নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এপিগ্রাম ইন “অচিনপুর” - হুমায়ূন আহমেদ

২১ শে জুন, ২০২০ রাত ১:১৬

হুমায়ূন আহমেদের বইগুলির সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা আমার কাছে মনে হয় তা হচ্ছে "এপিগ্রাম"। বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম লেখা আছে আমার কাছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল আজকের এই "অচিনপুর" উপন্যাসের এপিগ্রাম সমুহ।




১। শিল্পীরা সব সময়ই শিশুদের আকর্ষণ করে।


২। ভয়টা বহুলাংশে সংক্রামক।


৩। কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়েন, আবার কারো কারো কাছে ভাগ্য নিজে এসে ধরা দেয়।


৪। স্মৃতিকে সব সময় বিশ্বাস করা চলে না।


৫। ক্ষমতাবান লোকরা সব সময় নিঃসঙ্গ জীবন কাটায়।


৬। অল্প বয়সে স্নেহটাকে বন্ধন মনে হয়।


৭। না চাইতে যা পাওয়া যায় তা সবসময়ই মূল্যহীন।


৮। কোন একটি বিশেষ ঘটনার কাল্পনিক চিত্র যদি বারবার আঁকা যায় তাহলে এমন একটা সময় আসে যখন সেই কাল্পনিক
চিত্রকেই বাস্তব বলে ভ্রম হয়।



৯। আপাত কার্যকারণ ছাড়াই যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার ঘটে তাই কেমন করে পরবর্তী সময়ে মানুষের জীবন বদলে দেয়।


১০। মেয়েরা খুব সহজেই ভালোবাসা বুঝতে পারে।


১১। একঘেয়ে কোন কিছুতেই আকর্ষণ থাকে না।


১২। রূপ আর কয় দিনের? নিম ফুল যয় দিনের।


১৩। নিজেকে অবাঞ্ছিত ভাবা খুব কষ্ট ও অপমানের ব্যাপার।


১৪। যাবতীয় দুর্বোধ্য বস্তুর জন্য মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে।


১৫। সুখ এবং দুঃখ আসলে একই জিনিস। সময়ের সাথে সাথে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায় আবার দুঃখ হয়ে যায় সুখ।


|"অচিনপুর" বইটিতে এই ১৫ টি এপিগ্রাম আমার নজরে এসেছে।


=========================

আমার লেখা অন্যান্য এপিগ্রাম সমূহ:
হুমায়ূন আহমেদ
১৯৭১
অয়োময়
অদ্ভুত সব গল্প
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ
হিমু এবং একটি রাশিয়ান পরী

সুনীল গঙ্গোপাধ্যায়
ভয়ংকর সুন্দর
পাহাড় চূড়ায় আতঙ্ক

হেনরি রাইডার হ্যাগার্ড
ক্লিওপেট্রা
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২০ রাত ১:২৫

কল্পদ্রুম বলেছেন: আমার ধারণা অচিনপুর হুমায়ূন আহমেদের কম উচ্চারিত ভালো লেখাগুলোর ভিতর একটি।কম উচ্চারিত বলছি বিভিন্ন আড্ডায় অচিনপুর খুব বলতে শুনেছি।এপিগ্রামকগুলোর জন্য ধন্যবাদ।

২১ শে জুন, ২০২০ সকাল ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনার মতামত ও মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

২| ২১ শে জুন, ২০২০ রাত ২:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বইয়ের বিশেষ লাইন গুলো শেয়ার করার জন্য।

২১ শে জুন, ২০২০ সকাল ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে

৩| ২১ শে জুন, ২০২০ ভোর ৬:০৩

নেওয়াজ আলি বলেছেন: অনন্য  লেখা।

২১ শে জুন, ২০২০ সকাল ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে জুন, ২০২০ সকাল ১০:৫৫

পদ্মপুকুর বলেছেন: বাংলা ফার্স্ট পার্টে সারমর্ম লেখার অংশে আপনার সর্বোচ্চ নাম্বার পাওয়ার কথা!

২১ শে জুন, ২০২০ সকাল ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: তাই নাকি!!
খারাপ পেতাম না।

৫| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:৫১

মাহমুদ০০৭ বলেছেন: অচিনপুর হুমায়ূনের অন্যতম সেরা লেখা।
আপনার অভ্যাসটা ভাল।

২১ শে জুন, ২০২০ সকাল ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। অভ্যাসটা এখনো আছে। যদিও পড়া কিছুটা কমে গেছে।

৬| ২১ শে জুন, ২০২০ দুপুর ২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




মরুভূমির জলদস্যু ভাই,
কেমন আছেন? হুমায়ূন আহমেদ বাংলাদেশের জন্য কি ছিলেন তা গবেষণা করা হলে বোঝা যাবে এই দেশ কি হারিয়েছে। আমার মনে হয় না শত সহস্র বছরে এমন একজন মানুষ এই দেশে আর একটি জন্ম নেবেন। হুমায়ূন আহমেদ নিয়ে আমার সামান্য লেখা সময় ‍সুযোগ করে পড়ার জন্য অনুরোধ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি হুমায়ূন আহমেদ নিয়ে লিখছেন। আপনার লিখা অব্যাহত থাকুক - আপনার লেখার পাঠক ও সহ সঙ্গি হিসেবে আমাকে পাবেন - সব সময়।

ধন্যবাদ।


২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: হুমায়ূন আহমেদ বাংলাদেশের জন্য কি ছিলেন তা গবেষণা করা হলে বোঝা যাবে এই দেশ কি হারিয়েছে। আমার মনে হয় না শত সহস্র বছরে এমন একজন মানুষ এই দেশে আর একটি জন্ম নেবেন।
ঠিক বলেছেন। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি (আমার মনে করায় কিছু যায় আসে না।) হুমায়ূন আহমেদ লেখা বাংলা ভাসা যতদিন টিকে থাকবে, ততো দিন টিকে থাকবে। তার লেখার সাহিত্য মূল্য থাকুক বা নাই থাকুক।
দেশ ও জাতীর জন্য হুমায়ূন আহমেদ এমন একটা জিনিস তৈরি করে গেছেন যার কোনো মূল্য হয় না। সেটি হচ্ছে পাঠক। তিনি পাঠক তৈরি করেছেন।
আমি হুমায়ূন আহমেদের প্রায় সব লেখাই পড়েছি, কেয়েকবার করেই পড়েছি। যদিও আমি মনে করি হুমায়ূন আহমেদের বেশির ভাগ লেখাই হালকা ধরনে। আর এইটাই তার গুণ।

৭| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: আমি আবার হুমায়ূন আহমেদের বই গুলো পড়া শুরু করেছি।
এখন পড়ছি 'অন্ধকারের গান' বইটা।

২১ শে জুন, ২০২০ রাত ৮:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বছর খানেক আগে আমি "জোছনা ও জননীর গল্প" আর ২-১ টা ছা সবগুলি পড়েছি।

৮| ২১ শে জুন, ২০২০ রাত ১১:০৩

বাংলা উইশেস বলেছেন: এ যেনো bangla premer chondo

২২ শে জুন, ২০২০ রাত ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.