠ
এর বাইরে যদি কিছু থাকে তাহলে জানাবেন দয়া করে। সময়-সুযোগ হলে দেখেনিবো।

২| ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর পোষ্ট দিলেন।
বিক্রমপুরে বেশ কিছু জমিদার বাড়ি আছে। এমন কি আমাদের বাড়িটাও জমিদার বাড়ি। বহু পুরানো দোতলা বাড়ি। দেখলে আপনার ভালো লাগবে।

২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভাই। এই সিরিজে অনেকদিন পর অবশ্যই।
বিক্রমপুরে এলাকায় গিয়েছি দেখতে। সময় মতো সেগুলিও পোস্ট করবো।
আপনার জানাগুলির একটা তালিকা দিলে আমার দেখা গুলির সাথে মিলিয়ে নিতে পারতাম।
এর আগেও আপনার বাড়ির কথা শুনেছি। একটা ছবি দিলে খুশী হতাম। আর সম্ভব হলে জিপিওস লোকেশনটা।
ভালো থাকবেন সব সময়।

৩| ২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩০

ক্ষুদ্র খাদেম বলেছেন: ভালো লেগেছে B-)

ইচ্ছা আছে ঐদিকটা ঘুরে দেখার :)

২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো

৪| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

মা.হাসান বলেছেন: জিপিএস লোকেশনটা দেয়ায় খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। সবগুলো স্থানই ঢাকার কাছাকাছি, কাজেই শুক্র-শনিবারে যেয়ে কাভার করা সম্ভব। আবার যদি কখনো স্বাভাবিক পৃথিবী দেখার সুযোগ হয় , তবে যাবার ইচ্ছে রাখি।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ৪টা একই রুটে। এক দিনে ঐগুলে ঘুরে দেখে আশেপাশে আরো কিছু পুরনো মন্দির, মঠ মসজিদ আছে। সেগুলিও দেখে নিতে পারবেন।
আবার স্বাভাবিক পৃথিবী দেখার অপেক্ষায় আমরা সকলেই।
শুভকামনা রইলো।
ভালো থাকবেন অহরহ।

৫| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৪

মেহবুবা বলেছেন: সদরউদ্দিন ভুইয়ার ভাড়ি রায়পুরার কোন গ্রাম এ ।
আপনার ব্লগে আমাকে আসতেই হবে।
অনেক দিন পরে ব্লগে এসে অনেক কিছু নিয়ম মনে করতে পারছি না।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: 23°56'00.1"N 90°45'32.2"E
উপরের GPS coordinates টা কপিকরে গুগল ম্যাপে দিলেই সঠিক অবস্থানটা দেখতে পাবেন। গ্রামের নাম আমার জানা নাই।

৬| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:

৭| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: গিরিশচন্দ্র সেনের বাড়ি এই প্রথম দেখলাম ।
চমৎকার পোষ্ট ।

২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: পাড়িটি ভেঙ্গেচুড়ে নষ্ট হয়ে গিয়েছিলো।
সম্ভবতো ভারতিয় হাইকমিশনারের উদ্দোগে, তাদের মাধ্যমেই বাড়িটিকে রিইনোভেমন করা হয় আদি রূপে।
আসল বাড়িটির একটি দেয়ালের অংশ বিশেষ (দক্ষিণ-পশ্চিম কোনায়) দেখার জন্য রেখে দিয়েছি।

৮| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: কুরআন এর প্রথম বাংলা অনুবাদক হিসেবে অধিক পরিচিত ভাই গিরিশচন্দ্র সেন....

গিরিশচন্দ্র সেন বাংলায় কুরআনের প্রথম অনুবাদক নন, সর্বপ্রথম বাংলা ভাষার কুরআন আংশিক অনুবাদ করেন মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া ১৮০৮ সালে। এরপর বাংলা ভাষায় কুরআন পুর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নঈমুদ্দীন ১৮৩৬ সালে। অন্যদিকে ১৮৮৬ সালে গিরিশচন্দ্র সেন কোরআন অনুবাদ করেন।
সূত্রের জন্য আল কুরআন অ্যাকাডেমি লন্ডন থেকে প্রকাশিত আল কুরআন এর সহজ সরল অনুবাদের ভূমিকা দেখতে পারেন। ওইটা নির্ভরযোগ্য।

এ ধরনের স্থাপনাগুলো রক্ষার জন্য আলাদা করে মনযোগ দেয়া দরকার। আমাদের দুর্ভাগ্য যে এ রকম ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলো অযতনে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যশোরেও বেশ কিছু পুরানো মন্দির এবং স্থাপনা আছে, যেগুলোও জীর্ণ অবস্থায় রয়েছে।

ভালো থাকবেন।

২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।
কোরআনের অনুবাদের বিষয়ে প্রথম ব্যাক্তি হিসেবে আজ পর্যন্ত ভাই গিরিস চন্দ্রের নামই শুনে এসেছি।
আপনি যাদের কথা বললেন তাদের অনুবাদের কোনো কপি কি আছে??

প্রাচীন স্থাপত্যগুলির বিষয়ে আমরা সব সময়ই উদাসীন। কারো নজর দেয়ার দায় নেই। নষ্টের দল সব দখল করে নিচ্ছে।

৯| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:০৮

ওমর ফারুক কোমল বলেছেন: কি দেখাইলেন ভাই। কান্নায় বুক ভেসে যাচ্ছে। যেখানে এগুলো সরকারি হেফাজতে সহি সালাহমতে থাকার কথা ছিল, সেগুলোর আজ কী বেহার দশা!

২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, সরকারী ভাবে কতোগুলিকে কিছু কিছু সংস্থাকে দেয়া হয়েছে। সেগুলিতে সাধারনরে ঢোকা নিষেধ।
কিছু কিছু আবার নামে এনামে দক্ষল করা।
কিছু আবার অন্য প্রতিষ্ঠান দখল করে রেখেছে।
আমরা এমনই।

১০| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: পঞ্চম পর্বটা দেখার টানে টানেই এই পর্বে চলে এলাম। প্রাচীন সুন্দর স্থাপত্য দেখার সাথে সাথে অতিরিক্ত পাওনা কোরআন শরীফের বাংলা অনুবাদের ক্ষেত্রে অজানা সূত্র।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা নিয়েন।

২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।
আপনার আগ্রহ তৈরি করতে পেরে এই সিরিজ স্বার্থক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.