নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪

১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১১

সামান্য ঘুরে বেড়াবার ব্যারাম আছে আমার। বেড়ার সময় সুযোগ মতো স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবিও তুলে রাখি আমি। নানান সময় দেশে বা দেশের বাইরে দুই-একটি পাহাড়ি এলাকায় যাবার সুযোগ হয়েছে। সেই সব পাহাড়ি ছবি থেকে ৫টি ছবি রইলো এখানে।


দূর পাহাড়ের ডাক...

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং




একলা-একা....

ছবি তোলার স্থান : খাগড়াছড়ি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০১/২০১৪ ইং




চলন্ত গাড়ি থেকে তোলা চিরসবুজ পাহাড়ের এই ছবিটি।

ছবি তোলার স্থান : জাফলং, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/০৯/২০১১ ইং




অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ।
... কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।
... যদি তার দেখা পেতাম,
দামের জন্য আটকাতো না।।

----- সুনীল গঙ্গোপাধ্যায় -----

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং




মোঘল গার্ডেন

ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৮/০৫/২০১৫ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১
=================================================================

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১৬

নিয়াজ সুমন বলেছেন: চমৎকার সব দৃশ্য!
এমন সুন্দর দেখলে আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে না।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: তারপরেও শিকল ছাড়াই অদৃশ্য শিক সবদাই থাকে আমাদের পায়ের বেড়ি হয়ে।

২| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:২০

মোঃ খুরশীদ আলম বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর, অনেক ভাল লাগলো।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মোঃ খুরশীদ আলম ভাই আপনার মতামতের জন্য।

৩| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাহাড়ের কথা বললেই মনে পড়ে জাতীয় কবির চরণ
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ . . .

সত্যি সমুদ্র, পাহাড় আর দিগন্ত মানুষের মনকে খুবই অন্যরকম করে দেয়।

+++

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার বলেছেন প্রিয় বিদ্রোহী ভৃগু । অশেষ ধন্যবাদ আপনাকে।

৪| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সবকয়টি ছবিই।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ভাই আপনার মতামতের জন্য।

৫| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:০৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছবি তুলেছেন। ধন্যবাদ, ছবিগুলো এখানে শেয়ার করার জন্য।
১ ও ৪ নম্বর ছবিদুটো কাশ্মীরের কোন অঞ্চল থেকে তোলা হয়েছে?
২ নং ছবি ও ক্যাপশন, দুটোই খুব ভাল লেগেছে।
পোস্টে দ্বিতীয় ভাল লাগা + +।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই আপনার মতামতের জন্য।
১ ও ৪ নাম্বার ছবি দুটি শ্রীনগর থেকে সোনমার্গ-কারগিল হয়ে লাদাখ যাবার পথে সোনমার্গের আগে তোলা হয়েছে।
আবারও স্বাগত আর ধন্যবাদ জানাই আপনাকে।

৬| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:২৫

বিজন রয় বলেছেন: চমৎকার, +++++

ফুল বাদ দিয়ে পাহাড়ে গেলেন কেন?

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু পাহাড় না; খুঁজে দেখেন বন, নদী, সমুদ্র, ঝর্ণা, পুরাকীর্তি, মন্দির, মসজিদ সব কিছুতোই আমার আগ্রহ আছে।

৮| ১৬ ই জুন, ২০২০ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর দৃশ্য

১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ছবি আপু

৯| ১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৩৫

মিরোরডডল বলেছেন: অসাধারণ !!!
প্রিয় সবুজ পাহাড় আর নীলাকাশের মিতালী ।
লাস্ট ছবিতে কংক্রিট চলে আসছে । ওটা না হলে ভালো হতো ।

পাহাড় সিরিজটা বেস্ট :)

১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ন্যবাদ মন্তব্য আর মতামতরে জন্য।
আসলে শেষ ছবিটা পাহারের চাইতে গার্ডেনটাই বেশি উঠে এসেছে।

১০| ১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১১| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:০২

মিরোরডডল বলেছেন: সুন্দর পোষ্ট পড়ে যে একটা গান উপহার দিলাম :|

১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, গানের জন্যও অশেষ ধন্যবাদ রইলো। এই গান ভালো লাগেনা এমন মানুষ (তরুন-যুবক) খুব কম আছে।

১২| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।

১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

১৩| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুকরিয়া


ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৭ ই জুন, ২০২০ দুপুর ২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আপনার জন্যও শুভকামনা, ভাল থাকুন অহরহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.