নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট এইটটিন]

০৩ রা মে, ২০২০ রাত ৯:২৬

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : রক্তকাঞ্চন

অন্যান্য ও আঞ্চলিক নাম : কাঞ্চনার, কাঞ্চনক, পাকারি, রক্তপুষ্পক, লালকাঞ্চন
Common Name : Orchid tree, Camel's foot tree, Kachnar, Mountain ebony, Red flowered bauhinia, Napoleon's hat, Paper mulberry, Poor man's orchid, Variegated orchid tree.
Scientific Name : Bauhinia variegata / Phanera variegata

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং




২। ফুলের নাম : কাশ ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : সুকাণ্ড, কাশেক্ষু, ইষীক, শ্বেতপুষ্পক, ইক্ষারিকা, ক্ষুকাশ ও ইক্ষুরস।
Common Name : Wild Sugarcane, Kans grass
Scientific Name : Saccharum spontaneum

ছবি তোলার স্থান : পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৪/০৯/২০১৮ ইং




৩। ফুলের নাম : কাঠগোলাপ

অন্যান্য ও আঞ্চলিক নাম : গুলঞ্চচাঁপা, কাঠচাঁপা, কাঠচাম্পা, গৌরচাম্পা, গরুড়চাঁপা, গোলকচাঁপা, গবুবীয় চাঁপা, গোলাঞ্জবাহার, গুলাচি, গোলাইচ, চালতাগোলাপ।
Common Name : Frangipani, Plumeria, Calachuchi, Kalachuchi, Sacuanjoche
Scientific Name : Plumeria / Plumeria rubra (সম্ভবত)

ছবি তোলার স্থান : নুহাশ পল্লী, গাজীপুর।
ছবি তোলার তারিখ : ৩১/০৮/২০১২ ইং




৪। ফুলের নাম : লতা পারুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : পারুল লতা, নীল-পারুল, রসুন্ধি, রসুন্ধি-লতা, নীলঘণ্টা।
Common Name : Garlic Vine, Wild Garlic, Amethyst Vine, Fake garlic, False garlic, Purple garlic.
Scientific Name : Mansoa alliacea

ছবি তোলার স্থান : ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ।
ছবি তোলার তারিখ : ০৮/১২/২০১৭ ইং




৫। ফুলের নাম : কসমস

অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নাই।
Common Name : Cosmos, Garden Cosmos,r Mexican aster.
Scientific Name : Cosmos bipinnatus

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০১৮ ইং




৬। ফুলের নাম : বেগুনী শাপলা

অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নাই।
Common Name : জানা নাই।
Scientific Name : জানা নাই।

ছবি তোলার স্থান : মাধবপুর লেক, মৌলভীবাজার, সিলেট।
ছবি তোলার তারিখ : ১৯/১০/২০১৪ ইং




৭। ফুলের নাম : গাঁদা

অন্যান্য ও আঞ্চলিক নাম : গন্ধা, গেন্ধা, গেনদা
Common Name : African Marigold, American Marigold
Scientific Name : Tagetes erecta

ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর।
ছবি তোলার তারিখ : ২৪/১২/২০১৭ ইং




৮। ফুলের নাম : রুদ্রপলাশ

অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নাই।
Common Name : African Tulip, Flame of the Forest, Squirt Tree, Fountain Tree, Nile Flame, Nandi Flame, Uganda Flame, African Tulip Tree
Scientific Name : Spathodea campanulata

ছবি তোলার স্থান : ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ।
ছবি তোলার তারিখ : ০৮/১২/২০১৭ ইং




৯। ফুলের নাম : রক্তকাঞ্চন

অন্যান্য ও আঞ্চলিক নাম : কাঞ্চনার, কাঞ্চনক, পাকারি, রক্তপুষ্পক, লালকাঞ্চন
Common Name : Orchid tree, Camel's foot tree, Kachnar, Mountain ebony, Red flowered bauhinia, Napoleon's hat, Paper mulberry, Poor man's orchid, Variegated orchid tree.
Scientific Name : Bauhinia variegata / Phanera variegata

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




১০। ফুলের নাম : গাঁদা

অন্যান্য ও আঞ্চলিক নাম : গন্ধা, গেন্ধা, গেনদা
Common Name : African Marigold, American Marigold
Scientific Name : Tagetes erecta

ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর।
ছবি তোলার তারিখ : ২৪/১২/২০১৭ ইং

=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
১০টি ফুলের ছবি - ০১
১০টি ফুলের ছবি - ০২
১০টি ফুলের ছবি - ০৪
১০টি ফুলের ছবি - ০৫
১০টি ফুলের ছবি - ০৬
১০টি ফুলের ছবি - ০৭
১০টি ফুলের ছবি - ০৮
১০টি ফুলের ছবি - ০৯
১০টি ফুলের ছবি - ১০
১০টি ফুলের ছবি - ১১
১০টি ফুলের ছবি - ১২
১০টি ফুলের ছবি - ১৩
১০টি ফুলের ছবি - ১৪
১০টি ফুলের ছবি - ১৫
১০টি ফুলের ছবি - ১৬
১০টি ফুলের ছবি - ১৭

আগামী পর্বে আরো ১০টি ফুলের ছবি নিয়ে হাজির হবো।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২০ রাত ৯:৩৬

নতুন বলেছেন: সুন্দর +++

০৩ রা মে, ২০২০ রাত ১০:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা মে, ২০২০ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


ছবিগুলো পরিস্কার হয়েছে

০৩ রা মে, ২০২০ রাত ১০:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য

৩| ০৩ রা মে, ২০২০ রাত ৯:৪৭

সাইন বোর্ড বলেছেন: চমৎকার !

০৩ রা মে, ২০২০ রাত ১০:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য

৪| ০৩ রা মে, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ঝকমক করছে।

০৩ রা মে, ২০২০ রাত ১০:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য

৫| ০৩ রা মে, ২০২০ রাত ১০:৩৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর

০৩ রা মে, ২০২০ রাত ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৬| ০৩ রা মে, ২০২০ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: অতি চমৎকার! ছবিগুলো যে সুন্দর, তার জন্যেই শুধু নয়, ফুলগুলোর পরিচিতি এবং ছবি তোলার স্থান ও তারিখ তুলে ধরার জন্যেও অশেষ ধন্যবাদ।
পোস্টে প্লাস, সেই সাথে পোস্টটিকে "প্রিয়" তে তুলে রাখলাম, বিশেষ করে পোস্টে দেয়া লিঙ্কগুলোর জন্য।

০৩ রা মে, ২০২০ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
প্লাস প্রদান আর প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা।

৭| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:২৩

নিয়াজ সুমন বলেছেন: সোজা প্রিয়তে। চোখ জুড়ানো ছবি!

০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুমন ভাই।

৮| ১০ ই মে, ২০২০ রাত ১২:১৮

আল-ইকরাম বলেছেন: ফূল গুলো দেখলাম। বেশ ভাল লাগলো। কাশ ফুল ও কাঠ গোলাপ বেশী ভাল লেগেছে। শুভেচ্ছা অগনিত।

১০ ই মে, ২০২০ সকাল ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.