নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ১১

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:৪০

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।



অনেক কমলা রঙের রোদ ছিলো,
অনেক কাকাতুয়া পায়রা ছিলো,
মেহগনির ছায়াঘন পল্লব ছিলো অনেক;
অনেক কমলা রঙের রোদ ছিলো, আর তুমি ছিলে;
----- জীবনানন্দ দাশ -----


ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/১১/২০১৮ ইং


===========================================================


কর্ণফুলী নদীতে সূর্যোদয়

ছবি তোলার স্থান : শাহ আমানত সেতু, কর্ণফুলী, চট্টগ্রাম, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং



===========================================================


রূপসা নদীতে সূর্যোদয়

ছবি তোলার স্থান : রূপসা নদী, খুলনা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং



===========================================================


তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা,
মম শূন্যগগনবিহারী।
আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা...
--- রবীন্দ্রনাথ ঠাকুর ---


ছবি তোলার স্থান : সাতক্ষীরা, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০/০৩/২০১৫ ইং



===========================================================


আজ এই দিনের শেষে
সন্ধ্যা যে ওই মানিকখানি পরেছিল চিকন কালো কেশে
গেঁথে নিলেম তারে
এই তো আমার বিনিসুতার গোপন গলার হারে।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : জাফলং, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৪ ইং






=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর সব ছবি

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

২| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৩৭

এম ডি মুসা বলেছেন: চমত্কার ভালো লাগছে+

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মুসা ভাই মতামতের জন্য।

৩| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:০৯

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার!

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


কর্ণফুলি ভালো লেগেছে?

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: চলন্ত গাড়ি থেকে তোলা ছবি। ভোরের সূর্য।
? প্রশ্নবোদক কেনো?

৫| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: একটা গান মনে পড়লো ছবিগুলো দেখে...

মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা..

আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা ........

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
গান জন্যও ধন্যবাদ।

৬| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৯

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ছবি গুলো।

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৭| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ১০:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সূর্যাস্তের কথা বল কিছু সূর্যোদয় কিছু সূর্যাস্তের ছবি দিলেন মনে হচ্ছে।

০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এইতো আপনি লখ্য করেছেন।
এই পর্বে দুটি ছবি আছে সূর্যদয়ের, দুটি নদীতে।
এখন পর্যন্ত আর কেউ লখ্য কর নাই।

৮| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: সাতক্ষীরা সুন্দর বন এর ছবিটা সবচেয়ে ভালো লাগলো।

০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য। অসাধারণ এক ট্যুর ছিলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.