নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত বাংলার চিত্র - ০৫

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৫

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত বাংলার চিরায়ত চিত্র।



প্রস্তুতি

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




সেচ

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




জীবন চিত্র

ছবি তোলার স্থান : আজাইহাজার, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ইং




সবুজ তোমায় ডাকে দেখো....

ছবি তোলার স্থান : সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং




কৃষকের প্রস্তুতি

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং






=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩, চিরায়ত বাংলার চিত্র - ১৪, চিরায়ত বাংলার চিত্র - ১৫, চিরায়ত বাংলার চিত্র - ১৬

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: কিছু জিনিস খালি চোখে হয়তো অতটা ভালো লাগে না কিন্তু ছবিতে অসাধারণ মনে হয়।
পাঁচটা ছবিই সুন্দর।

পোস্টে প্রথম লাইক।‌

শুভেচ্ছা নিয়েন।

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই কথাটা অনেকাংশে সত্যি সঠিক। এই জিনিস সবচেয়ে বেশি উপলব্ধি করা যায় পোকার মাইক্র ছবিতে।
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

২| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: গ্রামের ছবি গুলো দেখে গ্রামে যেতে ইচ্ছা করছে।

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন তেমন এইটা সুযোগ হয়ে উঠে না। তবে গতকাল শহরের কাছাকাছি কালীগঞ্জের নাগরিতে গিয়ে ছিলাম।

৩| ২২ শে জুন, ২০২০ রাত ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই সুন্দর।

ট্রেনে মশা কালীর উপর দিয়ে অনেক বার গেছি জীবনে।

২২ শে জুন, ২০২০ রাত ৯:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২২ শে জুন, ২০২০ রাত ১০:০৯

নেওয়াজ আলি বলেছেন: গ্রাম বলতেই নির্মল ও স্বচ্ছ বাতাস। সহজ সরল জীবন । কমনীয় দৃশ্য

২২ শে জুন, ২০২০ রাত ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: গ্রাম বলতেই সবুজ প্রকৃতি, সরল মানুষ, কঠোর পরিশ্রম, নির্মল জীবন।

৫| ২৩ শে জুন, ২০২০ ভোর ৫:১৬

ডঃ এম এ আলী বলেছেন:


পাঁচটি ছবিই খুবই সুন্দর ।
লুংগীর কাছা মেরে কাদা মাটির জমিতে ধানের রোয়া
লাগানোর এবং আপনার ছবিতে দেখানো হাতকুঞ্জি
দিয়ে ধান ক্ষেতে পানি সেচ দেয়ার অভিজ্ঞতা
আমার আছে। আপনার আরো দু একটি ছবি ব্লগে
মশাখালির ছবি দেখে মনে হল আপনার ঐদিকে
বেশ যাতায়াত আছে । আপনার কাছে অনুরোধ
র্কইল কাওরাইদের কাছে সুতিয়া নদীর উপর
একটি ব্রীজ পড়বে । ট্রেনে যাওয়ার পথে
ঐ ব্রীজ থেকে নদীটির ছবি তোলা যায় ।
আপনার কাছে যদি ব্রীজটি ও নদীটির
ভরা যৌবনের ও শুকনা কালের কোন ছবি
থাকে তাহলে এখানে এই মন্তব্যের জবাবের
ঘরে দিলে বাধিত হব ।

মশাখালী সুস্বাদু কাল জাম ফলের জন্য বিখ্যাত
এত ভাল কাল জাম আন্য কোথাও হয় না ।
গফরগাঁও এর বড় গোল বেগুনো বিখ্যাত ।
আগে ট্রেনে যাওয়ার সময় ট্রেন গফরগাও
স্টেশনে পৌঁছলে ফেরিওয়ালা বড় বড়
( একেকটি প্রায় এক দের কেজি ওজনের)
বেগুন বিক্রয় করত। এ বেগুন খুবই সুস্বাদু ।
এ বেগুন কি এখনো পাওয়া যায ?

শুভেচ্ছা রইল

২৩ শে জুন, ২০২০ দুপুর ১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথমেই আপনাকে অশেষ ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

ডঃ এম এ আলী বলেছেন: লুংগীর কাছা মেরে কাদা মাটির জমিতে ধানের রোয়া লাগানোর এবং আপনার ছবিতে দেখানো হাতকুঞ্জি দিয়ে ধান ক্ষেতে পানি সেচ দেয়ার অভিজ্ঞতা আমার আছে।
আমার নিজের অভিজ্ঞতা না থাকলেও, বছর কুড়ি আগে আমার এই উত্তর বাড্ডা (ঢাকা) তেই দেখেছি এই দৃশ্য। সেই জমিতে এখন ৬ থেকে ১২ তালা দালান উঠে গেছে।

ডঃ এম এ আলী বলেছেন: আপনার আরো দু একটি ছবি ব্লগে মশাখালির ছবি দেখে মনে হল আপনার ঐদিকে বেশ যাতায়াত আছে ।
আসলে যাতায়াত নেই। ২০১৬ সালে। কমলাপুর থেকে পাঁয়ে হেঁটে রেল লাইন ধরে মশাখালি পর্যন্ত গেছি ছবি তুলতে তুলতে। তাই ঐ দিকের প্রচুর ছবি আশে আমার কাছে। প্রথম দিন হেঁটে যতদূর গেছি বিকেলে সেখান থেকে গাড়ি ধরে ফিরে এসেছি বাড়িতে। পরে আবার কোনো দিন গাড়ি ধরে সেই যায়গায় গিয়ে সেখান থেকে হাঁটা শুরু করেছি। এই ভাবে চলছিলো। নানান ঝামেলায় মশাখালির পরে আর যাওয়া হয় নাই।

ডঃ এম এ আলী বলেছেন: আপনার কাছে যদি ব্রীজটি ও নদীটির ভরা যৌবনের ও শুকনা কালের কোন ছবি থাকে তাহলে এখানে এই মন্তব্যের জবাবের ঘরে দিলে বাধিত হব ।
ভরা যৌবনের ছবি নেই স্যার। আমি গেছি শীতের সময়। তার দুটি ছবি দিচ্ছি এখানে।





কালোজাম আর বেগুন সম্পর্কে কোনো ধারনা নেই আমার। তথ্যুকু জানতে পেরে ভালো লাগলো। সুযোগ হলে নিয়ে আসবো।

ভালো থাকবেন সব সময়।

৬| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৩

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ খুবই প্রয়োজনীয় ছবি দুটি দেয়ার জন্য ।
আমার আগামী পোষ্টের জন্য ছবি দুটি কাজে লাগবে।
আরো কিছু কথা আছে পরে আসব ।
শুভেচ্ছা রইল

২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আগামী পোষ্টের জন্য শুভকামনা রইলো।
ডঃ এম এ আলী বলেছেন: আরো কিছু কথা আছে পরে আসব ।
আমার জানা থাকলে অবশ্যই শেয়ার করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.