নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট টুয়েন্টি]

২৭ শে মে, ২০২০ দুপুর ২:১৬

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : কসমস

অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নাই।
Common Name : Cosmos, Garden Cosmos,r Mexican aster.
Scientific Name : Cosmos bipinnatus

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/০৩/২০১৭ ইং




২। ফুলের নাম : ফুরুস (সাদা)

অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নাই।
Common Name : Crape myrtle, Crepe myrtle, Crepeflower,
Scientific Name : Lagerstroemia indica

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০৭/২০১৮ ইং




৩। ফুলের নাম : মণিমালা

অন্যান্য ও আঞ্চলিক নাম : তূমা, মিলেশিয়া
Common Name : Moulmein Rosewood, Millettia
Scientific Name : Millettia peguensis

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং




৪। ফুলের নাম : রক্ত কাঞ্চন

অন্যান্য ও আঞ্চলিক নাম : কাঞ্চনার, কাঞ্চনক, পাকারি, রক্তপুষ্পক, লালকাঞ্চন
Common Name : Orchid tree, Camel's foot tree, Kachnar, Mountain ebony, Red flowered bauhinia, Napoleon's hat, Paper mulberry, Poor man's orchid, Variegated orchid tree.
Scientific Name : Bauhinia variegata / Phanera variegata

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং




৫। ফুলের নাম : কলাবতী

অন্যান্য ও আঞ্চলিক নাম : সর্বজয়া
Common Name : saka siri, Indian shot, canna, bandera, chancle, coyol, platanillo
Scientific Name : Canna indica

ছবি তোলার স্থান : গুলশান, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৭ ইং




৬। ফুলের নাম : ফাল্গুনমঞ্জরী

অন্যান্য ও আঞ্চলিক নাম : ফাল্গুনীমঞ্জরী, সারাঙ্গা, শারঙ্গ, গিরিপুষ্প ।
Common Name : Mexican lilac, Forest Lilac, Mother of cocoa, Quickstick, Spotted Gliricidia, Gliricidia, Tree Of Iron, Glory Cedar, Madre Tree, The Spotted Gliricidia, Dormouse Destroyer Tree.
Scientific Name : Gliricidia sepium

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং




৭। ফুলের নাম : গোলাপি আমরুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : অম্লিকা, আংববতী, আমরুক, আমরুল, আমরুল শাক, ক্ষুদ্রাম্লী, চতুশ্ছদা, চাঙ্গেরী, চুকত্রিপাতি, চুকা শাক, চুক্রা, চুত্রিকা, চৌপতিয়া, চ্যাংদোলা, টক পাতা।
Common Name : Pink woodsorrel, Large-Flowered Pink Sorrel, lilac oxalis.
Scientific Name : Oxalis debilis

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০১৯ ইং




৮। ফুলের নাম : হলুদ অশোক

অন্যান্য ও আঞ্চলিক নাম : স্বর্ণ অশোক
Common Name : Yellow Ashoka and Yellow Saraca
Scientific Name : Saraca thaipingensis

ছবি তোলার স্থান : ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/১২/২০১৭ইং




৯। ফুলের নাম : পিঠেসরা

অন্যান্য ও আঞ্চলিক নাম : কণ্টকরেজী, করচ, করজ, করঞ্জ, করঞ্জক।, করঞ্জাভেদ, করুঞ্জ, কেঞ্জা, কেরাং, ঘূতপণক, চিরবিলু, চিরিবি, তিদিলা, নক্তমাল, নক্তাহব, পিঠাকাড়া, পিঠেওড়া,
Common Name : Milletia pinnata, Indian beech, Pongam oiltree
Scientific Name : Pongammia pinnata

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৩/০৪/২০১৭ ইং




১০। ফুলের নাম : ঘোড়া চক্কর

অন্যান্য ও আঞ্চলিক নাম : সুতাহারা, গোরাচাঁপা, সাপ-মনসা / গোড়াচক্র, মুর্বা, মুর্ভা, মুর্গা বা ঘোড়াচক্কর
Common Name : Snake plant, Mother-in-law's tongue, Viper's bowstring hemp.
Scientific Name : Sansevieria trifasciata

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০১৮ ইং


=================================================================

সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
১০টি ফুলের ছবি - ০১
১০টি ফুলের ছবি - ০২
১০টি ফুলের ছবি - ০৪
১০টি ফুলের ছবি - ০৫
১০টি ফুলের ছবি - ০৬
১০টি ফুলের ছবি - ০৭
১০টি ফুলের ছবি - ০৮
১০টি ফুলের ছবি - ০৯
১০টি ফুলের ছবি - ১০
১০টি ফুলের ছবি - ১১
১০টি ফুলের ছবি - ১২
১০টি ফুলের ছবি - ১৩
১০টি ফুলের ছবি - ১৪
১০টি ফুলের ছবি - ১৫
১০টি ফুলের ছবি - ১৬
১০টি ফুলের ছবি - ১৭
১০টি ফুলের ছবি - ১৮
১০টি ফুলের ছবি - ১৯
আগামী পর্বে আরো ১০টি ফুলের ছবি নিয়ে হাজির হবো।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ

২৭ শে মে, ২০২০ দুপুর ২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

২| ২৭ শে মে, ২০২০ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ফুল গুলো সুন্দর।

২৭ শে মে, ২০২০ বিকাল ৩:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে মে, ২০২০ বিকাল ৩:১৮

শেখ সাকিবুল ইসলাম বলেছেন: ভালো লেগেছে।

২৭ শে মে, ২০২০ বিকাল ৩:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ২৭ শে মে, ২০২০ বিকাল ৩:৫৮

নতুন বলেছেন: ফুল দেখে মন ভালো হয়ে যায়।

২৭ শে মে, ২০২০ রাত ৮:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৭ শে মে, ২০২০ রাত ৮:৩৩

মিরোরডডল বলেছেন: কসমস দেখে ছোটবেলার কথা মনে পড়লো । একসময় আমাদের বাসায় অনেক রকম কসমস ফুল ছিল । সাদা , হলুদ আর পার্পল

ক্রেপ মার্টল সম্ভবত জারুল । সাদা ফুল খুব সুন্দর ।

২৭ শে মে, ২০২০ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি বলেছে- ক্রেপ মার্টল সম্ভবত জারুল ।
না। এটি হচ্ছে ফুরুস। অনেকে চ্যারি ফুল বলে। অনেকে ভাবেন জারুল। আসলে ফুরুস।
ধন্যবাদ আবারও, ভালো থাকবেন।

৬| ২৮ শে মে, ২০২০ রাত ১:৩৯

ওমেরা বলেছেন: সুন্দর সুন্দর ফুল দেখলাম নামও জানলাম। ধন্যবাদ আপনাকে।

২৮ শে মে, ২০২০ দুপুর ২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।

৭| ২৮ শে মে, ২০২০ ভোর ৬:৫০

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর ১০টি ফলের ছবির সাথে তাদের পরিচয় দেখে ভাল লাগল ।

ফুল ফোটার আগে মিহি দাতের মত দেখতে কলাবতী ফুলের কুরির
হাসিতে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম
দিয়েছিলেন “সর্বজয়া”


শুভেচ্ছা রইল

২৮ শে মে, ২০২০ দুপুর ২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সর্বজয়া নামটাযে রবীঠাকুরের দেয়া তা জানা ছিলো না।
তথ্যটি জানানোর জন্য অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.