নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট সেভেনটিন]

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৬

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..
১। ফুলের নাম : নাগেশ্বর

অন্যান্য ও আঞ্চলিক নাম : নাগেশ্বর চাঁপা, নোক্তে (আসামী), নাগচম্পা (হিন্দি), নাগমুস্ক (আরবী) নাগকেশরক, নাগ, চাম্পেয়, কেশর, গজ।
Common Name : Poached Egg Tree, Iron Wood Tree, Cobra Saffron, Ceylon Ironwood, Indian Rose Chestnu.
Scientific Name : Mesua ferrea

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং




২। ফুলের নাম : Bell flower

অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নাই।
Common Name : Canterbury bells, bell flower
Scientific Name : Campanula medium

ছবি তোলার স্থান : কাশ্মির, ভারত।
ছবি তোলার তারিখ : ২৮/০৫/২০১৫ ইং




৩। ফুলের নাম : কাশ ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : সুকাণ্ড, কাশেক্ষু, ইষীক, শ্বেতপুষ্পক, ইক্ষারিকা, ক্ষুকাশ ও ইক্ষুরস।
Common Name : Wild Sugarcane, Kans grass
Scientific Name : Saccharum spontaneum

ছবি তোলার স্থান : পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৯/১০/২০১৪ ইং




৪। ফুলের নাম : শ্বেতদ্রোণ

অন্যান্য ও আঞ্চলিক নাম : কাউনশিশা, কানশিশা, কুম্ভযোনিকা, কুম্ভা, কুরুম্বা, ক্ষবপত্রী, ঘলঘসে, চিত্রপত্রিকা, ছোট হালকুশা, ডুলফি, ডোলকলস, দলকলস, দেবদ্রোণ, দোরকলস, দ্রোণপুষ্প, দ্রোণপুষ্পী, দন্ডকলস, দ্রোণা, ধুবরি, ধুরপশাক, ধুলফি, ফলেপুষ্পা, সুপুষ্পা, হলকসা।
Common Name : Wite Verticillal, Thumbai, Common Leucas.
Scientific Name : Leucas aspera

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৫। ফুলের নাম : ফাল্গুনমঞ্জরী

অন্যান্য ও আঞ্চলিক নাম : ফাল্গুনীমঞ্জরী, সারাঙ্গা, শারঙ্গ, গিরিপুষ্প ।
Common Name : Mexican lilac, Forest Lilac, Mother of cocoa, Quickstick, Spotted Gliricidia, Gliricidia, Tree Of Iron, Glory Cedar, Madre Tree, The Spotted Gliricidia, Dormouse Destroyer Tree.
Scientific Name : Gliricidia sepium

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৬। ফুলের নাম : ঘোড়ানিম

অন্যান্য ও আঞ্চলিক নাম : গোরানিম, কাউয়ানিম, মহানিম, পুমা, পোয়া, কেটথা, পবনেষ্ট, পর্ব্বত, কার্মুক, বিষমুষ্টিক, রম্যক, গিরিক, দ্রেক, ক্ষীর, কেশমুষ্টিক, কৈবর্ত্ত, শাকশাল, গিরিপত্র, সুপার্শ্বক, মহানিম্ব, বকায়ন, গর্ব্বতনিম্ব।
Common Name : Chinaberry, Pride of India, Bead-tree, Cape lilac, Syringa berry tree, Persian lilac, Indian lilac, Texas umbrella, Umbrella tree, Umbrella cedar, White cedar, Ceylon cedar, Ceylon mahogany, Syringa.
Scientific Name : Melia azedarach

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৭/০৩/২০১৮ ইং




৭। ফুলের নাম : সূর্যমুখী

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Sunflower
Scientific Name : Helianthus annuus

ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং




৮। ফুলের নাম : বাগানবিলাস

অন্যান্য ও আঞ্চলিক নাম : কাগজ ফুল।
Common Name : Bougainvillea, Puti Tai Nobiu
Scientific Name : Bougainvillea spectabilis

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৯। ফুলের নাম : রাজ অশোক

অন্যান্য ও আঞ্চলিক নাম : উর্বশী, সোকরে, মিয়ানমার ফুল
Common Name : Pride of Burma, Orchid tree, Tree of heaven
Scientific Name : Amherstia nobilis

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০১৯ ইং




১০। ফুলের নাম : চন্দ্রপ্রভা

অন্যান্য ও আঞ্চলিক নাম : হলদে চন্দ্রপ্রভা, সোনাপাতি, স্বর্ণপাতি, হৈমন্তী, ফাগুন বউ (রবীন্দ্রনাথ ঠাকুর)। ঘন্টি ফুল ও গৌরিচৌরি (মারাঠী), ঘট পুষ্প (নেপাল)।
Common Name : Yellow bells, Yellow trumpet, Yellow-Elder, Yellow Trumpet Flower, yellow trumpetbush, Trovadora, Trumpet Flower ।
Scientific Name : Tecoma stans

ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: বরাবরের মতোই দারুণ লাগলো++

ছবি সহ ফুল সংক্রান্ত বইয়ের নাম এবং কোথায় পেতে পারি, বলতে পারেন ভাই?

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্য আর মতামতরে জন্য।

ছবি সহ ফুল সংক্রান্ত বইয়ের নাম এবং কোথায় পেতে পারি, বলতে পারেন ভাই?
জ্বী পারি।
রকমারিতে পাবেন। আলাদা করে অন্য কোথাও খুজতে যাবার দরকার নাই।
https://www.rokomari.com/book/category/635/বাংলাদেশের-পরিবেশ-ও-প্রকৃতি

২| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩০

মীর আবুল আল হাসিব বলেছেন: খুব ভালো লাগলো। ছবিগুলো কি আপনি নিজে তুলেছেন?

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: কেনো ভাই?? সন্দেহ কেনো??
পোস্টের শুরুতেই বলেছি ছবিগুলি আমার তোলা।

৩| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫

নেওয়াজ আলি বলেছেন: অনুপম, অতুলনীয়

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৪| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০

জুন বলেছেন: আমার মোবাইলে তোলা সন্ধ্যা মালতী :)

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর, খুব সুন্দর।
আমিও কয়েকটি ছবি তুলেছি রাতে, মোবাইলে।

৫| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ছবি তোলার হাত খুব সুন্দর।
চমৎকার ছবি ব্লগ।

শুভেচ্ছা নিয়েন।

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য আর মতামতের জন্য অশেষ ধন্যবাদ।
ভালো থুকুন অহরহ।

৬| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪

নতুন বলেছেন: চমতকার +++

খুবই সুন্দর হইছে।

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।

৭| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: আমার নেট স্লো। ফুলের ছবি গুলো দেখতে পারছি না।

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিগুলির সাইজ খুব বেশী না। পরে হয়তো দেখতে পাবেন।

৮| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৯

সোহানী বলেছেন: ক্যামারায় হাজার খানে ফুলের ছবি বন্দী। কোনভাবেই এক করে পোস্ট দেবার সময় পাচ্ছি না :(

ফুলের ছবিতে সুপার লাইক।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: এখনো হাতে মেলা সময়। সুযোগ করে পোস্ট করতে শুরু করেন।

৯| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০২

কাবিল বলেছেন: ফুলের প্রতি আমার দুর্বলতা আছে। আমি নিজেও ফুলের বাগান করি, কিন্তু সব ফুলের নাম জানি না। বিশেষ করে পথ ফুল বা ঝোর জংগলের ফুলের নাম। আমি যদি ফুলের ছবি দিয়ে নাম জানতে চাই, বলবেন কি?

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও ফুল, গাছ, প্রকৃতি পছন্দ করি। কিন্তু আমার কোনো বাগান নেই।
আমি মোটামুটি কিছু ফুলের নাম জানি।
আপনি ছবি দিলে অবশ্যই নাম জানানোর চেষ্টা করবো আনন্দের সাথে।
ভালো থাকবেন।

১০| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৭

কুমার কৃষ্ণ রায় বলেছেন: খুব ভাল লাগলো

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: পাগলা সাহেব, আপনে নামে পাগলা কিন্তু, কামে অস্থির :D

দারুণ সব ছবি !:#P

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: পাগলামী কাজ তো তাই অস্থির।
শুকরিয়া।

১২| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৪

মীর আবুল আল হাসিব বলেছেন: লেখক বলেছেন: কেনো ভাই?? সন্দেহ কেনো??
পোস্টের শুরুতেই বলেছি ছবিগুলি আমার তোলা।
নিচের এই এফবি গ্রুপ এ আমি এড আছি। হুবুহু আপনার মত সব ছবি দিয়ে ভর্তি



২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাই আমি গ্রুপটাতে সামান্য খুঁজে দেখেছি। আমার কোনো ছবি দেখানে পাইনি।
যদি পারেন কোনো একটা ছবির লিংক দেন যেটা আমার এই ছবির সাথে মেলে।

১৩| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৫

মীর আবুল আল হাসিব বলেছেন: Click This Link

এই লিঙ্কে যান ।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: সরি খুজে পেলাম না আমার কোনো ছবি।

১৪| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩১

মীর আবুল আল হাসিব বলেছেন: যদি পারেন কোনো একটা ছবির লিংক দেন যেটা আমার এই ছবির সাথে মেলে

স্পেসিফিক লিঙ্ক দিলে তা হাইড হয়ে যাচ্ছে।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: তাহলে ছবিটাই দেন মন্তব্যের ঘরে।

১৫| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৪

মীর আবুল আল হাসিব বলেছেন:

১৬| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৭

মীর আবুল আল হাসিব বলেছেন: পেছনের ঘাস বাদ দিলে বেশ মিল পাওয়া যায়।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সেরেছে।
এটা আমার তোলা ছবিটাই। শুধু সামান্য ক্রোপ করেছে।
আমার সব ছবিতেই "মরুভূমির জলদস্যু" জলছাপ দেয়া থাকে।
শুধু এই ছবিটাতেই কোনো ভাবে মিস হয়েছে। আর এই ছবিটাই সে কপি করেছে!!
বিষয়টা কেমন যেনো ঠেকছে।
আরো কোনো ছবি কি আছে?
ঐ ব্যাক্তির ফেসবুক আইডিটা দিতে পারেন, কৃতজ্ঞতা রইলো।

১৭| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: হুম, এখন দেখলাম ফুলের ছবি গুলো।
সব গুলো ছবিই সুন্দর। ফুলের ছবি মনকে আনন্দ দেয়।

২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে দ্বিতীয় কার দেখার চেষ্টা করায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.