নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাখ-পাখালি - ০৩

১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫২

বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। তাদের ৫টি ছবি রইলো....

গাঙচিলেরা......

ছবি তোলার স্থান : বঙ্গোপসাগর, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১২ ইং



বুলবুলি

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং



ভাত শালিক

ইংরেজি নাম : Common myna, Indian myna
বৈজ্ঞানিক নাম : Acridotheres tristis
ছবি তোলার স্থান : বিমান বাহিনী জাদুঘর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/১২/২০১৮ ইং



কাক

কলিকাতার কানাই কর্মকারের কনিষ্ঠা কন্যা কাকলী কর্মকার, কপাল কুঞ্চিত করিয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কহিলো -
কাকা কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কালো কাক, কোকাইতে-কোকাইতে কোন কারণে কা-কা করে? কোন কালহইতে কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে? কাকেদের কাকা কে?
কেদার কাকা কহিলেন -
কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো? কোকিল কুহু কুহু করিলেও কাক কা-কা করিবেই, কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে। কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য। কাকেদের কাকা কোনো কালেই কেহনা।


ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং



মাছরাঙা / মাছরাঙ্গা
Kingfisher


ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ই



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাখ-পাখালি - ০১, পাখ-পাখালি - ০২, পাখ-পাখালি - ০৩, পাখ-পাখালি - ০৪, পাখ-পাখালি - ০৫
পাখ-পাখালি - ০৬, পাখ-পাখালি - ০৭, পাখ-পাখালি - ০৮, পাখ-পাখালি - ০৯ পাখ-পাখালি - ১০
পাখ-পাখালি - ১১, পাখ-পাখালি - ১২, পাখ-পাখালি - ১৩, পাখ-পাখালি - ১৪, পাখ-পাখালি - ১৫
পাখ-পাখালি - ১৬, পাখ-পাখালি - ১৭, পাখ-পাখালি - ১৮, পাখ-পাখালি - ১৯, পাখ-পাখালি - ২০
পাখ-পাখালি - ২১, পাখ-পাখালি - ২২, পাখ-পাখালি - ২৩, পাখ-পাখালি - ২৪, পাখ-পাখালি - ২৫
পাখ-পাখালি - ২৬

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৮

বিজন রয় বলেছেন: দারুন ব্যাপার!!
ছবি তুলে আবার স্থান-কালও মনে রেখেছেন।

অনেক ধন্যবাদ প্রাপ্য।

১৪ ই জুন, ২০২০ দুপুর ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক মনে রাখিনাই দাদা।
প্রতিটা ট্রিপেরই আলাদা আলাদা ফোল্ডার আছে, তাই..

২| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি সুন্দর।
বিশেষ করে সাদা কালো কাকের ছবিটা।

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন্য অশেষ ধন্যবাদ রইলো।

৪| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:১১

রোকনুজ্জামান খান বলেছেন:
মাসআল্লাহ ছবিটি ব্যাকগ্রাউন্ড স্থান পেল।

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: খান ভাই এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়।

৫| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: কমনীয়

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৬| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রত্যেকটি ছবি অসাধারণ। কাকার কাক যেন আমি। সুন্দর।+

১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য আর মতামতের জন্য অশেষ ধন্যবাদ।

৭| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:২১

মেঘশুভ্রনীল বলেছেন: প্রথমটি সম্ভবত খয়রামাথা গাঙচিল, Brown-Headed Gull, Scientific name: Chroicocephalus brunnicephalus
(আরেকটু ক্লোজ শট থাকলে ভালো হত)
দ্বিতীয়টি, বুলবুলি বা লাল-পুচ্ছ বুলবুলি, Red vented Bulbul, Scientific name: Pycnonotus cafer
পঞ্চমটি, ছোট মাছরাঙা, Common kingfisher, Scientific name: Alcedo atthis

১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: তথ্যগুলি শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৮| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



সবগুলি ছবিই সুন্দর হয়েছে।ছবির স্থান কালের কথা দেখে ভাল লেগেছে।
মশাখালী হতে তোলা মটকা গাছের ফুলের উপরে বসা পাখীর ছবিটা
খুবই ভাল লেগেছে। মনে পরে ছোটকালে আমাদের বাড়ীর পাকা
বড়ই (কুল)গাছের ডালে বসত বুলিপাখী। তাকে দেখে আমরা
গানের সুরে সুরে বলতাম ' বুলবুলিরে বুলবুলি তোর পুটকি
কেনে লাল,আল্লা তালা কইয়া দিছে আমার জন্য একখান
বড়ই ফাল' অমনিই টুক করে একটা দুইটা বড়ই পড়ত
নীচে।দেখেন একটি পাখীর ছবি স্মৃতকে কত পিছনে
নিয়ে যেতে পারে। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪ ই জুন, ২০২০ রাত ৮:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: শৈশবের স্মৃতি বিজরিত চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
ছড়াটা বেশ, আমরাও ছোট বেলায় কিছু ছড়া কাটতাম লাল পিছন দিক নিয়ে। এখন মনে পড়ছে না।

৯| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: মারাত্মক সুন্দর !!

১৫ ই জুন, ২০২০ রাত ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.